Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
I league

মিনার্ভার পথে হেঁটে দল তুলে নেওয়ার হুমকি নেরোকার

এ বার মিনার্ভার পথে নেরোকাও। ছবি: নেরোকার ফেসবুক পেজ থেকে।

এ বার মিনার্ভার পথে নেরোকাও। ছবি: নেরোকার ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১৯:৩০
Share: Save:

দিনকয়েক আগে মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিৎ বাজাজ দল তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তার জেরে বেসামাল ভারতীয় ফুটবল।

আজ, সোমবার নেরোকা এফসি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিল, তারাও দল বন্ধ করার কথা ভাবছে। মিনার্ভার সঙ্গে ফেডারেশনের মতান্তরের অবশ্য অন্য কারণ ছিল। এএফসি কাপের হোম ম্যাচ আয়োজন করার জন্য কলিঙ্গ স্টেডিয়ামকে বেছে নিয়েছিল মিনার্ভা। তা নিয়ে দড়ি টানাটানির জেরে চূড়ান্ত সিদ্ধান্তের পথে মিনার্ভা।

এ বার পাহাড়ের দল নেরোকা ফেসবুক পোস্টে লিখেছে, ‘‘ভারতীয় ফুটবলে কী হচ্ছে! কঠিন পরিশ্রম ও অনেক টাকা বিনিয়োগ করার পরে ২০১৭ সালে আমরা দেশের এক নম্বরে খেলার ছাড়পত্র পেয়েছিলাম। দু’ বছর খেলার পরে আমাদের দ্বিতীয় ডিভিশনে পাঠানো হচ্ছে। এরকম পরিস্থিতিতে ক্লাব বন্ধ করে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা দেখছি না। টাকা পয়সার দিক থেকে আমরা হয়তো ধনী নই। কিন্তু ফুটবল প্রতিভার নিরিখে বিচার করলে আমরা ধনী তো বটেই। ভারতীয় ফুটবলে এখন আর্থিক দিক থেকে শক্তিশালী ক্লাবগুলোরই জয় জয়কার। হার্ড ওয়ার্কিং ক্লাবগুলোর কোনও জায়গাই নেই।’’

আরও পড়ুন:ফেডারেশনের বিরুদ্ধে বড় অভিযোগ, ক্লাব তুলে দেওয়ার হুমকি মিনার্ভা কর্ণধারের

আরও পড়ুন: অবশেষে মানজ়িদের শো-কজ

আই লিগ খেলা ক্লাবগুলো এক জোট হয়ে ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছিল। কিন্তু তাদের আবেদনে কর্ণপাত করেনি ফেডারেশন। আই লিগ খেলা একটি ক্লাবের কর্ণধার বলছেন, ‘‘ফেডারেশন নীরব থাকায় অনেকেই মনে করছেন আইএসএল ক্লাবগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ মিনার্ভা কর্ণধার রঞ্জিৎ বাজাজ আবার বলছেন, ‘‘আমরা ক্লাব তুলে নিলে দিল্লি ডায়নামোজ কী ভাবে প্লেয়ার পাবে? নেরোকাও যদি ক্লাব তুলে নেয় তাহলে নর্থ-ইস্টও তো সমস্যায় ভুগবে। প্লেয়ার তৈরি করা সহজ নয়।’’

ভারতীয় ফুটবল কোন পথে এগোচ্ছে, তা বুঝতে পারছেন না কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE