২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত। তাদের পরের লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করা। সেই লক্ষ্যে সফল হলে আগামীর লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি জানিয়েছেন, সেই প্রতিযোগিতা থেকে ভারতকে ১০০টি পদক আনতে হবে।
প্যারিসে গত অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছিল মাত্র একটি রুপো। জ্যাভলিনে সেই পদক এসেছিল নীরজ চোপড়ার হাত ধরে। বাকি অ্যাথলিটরা পেয়েছিলেন ব্রোঞ্জ। ফলে ২০৩৬ সালে আদৌ সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলেছেন, “২০৩৬ অলিম্পিক্সে ভারতকে কমপক্ষে ১০০ পদক আনতেই হবে। তার মধ্যে গুজরাতের অ্যাথলিটদের আনতে হবে ১০ পদক।” তাঁর সংযোজন, “গুজরাতে ১০টি পদকের মধ্যে অন্তত দু’টি পদক আনতে হবে মেয়েদের।”
বারাণসীতে ৭২তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধনের আগে ভিডিয়ো কনফারেন্সে ২০৩৬ সালে ভারতের অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে ভারতে। পাশাপাশি দেশ ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে আরও বেশি করে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়।”
এ দিকে ছেলদের বিভাগে ভলিবলের প্রথম ম্যাচে বাংলা ১-৩ হেরেছে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। তবে বাংলার মেয়েরা ৩-০ ফলে দাপটে হারিয়েছে ওড়িশাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)