ICC World Cup 2019: History of 1983 world cup dgtl
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
১৯৮৩: ভারতীয় ক্রিকেটকে পাল্টে দেওয়া সেই বছর এবং কপিল দেব নিখাঞ্জ
লর্ডসের বারান্দায় বিশ্বকাপ হাতে কপিলদেব নিখাঞ্জ, এই ছবি ভারতীয় ক্রিকেটের সোনার ফ্রেম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ১৭:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ভারতীয় ক্রিকেট সাবালক হয় এ বারের বিশ্বকাপে। লর্ডসের বারান্দায় বিশ্বকাপ হাতে কপিলদেব নিখাঞ্জ, এই ছবি ভারতীয় ক্রিকেটের সোনার ফ্রেম। মোট ৮টি দেশ অংশ নিয়েছিল। সেমি ফাইনালে ভারত হারায় ইংল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানে পাকিস্তান। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জেতে ভারত।
০২১০
ওয়েস্ট ইন্ডিজ শেষ বারের মতো কোনও বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। এর পরে কোনও বিশ্বকাপের (৫০ ওভার) ফাইনালে আর পৌঁছয়নি ক্যারিবিয়ানরা।
০৩১০
মহিন্দর অমরনাথ সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন।
০৪১০
কপিল দেব কনিষ্ঠতম (২৪) অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন।
০৫১০
নিউজিল্যান্ডের অফস্পিনার জন ব্রেসওয়েল ৭টি ম্যাচে মোট ৩১০ রান দিয়ে ১ উইকেট নেন। যা বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত নিকৃষ্টতম গড়।
০৬১০
ভারতের সুনীল ভালসন টিমে থেকেও কোনও ম্যাচ না খেলে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে নাম লিখিয়ে ফেলেন।
০৭১০
কপিল দেব জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন। এই বিশ্বকাপে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। কিন্তু, সেই ম্যাচের ভিডিয়ো ক্লিপ পাওয়া যায় না।
০৮১০
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে সর্বাধিক ৬২৬ রান হয়েছিল। এই বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান।
০৯১০
কপিল দেব নিয়েছিলেন মোট ৮টি ক্যাচ। উইকেট কিপার না হয়েও কপিল এতগুলো ক্যাচ ধরে চমকে দিয়েছিলেন। তার মধ্যে ফাইনালে স্যর ভিভের ক্যাচটি ছিল সেরা।
১০১০
এই বিশ্বকাপে মোট ৮ জন ক্রিকেটার ১টি করে শতরান করেছিলেন। যা রেকর্ড। এঁরা হলেন ইমরান খান, কপিল দেব, জাহির আব্বাস, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, ডেভিড গাওয়ার, অ্যালান ল্যাম্ব এবং ট্রেভর চ্যাপেল।