অজিঙ্ক রাহানের দুরন্ত শতরানের সৌজন্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। কিন্তু ফিল্ডিংয়ের সময় একাধিক সুযোগ নষ্ট করাকেই তাঁদের ব্যর্থতার কারণ বলে মনে করছেন মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রবিবার দিনের শেষে বলেছেন, ‘‘রাহানে খুব ভাল খেলেছে। চাপ সামলে এমন সময়ে ভারতের ইনিংসকে দাঁড় করিয়েছে, যখন ওরা আমাদের রানের থেকে পিছনে ছিল। সাহসী ব্যাটিং করেছে। তবে তিন-চার অথবা পাঁচ বার ওকে আউট করার সুযোগ আমরা হারিয়েছি। সুযোগ কাজে লাগিয়ে দারুণ সেঞ্চুরি করেছে ও।’’
অস্ট্রেলিয়ার পক্ষে দিনটা যে খুব খারাপ গিয়েছে, এমনটা মানতে রাজি নন স্টার্ক। সুযোগ কাজে না লাগাতে পারাকেই দায়ী করেছেন তিনি। বলেছেন, ‘‘আজ আমাদের সেরা দিন নয়, আবার খুব খারাপ দিনও নয়। আমরাও কিছু সুযোগ তৈরি করেছি। তবে সে গুলো কাজে লাগাতে পারিনি। গোটা দিন ধরে রাহানে ভাল ব্যাটিং করেছে। কাল বাকি পাঁচটা উইকেট দ্রুত তোলার চেষ্টা করব।’’