পৃথ্বী শ-র জায়গায় দ্বিতীয় টেস্টে দলে এসে টিম ম্যানেজমেন্টের ভরসা আদায় করে নিয়েছেন শুভমন গিল। তাঁর ইনিংস দেখে প্রশংসা করেছেন প্রত্যেকেই। কিন্তু তা সত্ত্বেও শুভমন মনে করছেন, এখনও তাঁর শেখার অনেক বাকি।
প্যাট কামিন্সের আউট সুইঙ্গারে খোঁচা দিয়ে ৪৫ রানে ফিরে যান শুভমন। কিন্তু প্যাভিলিয়ন থেকে মন দিয়ে ধৈর্য ধরে নেতা অজিঙ্ক রাহানের ইনিংস দেখেছেন। তা নিয়ে শুভমনের বক্তব্য, ‘‘গোটা ইনিংসটাই ও খেলেছে আগাগোড়া ধৈর্য বজায় রেখে। সবথেকে বড় ব্যাপার, এত শক্তিশালী একটা পেস আক্রমণের বিরুদ্ধে খেলতে নামলে মাঝে মাঝে রান করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যে ইনিংস অজিঙ্ক ভাই আজ খেলেছে, তা দেখাও সৌভাগ্যের ব্যাপার।’’
নিজের ব্যাটিং সম্পর্কে শুভমন বলেছেন, ‘‘যখন আমি ব্যাটিং করতে এলাম তখন পিচ অনেক বেশি জীবন্ত ছিল। কিন্তু মাথায় একটা জিনিসই রেখেছিলাম, পিচ যে রকমই হোক না কেন, আমাকে নিজের খেলাটাই খেলতে হবে। তবে যে ভাবে আমি আউট হয়েছি তাতে একেবারেই খুশি নই।’’