Advertisement
E-Paper

চরম বিভ্রান্তি তৈরি করে স্থগিত রাখা হল ব্রিসবেন টেস্ট

আশঙ্কাটা ঘনীভূত হচ্ছিল অনেক আগে থেকেই। শনিবার সেটা বাস্তবে রূপান্তরিত হল। আগামী বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট শুরু হচ্ছে না। ফিল হিউজের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত প্রথম টেস্ট স্থগিত রেখেছে। তারা স্পষ্ট বলে দিয়েছে, বৃহস্পতিবার থেকে টেস্ট শুরু করা সম্ভব নয়। কারণ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার। তার চব্বিশ ঘণ্টার মধ্যে পাঁচ দিনের যুদ্ধে ক্রিকেটারদের নামার প্রশ্নই নেই বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ০১:৩৮
হিউজের শহর ম্যাক্সভিলে এক স্মরণসভায় শোকবার্তা জ্ঞাপন। ছবি: এএফপি

হিউজের শহর ম্যাক্সভিলে এক স্মরণসভায় শোকবার্তা জ্ঞাপন। ছবি: এএফপি

আশঙ্কাটা ঘনীভূত হচ্ছিল অনেক আগে থেকেই। শনিবার সেটা বাস্তবে রূপান্তরিত হল। আগামী বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট শুরু হচ্ছে না। ফিল হিউজের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত প্রথম টেস্ট স্থগিত রেখেছে। তারা স্পষ্ট বলে দিয়েছে, বৃহস্পতিবার থেকে টেস্ট শুরু করা সম্ভব নয়। কারণ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার। তার চব্বিশ ঘণ্টার মধ্যে পাঁচ দিনের যুদ্ধে ক্রিকেটারদের নামার প্রশ্নই নেই বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মুশকিল হল, এখানেই শেষ নয়। ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসনদের মতো অস্ট্রেলীয় যোদ্ধারা বোর্ডকে জানিয়েছিলেন যে, ব্রিসবেন টেস্ট পিছিয়ে দেওয়া হোক। ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারদের প্রস্তাব শুনল, টেস্ট পিছিয়ে দিল। কিন্তু কত দিনের জন্য, সেটা বলল না।

যা নিয়ে এখন তুমুল বিভ্রান্তি।

ভারতীয় টিমের কাছে খবর, ব্রিসবেন টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। এক দিন পিছোচ্ছে। সফররত ভারতীয় টিমের ম্যানেজার আর এন বাবা এ দিন বলেও দিয়েছেন, “আমাদের বলা হয়েছে ব্রিসবেন টেস্ট এক দিন পিছোচ্ছে। শুক্রবার থেকে টেস্টটা হবে, আর পাঁচ দিনেরই হবে।” কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এটা নিয়ে নীরব। অস্ট্রেলীয় কিংবদন্তি অ্যালান বর্ডারের মতো কেউ কেউ বলতে শুরু করেছেন, বৃহস্পতিবারের বদলে রবিবার থেকে শুরু হোক টেস্ট। ক্রিকেটকে বন্ধ রাখা উচিত নয়। আর তিন দিন সময় পেলে ক্রিকেটাররাও মানসিক ভাবে চাঙ্গা হয়ে ওঠার সময় পাবে।

অস্ট্রেলীয় মিডিয়া তারা আবার বলছে, ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি ঠিক করার জন্য দু’তিন দিন মোটেও যথেষ্ট নয়। বিভিন্ন বিকল্পের সন্ধান তারা দিচ্ছে। কখনও বলছে, সিরিজের দ্বিতীয় আর তৃতীয় টেস্টের মধ্যে যখন দিন দশেক বিশ্রাম আছে, সেখানে ব্রিসবেন টেস্ট ঢোকানো হোক। অ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু হোক সিরিজ। নইলে ব্রিসবেন টেস্ট নিয়ে যাওয়া হোক একেবারে শেষে। জানুয়ারিতে সিডনি টেস্টের পর। কিন্তু তাতেও সমস্যা। ব্রিসবেন টেস্টকে মধ্যেকার কোনও সময়ে নতুন করে রাখতে হলে সূচি ঠাসা হয়ে যাবে। সে দিক থেকে দেখলে, বৃহস্পতিবারের জায়গায় শনি-রবিবার শুরু করা ভাল। ক্রিকেটাররা মানসিক ভাবে কী অবস্থায় থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা যতই থাক। কোনও কোনও মহলে আবার আশঙ্কা, এত গণ্ডগোলের ফলে ব্রিসবেন টেস্টটাই না বাতিল হয়ে যায়! ইতিমধ্যেই ব্রিসবেন টেস্টের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, “আমরা জানি যে যাঁরা টিকিট কেটে ফেলেছেন তাঁরা এখন ভাবছেন, কী হবে। পরিস্থিতিটা সামলে উঠতে দিন, তার পর যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিয়ে জানাব। সমর্থকদের বলছি, আপনারা টিকিট সঙ্গেই রাখুন। আমরা জানাব।” সঙ্গে তাঁর আরও সংযোজন, “বুঝতে হবে যে, এমন পরিস্থিতি রোজ রোজ হয় না। এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। আমরা আশা করতে পারি না, ক্রিকেটাররা আগের দিন হিউজের শেষকৃত্যে থেকে পরের দিন আবার টেস্ট খেলতে নেমে পড়বে। ওরা এখনও শোকস্তব্ধ। এই অবস্থায় ওদের পক্ষে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার চাপ নেওয়ার কোনও প্রশ্নই নেই।” পরিস্থিতি যা, তাতে অন্তত রবিবার দিনটা না গেলে প্রথম টেস্টের ভাগ্য নিয়ে নিশ্চিত হওয়া যাবে না। রবিবার বৈঠক হওয়ার একটা সম্ভাবনা আছে। এমনিতেই ক্রিকেট অস্ট্রেলিয়া বলে রেখেছে, আগামী সপ্তাহে এটা নিয়ে বৈঠক আছে। সেটা রবিবারও হতে পারে বলে কারও কারও ধারণা। ব্রিসবেন টেস্ট একান্তই না করা গেলে, ভারতীয় টিমের জন্য একটা প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা থাকতে পারে। কারণ সোমবার দুপুরে সূচি অনুযায়ী বিরাট কোহলিরা ব্রিসবেন পৌঁছে যাচ্ছেন। যাঁরা এমন বিভ্রান্তির মধ্যেও প্র্যাকটিসটা ঠিকঠাক করে যাচ্ছেন।

একটু ভুল হল। বাউন্সারগুলোও ঠিকঠাক প্র্যাকটিসে দেওয়া হচ্ছে। ইশান্ত শর্মা তো শনিবার বাউন্সার মেরে মেরেই রোহিত-রাহানেদের মহড়াটা প্র্যাকটিসে নিয়ে রাখলেন!

phillip huges acciental death brisbane test postponed India-Australia test match postponement decision cricket australia board sports news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy