Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India vs Australia

অস্ট্রেলিয়ার মাঠে সিরিজের প্রথম টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ কোহালিদের সামনে

দিনের খেলা শুরুর আগেই বোঝা গিয়েছিল আজই হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। দিনের শেষে সে কথাই স্পষ্ট হয়ে গেল। বৃষ্টি বাধা না হলে এই টেস্টের ফয়সালা হচ্ছেই। দ্বিতীয়ত, বড় অঘটন না হলে এই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কোহালিদেরই। এক ঝলকে দেখে নেওয়া যাক অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের কিছু ঝলক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৬:০৯
Share: Save:
০১ ১১
দিনের খেলা শুরুর আগেই বোঝা গিয়েছিল আজই হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। দিনের শেষে সে কথাই স্পষ্ট হয়ে গেল। বৃষ্টি বাধা না হলে এই টেস্টের ফয়সালা হচ্ছেই। দ্বিতীয়ত, বড় অঘটন না হলে এই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কোহালিদেরই। এক ঝলকে দেখে নেওয়া যাক অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের কিছু ঝলক।

দিনের খেলা শুরুর আগেই বোঝা গিয়েছিল আজই হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। দিনের শেষে সে কথাই স্পষ্ট হয়ে গেল। বৃষ্টি বাধা না হলে এই টেস্টের ফয়সালা হচ্ছেই। দ্বিতীয়ত, বড় অঘটন না হলে এই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কোহালিদেরই। এক ঝলকে দেখে নেওয়া যাক অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের কিছু ঝলক।

০২ ১১
ভাগ্যের জন্য টি২০ সিরিজ জয় আসেনি। সেখানে বাধা হয়েছিল বৃষ্টি। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার ইনিংসের সময় যে ভাবে আকাশ কালো করল, মাঠে আলো জ্বালিয়ে খেলা চালাতে হল, বৃষ্টিতে খেলা বন্ধ হল, তাতে কোহালিদের আতঙ্কিত হওয়ারই কথা।

ভাগ্যের জন্য টি২০ সিরিজ জয় আসেনি। সেখানে বাধা হয়েছিল বৃষ্টি। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার ইনিংসের সময় যে ভাবে আকাশ কালো করল, মাঠে আলো জ্বালিয়ে খেলা চালাতে হল, বৃষ্টিতে খেলা বন্ধ হল, তাতে কোহালিদের আতঙ্কিত হওয়ারই কথা।

০৩ ১১
অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্টেই রেকর্ড বইয়ে নাম উঠল ঋষভ পন্থের। অ্যাডিলেডে চলতি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ঋষভ ছয়টি ক্যাচ নিয়েছেন। যা ক্যাঙারুদের দেশে কোনও ভারতীয় উইকেটকিপারের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড। এত দিন পাঁচটি ক্যাচ নিয়ে কোনও টেস্টের একটি ইনিংসে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে।

অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্টেই রেকর্ড বইয়ে নাম উঠল ঋষভ পন্থের। অ্যাডিলেডে চলতি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ঋষভ ছয়টি ক্যাচ নিয়েছেন। যা ক্যাঙারুদের দেশে কোনও ভারতীয় উইকেটকিপারের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড। এত দিন পাঁচটি ক্যাচ নিয়ে কোনও টেস্টের একটি ইনিংসে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে।

০৪ ১১
আরও একটি রেকর্ড স্পর্শ করলেন ঋষভ। বিদেশের মাঠে টেস্টে কোনও ইনিংসে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এতদিন ছিল ধোনির। ২০০৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এ দিন ঋষভ স্পর্শ করলেন তাঁকে।

আরও একটি রেকর্ড স্পর্শ করলেন ঋষভ। বিদেশের মাঠে টেস্টে কোনও ইনিংসে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এতদিন ছিল ধোনির। ২০০৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এ দিন ঋষভ স্পর্শ করলেন তাঁকে।

০৫ ১১
রেকর্ড করলেন বিরাট কোহালিও। অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে মাত্র ৯ টেস্টে হাজার রান পূর্ণ করলেন ভারতীয় অধিনায়ক। এ দিন ৩৪ রান করেন তিনি। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন বিরাট। মোট রানের বিচারে কোহালির আগে রয়েছেন সচিন (১৮০৯), লক্ষ্মণ (১২৩৬), রাহুল দ্রাবিড় (১১৪৩)।

রেকর্ড করলেন বিরাট কোহালিও। অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে মাত্র ৯ টেস্টে হাজার রান পূর্ণ করলেন ভারতীয় অধিনায়ক। এ দিন ৩৪ রান করেন তিনি। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন বিরাট। মোট রানের বিচারে কোহালির আগে রয়েছেন সচিন (১৮০৯), লক্ষ্মণ (১২৩৬), রাহুল দ্রাবিড় (১১৪৩)।

০৬ ১১
অস্ট্রেলিয়ার মাটিতে ২৮তম সফরকারী ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গ়ড়লেন বিরাট।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৮তম সফরকারী ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গ়ড়লেন বিরাট।

০৭ ১১
এ দিন গত কালের রানের সঙ্গে আরও ৪৪ রান যোগ করেন অজি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২৩৫ রানে শেষ হয় তাদের ইনিংস। এ দিন দুই উইকেট দখল করেন মহম্মদ শামি।

এ দিন গত কালের রানের সঙ্গে আরও ৪৪ রান যোগ করেন অজি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২৩৫ রানে শেষ হয় তাদের ইনিংস। এ দিন দুই উইকেট দখল করেন মহম্মদ শামি।

০৮ ১১
১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ধীরেসুস্থে শুরু করে প্রথম উইকেটে ৬৩ রান ওঠে। যদিও এ দিনও তেমন কিছু করতে পারেননি মুরলী বিজয়। মাত্র ১৮ রানে আউট হন তিনি। সন্দেহ নেই আগামী টেস্টে রীতিমতো অনিশ্চিত হয়ে পড়লেন।

১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ধীরেসুস্থে শুরু করে প্রথম উইকেটে ৬৩ রান ওঠে। যদিও এ দিনও তেমন কিছু করতে পারেননি মুরলী বিজয়। মাত্র ১৮ রানে আউট হন তিনি। সন্দেহ নেই আগামী টেস্টে রীতিমতো অনিশ্চিত হয়ে পড়লেন।

০৯ ১১
শুরুটা ভালই করেছিলেন লোকেশ রাহুল। আশা জাগাতে শুরু করেছিলেন। কিন্তু, ৪৪ রানে থেমে যায় সেই ইনিংস।

শুরুটা ভালই করেছিলেন লোকেশ রাহুল। আশা জাগাতে শুরু করেছিলেন। কিন্তু, ৪৪ রানে থেমে যায় সেই ইনিংস।

১০ ১১
এর পরই ভীত মজবুত করার কাজ শুরু করেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহালি। বিরাট আউট হওয়ার পর মাঠে নামেন অজিঙ্ক রাহানে। এই ম্যাচে রাহানে রান পেলে তিনিও অনিশ্চিত হয়ে পড়বেন।

এর পরই ভীত মজবুত করার কাজ শুরু করেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহালি। বিরাট আউট হওয়ার পর মাঠে নামেন অজিঙ্ক রাহানে। এই ম্যাচে রাহানে রান পেলে তিনিও অনিশ্চিত হয়ে পড়বেন।

১১ ১১
খেলার এখনও বাকি দু’দিন। আর হাতে সাত উইকেট। আরও দেড়শো রান করতে পারলে, চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়বে।

খেলার এখনও বাকি দু’দিন। আর হাতে সাত উইকেট। আরও দেড়শো রান করতে পারলে, চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE