ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলেও টেস্ট খেলার সুযোগ হয়নি অভিমন্যু ঈশ্বরণের। ভারতীয় দলের বেশ কয়েকটি সিরিজ়ের দলে থেকেও প্রথম একাদশে জায়গা হয়নি। আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতেও রাখা হয়নি বাংলার অধিনায়কের নাম। তবে শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার আবু ধাবিতে হবে ২০২৬ আইপিএলের জন্য ছোট নিলাম। সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। শেষ মুহূর্তে এই দৌড়ে ঢুকে পড়েছেন বাংলার অধিনায়ক। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিন আগে প্রকাশিত ৩৫০ জন ক্রিকেটারের তালিকায় আরও কয়েক জনের নাম যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঈশ্বরণও। তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৩০ লাখ টাকা। বিসিসিআই সূত্রে খবর, একটি দলের আগ্রহেই ঈশ্বরণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
ঈশ্বরণকে মূলত লাল বলের ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। যদিও সাদা বলের ঘরোয়া ক্রিকেটেও তিনি যথেষ্ট সফল। ২০ ওভারের ৪১টি ম্যাচে ৩৮.৮১ গড়ে ১২৪২ রান করেছেন। দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরানও রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ঈশ্বরণের স্ট্রাইক রেট ১৩২.৯৭। এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে সাতটি ম্যাচে করেছেন ২৬৬ রান। গড় ৪৪.৩৩। স্ট্রাইট রেট ১৫২। বেশ ভাল ফর্মে রয়েছেন। কখনও আইপিএল না খেলা ঈশ্বরণ আইপিএলে দল পেতেই পারেন।