ভারতীয় দলের ক্রিকেটারদের বিজয় হজারে ট্রফি খেলা বাধ্যতামূলক করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ছাড় পাচ্ছেন না বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। শুধু এক জনকে ছাড় দেওয়া হয়েছে।
বিজয় হজারে ট্রফির অন্তত দু’টি করে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলের সব ক্রিকেটারকে। আগামী ২৪ ডিসেম্বর শুরু হবে ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। চলবে আগামী বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতার মান বাড়াতে এবং জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিজয় হজারে ট্রফিতে খেলা বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে মাঝেই বিসিসিআইয়ের নির্দেশ পেয়ে গিয়েছেন ভারতীয় দলের সদস্যেরা। আগামী ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। তার আগে জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ অনুশীলনের মধ্যে রাখতে চান বোর্ড কর্তারা।
অস্ট্রেলিয়া সফরে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তিনি এখনও খেলার মতো অবস্থায় নেই। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যেরা শ্রেয়সকে এখনও খেলার অনুমতি দেননি। তাই শুধু তাঁকে ছাড় দেওয়া হয়েছে বিজয় হজারে ট্রফি খেলা থেকে।
আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের নির্দেশ জানার পর কোহলি এবং রোহিতও বিজয় হজারে ট্রফি খেলার কথা জানিয়েছেন নিজেদের রাজ্য সংস্থাকে। কোহলি দিল্লির হয়ে এবং রোহিত মুম্বইয়ের হয়ে খেলবেন। তবে তাঁরা কতগুলি ম্যাচ খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। শুভমন গিল, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যেরাও নিজ নিজ রাজ্য দলের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলবেন।