Advertisement
E-Paper

কোহলির ব্যাটে জাদুকাঠি, ঢাকায় পাকিস্তান বধ ভারতের

পাঁচ উইকেটে পাকিস্তান বধ ভারতের। ভারতের সামনে ৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। ১৫.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল ভারত।ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪৯ বিরাট কোহলির। শুরুতে যেভাবে ধাক্কা খেয়েছিল পাকিস্তান ঠিক সেভাবেই পর পর তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটেও চলে গিয়েছিল ভারত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৮
জয়ের পর মহেন্দ্র সিংহ ধোনিকে শুভেচ্ছা আফ্রিদির। ছবি-গেটি ইমেজেস।

জয়ের পর মহেন্দ্র সিংহ ধোনিকে শুভেচ্ছা আফ্রিদির। ছবি-গেটি ইমেজেস।

পাঁচ উইকেটে পাকিস্তান বধ ভারতের। ভারতের সামনে ৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। ১৫.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল ভারত।ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪৯ বিরাট কোহলির। শুরুতে যেভাবে ধাক্কা খেয়েছিল পাকিস্তান ঠিক সেভাবেই পর পর তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটেও চলে গিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হল না। ব্যাট হাতে বিরাট কোহলি নামতেই পাকিস্তানের সব হিসেব বদলে গেল। য়োগ্য সঙ্গত যুবরাজ সিংহর। আম্পায়ার ভুল সিদ্ধান্ত না নিলে জয়ের রানটি হয়তো আসত তাঁরই ব্যাট থেকে। কিন্তু চার হাঁকিয়ে সেই রান তুললেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এশিয়া কাপে অপরাজিত থাকল ভারত। ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি।

দুরন্ত জয় ভারতের। বাউন্ডারি হাঁকিয়ে জয় তুলে নিলেন ধোনি।

• ব্যাট করছেন ধোনি।

• ২৯ বলে ৩ রান দরকার ভারতের।

• ১৩ রানে ব্যাট করছেন যুবরাজ সিংহ।

• ৩৩ বলে ভারতের দরকার ৮ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• যুবরাজের সঙ্গে এবার ব্যাট করতে এলেন ধোনি।

• ১৪.৩ ওভারে ভারত ৭৬/৫।

• আবার আউট। এবার শামির বলে হাফিজকে ক্যাচ দিয়ে আউট হলেন হার্দিক পাণ্ডে।

• ৪৯ রান করে মহম্মদ শামির বলে এলবিডব্লু হলেন বিরাট কোহলি। যদিও এই আউটে খুশি হতে পারেননি তিনি। খারাপ আম্পায়ারিংয়ের শিকার হতে হল কোহলিকে।

• ১৪ ওভারে ভারত ৭৬/৩। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে বিরাট কোহলি।

• ১৩ ওভারে ভারত ৬৯/৩।

• ৪৫ বলে ১৯ রান দরকার ভারতের। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১২ ওভারে ভারত ৬৫/৩।

• ২৫ হাজার ৫০০জন সমর্থক এদিন শের-এ-বাংলা স্টেডিয়ামে বসে খেলা দেখলেন।

• যুবরাজ ব্যাট করছেন ১০ রানে।

• ৩৩ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• ১০ ওভারে ভারত ৫৫/৩।

• ৯ ওভারে ভারত ৫০/৩।

• ২৯ রানে ব্যাট করছেন কোহলি।

• ৮.১ ওভার রি্য়াজের বলে বিরাট কোহলির পর পর তিনটি বাউন্ডারি।

• ৮ ওভারে ভারত ৩৪/৩।

• পাকিস্তানের হয়ে তিনটি উইকেটই নিলেন মহম্মদ আমির।

• ভারত ২১/৩।

• ৬ ওভারে বিরাট ১৫ বল খেলে ৬ রান ও যুবরাজ ১৪ বল খেলে ৫ রানে ব্যাট করছেন।

• ৫ ওভারে ভারত ২০/৩।

• বলের আঘাত এবার উইকেটে না গিয়ে সরাসরি লাগল আম্পায়ারের পায়ে।

• ৬ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ৪ রান যুবরাজের।

• ৪ ওভারে ভারত ১৯/৩।

• বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ৩ ওভারে ভারত ৯/৩।

• ৪ বলে করলেন মাত্র ১ রান।

• মহম্মদ আমিরের বলে বড় শট নিতে গিয়ে ওয়াহাবকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন রায়না।

• তৃতীয় উইকেট পতন ভারতের।

• সুরেশ রায়না আউট।

• আবার আউটের আবেদন পাকিস্তানের।কিন্তু নাকচ করে দিলেন আম্পায়ার।

• ২ ওভারে ভারত ৬/২।

• ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও সুরেশ রায়না।

• ১ ওভারে ভারত ২/২।

• দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে খাতাই খুলতে পারলেন না।

• তাঁর প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিলেন মহম্মদ আমির।

• এবার আউট অজিঙ্ক রাহানে। আবার এলবিডব্লু। সেই মহম্মদ আমির।

• ২ রানে ২ উইকেট ভারতের।

• রানের খাতা খোলার আগেই ভারতের প্রথম উইকেট তুলে নিল পাকিস্তান।

• রোহিত শর্মা আউট। মহম্মদ আমিরের বলে এলবিডব্লু রোহিত।

• ব্যাট করতে এলেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে।

• ব্যাটিং শুরু ভারতের।

ভারতের সামনে ৮৪ রানের লক্ষ্যমাত্রা রাখল পাকিস্তান। ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৮৩ রাই তুলতে সক্ষম হল আফ্রিদিরা। ব্যাট হাতে কেউই টিকতে পারলেন না ভারতের বোলারদের সামনে। ২৫ রান করে কিছুক্ষণ পাকিস্তান ব্যাটিংকে ভরসা দিলেও শেষ পর্যন্ত টিকতে পারলেন না সরফরাজ আহমেদ। ভারতের হয়ে তিনটি উইকেট নিলেন হার্দিক পাণ্ডে। জোড়া উইকেট রবীন্দ্র জাদেজার। একটি উইকেট নেহরা, বুমরাহ ও যুবরাজের। ভারতের সামনে সহজ চ্যালেঞ্জ। যদিও শের-এ-বাংলার পিচ নিয়ে সংশয় থাকছেই।

• ভারতের হয়ে ৩ উইকেট নিলেন হার্দিক পাণ্ডে। ২ উইকেট রবিন্দ্র জাদেজার।

• ১৭.৩ ওভারে ৮৩ রানে অল আউট পাকিস্তান।

• দশম উিকেট পতম পাকিস্তানের।

• পাণ্ডের বলে রায়নাকে ক্যাচ তুলে দিলেন শামি।

• নবম উইকেট পতন পাকিস্তানের।

• ১৭ ওভারে পাকিস্তান ৮২/৮।

• ব্যাট করছেন মহম্মদ শামি ও মহম্মদ আমির।

• অশ্বিনের ওভারে পর পর ছয় ও চার এল পাকিস্তানের ব্যাট থেকে।

• ১৬ ওভারে পাকিস্তান ৭১/৮।

• জাদেজার বলে ২৫ রান করে আউট হলেন সরফরাজ আহমেদ। এটাই এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

• আবার আউট। অষ্টম উইকেট পাকিস্তানের।

• ১৫ ওভারে পাকিস্তান ৭০/৭।

• ভারতের হয়ে এখনও পর্যন্ত উইকেট নিলেন নেহরা, বুমরাহ, পাণ্ডে, যুবরাজ ও জাদেজা। দু‘টি রান আউট।

• ১২ ওভারে পাকিস্তান ৫৪/৭।

• জাদেজার বলে এলবিডব্লু ওয়াহাব রিয়াজ। তাঁর ব্যাট থেকে এল ৪ রান।

• পাকিস্তানের সপ্তম উইকেটের পতন।

• ৫০ রান পাকিস্তানের।

• ১০ ওভারে পাকিস্তান ৪৭/৬।

• এই মুহূর্তে ব্যাট করছেন সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজ।

• ৮ ওভারে পাকিস্তান ৪২/৬।

• এবার আউট হলেন আফ্রিদি। জাদেজার থ্রো ধোনির রান আউট। আফ্রিদি করলেন ২ রান।

• রান আউটের আবেদন ভারতের। তৃতীয় আম্পায়ার।

• ৭.২ ওভারে পাকিস্তান ৩৫/৫।

• যুবারেজর বলে মাত্র ৩ রান করে এলবিডব্লু উমর আকমল।

• আবার উইকেট। এবার যুবরাজ সিংহর বলে।

• হার্দিক পান্ডের বলে শোয়েব মালিকের ক্যাচ নিলেন ধোনি। তিনি করলেন মাত্র ৪ রান।

• চতুর্থ উইকেট তুলে নিল ভারত।

• ৬.৩ ওভারে পাকিস্তান ৩৪/৩।

• ব্যাট করতে এলেন উমর আকমল।

• বিরাট কোহলির সরাসরি হিটে রান আউট হলেন খুররাম মনজুর। তিনি করলেন ১০ রান।

• ৬ ওভারে পাকিস্তাম ৩২/২।

• এই মুহূর্তে ১০ রানে ব্যাট করছেন খুররাম মনজুর ও ৪ রানে রয়েছেন শোয়েব মালিক।

• ৪ ওভারের শেষ পাকিস্তান ২৬/২।

• বুমরাহর বলে রাহানেকে ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে ফিরলেন শরজিল খান।

• দ্বিতীয় উইকেট পাকিস্তানের।

• ১ ওভারে পাকিস্তান ৫/১।

• চার রান করে আউট হলেন তিনি।

• আশিস নেহরার বলে ধোনিকে ক্যা দিয়ে ফিরলেন মহম্মদ হাফিজ।

• প্রথম উইকেট তুলে নিল ভারত।

• টস জিতে্ পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। এই পিচে রান করাটাই অনেকবেশি সাফল্য দিচ্ছে সব দলকে। এমন অবস্থায় টস জেতাটা বড় প্রাপ্তি ধোনিবাহিনীর কাছে। যার ফল শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দিল ভারতের বোলাররা। আজ দলে নেই শিখর ধবন। সেই জায়গায় এলেন রাহানে।

ভারতীয় দল: রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, এমএস ধোনি, হার্দিক পাণ্ডে, জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বুমরাহ, আশিস নেহরা।

কে বলবে ম্যাচটা ভারত বা পাকিস্তানে হচ্ছে না। হচ্ছে তাদেরই প্রতিবেশি দেশে। দেশটা বাংলাদেশ। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে মীরপুরে যে আবহ তৈরি হয়েছে তাতে ভুল হতেই পারে। তবে চিরকালই বাংলাদেশে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ছিল আলাদা আবেগ। কখনও দু’দলে ভাগ হয়ে যেত দেশের মানুষ। কার দিকে পাল্লা ভারীর হিসেব করতে গেলেই বিপদ। বোঝা মুশকিল। সেই তালিকায় যোগ হয়েছে দু’দেশ থেকে ঢাকা পৌঁছে যাওয়া সমর্থকরা। শনিবার ম্যাচ শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করে দুই দেশের সমর্থকরা। বিক্রি হচ্ছে পতাকা। গালে রঙ মেখে স্টেডিয়ামে ঢুকছেন সমর্থকরা। বাংলাদেশে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু এক ঘণ্টা আগে উত্তেজনার পারদ তুঙ্গে। বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট। এক সপ্তাহ আগে থেকে এই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। টিকিট অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। স্টেডিয়ামের বাইরে চলছে টিকিটের হাহাকার। কিন্তু নেই কোনও টিকিট। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। লাইভ আপডেট পেতে নজর রাকুন এখানে।

আরও খবর

ভারত-পাক যুদ্ধ ঘিরে উত্তেজনায় ফুটছে বাংলাদেশ

india pakistan asiacup match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy