Advertisement
E-Paper

টানা তিনবার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার কোহালি

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ২০:৩৮
কোহালির মুকুটে আরও একটি পালক। —ফাইল চিত্র।

কোহালির মুকুটে আরও একটি পালক। —ফাইল চিত্র।

আইপিএলে লাগাতার ব্যর্থ হচ্ছে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর মধ্যেই মন ভাল করা খবর পেলেন তিনি। উইজডেনের বর্ষপঞ্জিতে ‘লিডিং ক্রিকেটার’ হিসেবে নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক। এ বার নিয়ে টানা তিন বার (২০১৬, ২০১৭, ২০১৮) উইজডেনের বিচারে লিডিং ক্রিকেটারের সম্মান পেলেন কোহালি।

আজ প্রকাশিত চলতি বছরের উইজডেনের (১৫৬তম) সংস্করণে বেছে নেওয়া হয়েছে পাঁচ বর্ষসেরা ক্রিকেটারকে। তাঁদের মধ্যে একজন কোহালি। বাকিরা হলেন জস বাটলার, স্যাম কুরান, ররি বার্নস ও ট্যামি বিউমন্ট।

তিনটি ফরম্যাটে কোহালি গতবছর করেছেন ২,৭৩৫ রান। ৩৭টি ইনিংসে কোহালির ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে কোহালি করেছিলেন ১৩৪ রান। গতবছর ছবিটা বদলে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহালির ব্যাট থেকে এসেছিল ৫৯৩ রান।

আরও পড়ুন: শরীর নিংড়ে নিচ্ছে আইপিএল, বিমানন্দরের মাটিতে ক্লান্ত ধোনির ঘুমের ছবি তুলছে প্রশ্ন


আরও পড়ুন: টালির বাড়ি, টিভি নেই, নিজের নিলামও দেখতে পাননি আইপিএল খেলা রাজস্থানের শ্রমিকের ছেলে

পুরুষ বিভাগের মতো মহিলাদের বিভাগে লিডিং ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্মৃতি মান্ধানা। গত বছর টি টোয়েন্টিতে ১৩টি পঞ্চাশ-সহ ১,২৯১ রান করেন মান্ধানা।

Virat Kohli Wisden India Captain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy