Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারত এগিয়ে, কম নই আমরাও বলছেন পোলার্ড

ভারতে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ৬ ডিসেম্বর মহম্মদ আজহারউদ্দিনের শহর হায়দরাবাদে।

 মহড়া: ভারতের মাঠে কঠিন পরীক্ষা কায়রন পোলার্ডের (মাঝখানে)। শুক্রবার ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে মঙ্গলবার হায়দরাবাদে রাজীব গঁাধী স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। এএফপি

মহড়া: ভারতের মাঠে কঠিন পরীক্ষা কায়রন পোলার্ডের (মাঝখানে)। শুক্রবার ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে মঙ্গলবার হায়দরাবাদে রাজীব গঁাধী স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৪:০৩
Share: Save:

ভারতের বিরুদ্ধে তাঁরা যে ‘আন্ডারডগ’, তা মেনে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। কিন্তু পাশাপাশি এও শুনিয়ে রাখছেন, মাঠে সব কিছুই সম্ভব।

ভারতে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ৬ ডিসেম্বর মহম্মদ আজহারউদ্দিনের শহর হায়দরাবাদে। যেখানে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে পোলার্ডের দল। পৌঁছে গিয়েছেন বিরাট কোহালিরাও। দ্বৈরথের আগে পোলার্ড বলেছেন, ‘‘আমরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামব। জানি, এই লড়াইয়ে আমরা আন্ডারডগ। ভারতের থেকে পিছিয়েই মাঠে নামব। তাতে কোনও সমস্যা নেই। আমি শুধু একটা কথা জানাতে চাই। নিজেদের দক্ষতার প্রতি আস্থা রাখলে, ঠিক মতো পরিকল্পনা কাজে লাগাতে পারলে সব কিছুই সম্ভব।’’ পোলার্ড বুঝিয়ে দিয়েছেন, ভারত শক্তিশালী হলে, তাঁরাও কারও থেকে কম নয়।

পোলার্ডের আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নাম যে ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই দলটায় ক্রিস গেল বা আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার নেই। পোলার্ডের মন্তব্য, ‘‘সফল হওয়ার একটা ফর্মুলা থাকে। কয়েকটা ব্যাপার যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তা হলে বেশির ভাগ সময়েই ফল আপনার পক্ষে যাবে।’’

কিছু দিন আগেই আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড মনে করেন, সেই জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। একই সঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক চান, ধারাবাহিকতা ধরে রাখতে। পোলার্ডের মন্তব্য, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হওয়ার জন্য বিশেষ সময় পাইনি আমরা। তাও খুব ভাল ফল হয়েছে। এর জন্য ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। এই জয় কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎ রীতিমতো উজ্জ্বল।’’

অতীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে মতবিরোধের জেরে আন্তর্জাতিক মঞ্চ থেকে দূরে সরে ছিলেন পোলার্ড। তিনি বলছেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। মাঝে তিন-চার বছর খেলিনি। তখন যে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল, তা সবাই জানে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket West Indies India Kieron Pollard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE