• ১০৪ বলে ৯৬ রানের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন গ্লেন ম্যাক্সওয়েল।
• তিন উইকেটে জিতল অস্ট্রেলিয়া।
• ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজি ব্যাটসম্যানেরা।
• কোহলির জোড়া বিশ্বরেকর্ড বিফলে গেল। টানা তিনটি ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
• ৩৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ১৯৭-৪। ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।
• আট ওভারের মাথায় উমেশ যাদবের বলে আউট হয়েছেন অ্যারন ফিঞ্চ। তাঁর রান ২১। ফিঞ্চের ক্যাচটি লুফেছেন ধোনি।
• অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন শন মার্শ এবং অ্যারন ফিঞ্চ।
• পঞ্চাশ ওভারের শেষে ছয় উইকেটের বিনিময় ২৯৫ রান করেছে ভারত। ২৯৬ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়ার সামনে।
• ওয়ান ডে-তে ১৬১তম ইনিংসে কোহলি দ্রুততম সাত হাজার রান করে ডে’ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন। ডে’ভিলিয়ার্সের ১৬৬তম ইনিংসে ওই রেকর্ড গড়েছিলেন।
• দ্রুততম ২৪টি ওয়ান ডে শতরান কোহলির।
• নিজের ২৪তম শতরান করেন কোহলি। শেষ পর্যন্ত ১১৭ রানে থামেন বিরাট। ৪৭ ওভারের মাথায় হেস্টিংসের বলে আউট হন তিনি।
• তাঁকে যোগ্য সহায়তা করেন শিখর ধবন এবং আজিঙ্ক রাহানে। দু’জনেই অর্ধশতরানের লক্ষ্য পেরিয়ে যান। ৬৮ রানের মাথায় বোল্ড হন ধবন। ৫০ রান করে আউট হন রাহানে।
• তবে ঝলসে ওঠে ওয়ান ডাউনে নামা বিরাট কোহলির ব্যাট। জিনিয়াসরা বোধহয় জ্বলে ওঠার জন্য ঠিক সময়ের অপেক্ষা করেন। প্রথম থেকেই অজিদের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন বিরাট। দ্রুততম সাত হাজার রানের মাইলস্টোন পেরোন কোহলি।
• এ দিনও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক ধোনি। মাত্র ২৩ রানে আউট হন তিনি।
• প্রথম দু’টি ম্যাচে শতরান করলেও এ দিন খালি হাতে ফিরতে হয় রোহিত শর্মাকে। এই ম্যাচে তাঁর ব্যাট ঝলসে উঠেতে ব্যর্থ। মাত্র ছয় রানে রিচার্ডসনের বলে আউট হয়ে প্যাভিলিয়েনে ফেরেন রোহিত।
• এ দিনের ম্যাচে মণীশ পাণ্ডে এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে আসেন দুই নবাগত গুরকিরত মান সিংহ এবং ঋষি ধবন। অজি দলেও একটি বদল হয়েছে। বোলার জোয়েল প্যারিসের জায়গায় দলে ফিরেছেন মিচেল মার্শ।
• আগের দু’টি একদিনের ম্যাচে তিনশো রানের গণ্ডি পেরিয়েও শিকে ছেঁড়েনি ধোনি বাহিনীর। দু’টি ম্যাচই পকেটে পুরে নেয় স্টিভ স্মিথের দল। রবিবার মেলবোর্ন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
এই সংক্রান্ত আরও খবর...
• স্পিনাররা স্মিথদের চাপে না ফেললে ভারত আর ম্যাচ জিতবে কী করে