Advertisement
০৭ মে ২০২৪

ভারত-পাকিস্তান ক্রিকেট বৈঠক হয়তো ডিসেম্বরে

ভারত-পাকিস্তান ক্রিকেট-জট কি অদূর ভবিষ্যতে খুলতে চলেছে? কোনও সরকারি বিবৃতি এখনও নেই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তার কথা ধরলে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথাবার্তার একটা সম্ভাবনা নাকি তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০৩:১৫
Share: Save:

ভারত-পাকিস্তান ক্রিকেট-জট কি অদূর ভবিষ্যতে খুলতে চলেছে?

কোনও সরকারি বিবৃতি এখনও নেই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তার কথা ধরলে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথাবার্তার একটা সম্ভাবনা নাকি তৈরি হয়েছে। বলাবলি চলছে, আগামী ১৭ ডিসেম্বর কলম্বোয় এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একটা কথাবার্তার সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট পাক কর্তার দাবি ধরলে, সাম্প্রতিকে আইসিসির এক্সিকিউটিভ বোর্ড বৈঠকে পাক কর্তা নাজম শেঠির সঙ্গে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভারত-পাক সিরিজ নিয়ে একপ্রস্ত কথাবার্তা হয়। সেখানে নাকি অনুরাগ বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দ্বিপাক্ষিক সিরিজের কোনও জায়গা নেই। কিন্তু দুইয়ের বেশি দেশ নিয়ে কোনও নিরপেক্ষ কেন্দ্রে টুর্নামেন্ট হলে, ভারত খেলতে পারে পাকিস্তানের সঙ্গে। ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে নাকি তখন মনে করিয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না পাকিস্তান। তা হলে নিরপেক্ষ কেন্দ্রে কোনও টুর্নামেন্টে কী ভাবে খেলা সম্ভব? যা খবর, তাতে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাইছে পাক বোর্ড। দেখতে চাইছে, মুখোমুখি বৈঠকে ভারত-পাক সিরিজ নিয়ে জট ছাড়ানো যায় কি না। কিছু না হলে তখন ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইনি রাস্তায় যাওয়ার কথা ভাববে পাক বোর্ড।

ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট যদিও এ সব নিয়ে কোথাও কিছু বলেননি। বোর্ডের চিন্তা এখন অনেক বেশি আগামী ৫ ডিসেম্বরের লোঢা মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে। শনিবার মুম্বইয়ে বিভিন্ন রাজ্য সংস্থার কোষাধ্যক্ষদের নিয়ে দু’দিনের বৈঠক শেষ হল। সিএবি প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন বিশ্বরূপ দে। শোনা গেল, বৈঠকে লোঢা কমিশনের বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইকে নিয়ে একপ্রস্ত বলাবলি চলেছে যে, লোঢা কমিশন বোর্ড প্রশাসনে সরকারি আমলাদের থাকা বাতিল করেছে। আবার তারাই কি না প্রাক্তন সরকারি সচিবকে বোর্ডের অবজার্ভার হিসেবে বসাতে চাইছে।

এখানেই শেষ নয়। বৈঠকে নাকি বলাবলি চলেছে যে, টাকা বোর্ডের। বোর্ড কোথাও ধার-টার না করে সে সব রোজগার করেছে। কিন্তু সেই টাকা নিয়ে বোর্ডকেই এখন কথা শুনতে হচ্ছে। অথচ বোর্ডের সেই টাকায় অনেকে উপকৃত হয়েছেন। প্রাক্তন ক্রিকেটারদের পেনশন চালু করেছে বোর্ড। তাঁদের অনেক আর্থিক সুযোগ-সুবিধেও দিয়েছে। বর্তমান ক্রিকেটারদেরও প্রচুর অর্থ বোর্ড দেয়। কিন্তু সাধারণ লোকে এগুলো জানে না। রাজ্য ক্রিকেট সংস্থাদের তাই বলা হয়েছে যে, যতটা সম্ভব এর প্রচার বাড়াতে। লোকে যাতে জানতে পারে, বোর্ড নিজেদের টাকা দিয়ে কী করে-না করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India-Pakistan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE