Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Indian cricketers

ডু অর ডাই ম্যাচে আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ

ভাগ্যের কাছে বার বার আটকে যাচ্ছেন বিরাট-রোহিতরা। কখনও ডাকওয়ার্থ-লুইস, কখনও আবার বৃষ্টি। আজ কি সব প্রতিকূলতাকে কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ফিরবে ভারত। ডু অর ডাই ম্যাচে কেমনই বা হবে আজ ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৯:২০
Share: Save:
০১ ১২
ভাগ্যের কাছে বার বার আটকে যাচ্ছেন বিরাট-রোহিতরা। কখনও ডাকওয়ার্থ-লুইস, কখনও আবার বৃষ্টি। আজ কি সব প্রতিকূলতাকে কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ফিরবে ভারত। ডু অর ডাই ম্যাচে কেমনই বা হবে আজ ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।

ভাগ্যের কাছে বার বার আটকে যাচ্ছেন বিরাট-রোহিতরা। কখনও ডাকওয়ার্থ-লুইস, কখনও আবার বৃষ্টি। আজ কি সব প্রতিকূলতাকে কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ফিরবে ভারত। ডু অর ডাই ম্যাচে কেমনই বা হবে আজ ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।

০২ ১২
রোহিত শর্মা: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন। তবে প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি। আজ ওপেনার রো-হিট ব্যাট হাতে কী করেন সে দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

রোহিত শর্মা: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন। তবে প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি। আজ ওপেনার রো-হিট ব্যাট হাতে কী করেন সে দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

০৩ ১২
শিখর ধওয়ন: প্রথম ম্যাচে দারুণ খেলেছেন। ভাল ফর্মে রয়েছেন। রোহিতের সঙ্গে শুরুটা যত ভাল হবে, ততই ভারতের লাভ।

শিখর ধওয়ন: প্রথম ম্যাচে দারুণ খেলেছেন। ভাল ফর্মে রয়েছেন। রোহিতের সঙ্গে শুরুটা যত ভাল হবে, ততই ভারতের লাভ।

০৪ ১২
বিরাট কোহালি: অধিনায়ক কোহালি সম্পর্কে কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। অস্ট্রেলিয়ায় ভারতকে সফল হতে হলে, সফল হতে হবে বিরাটকে। অধিনায়ক কোহালি দলের বিরাট ভরসা।

বিরাট কোহালি: অধিনায়ক কোহালি সম্পর্কে কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। অস্ট্রেলিয়ায় ভারতকে সফল হতে হলে, সফল হতে হবে বিরাটকে। অধিনায়ক কোহালি দলের বিরাট ভরসা।

০৫ ১২
লোকেশ রাহুল: আগের ম্যাচে তিন নম্বরে নেমেছেন। তবে প্রয়োজেন রাহুলের স্থান বদল হতে পারে। ভারতীয় টেস্ট দলের ওপেনারটি যখনই নামুন, দ্রুত রান তুলতে হবে। আজ সফল না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।

লোকেশ রাহুল: আগের ম্যাচে তিন নম্বরে নেমেছেন। তবে প্রয়োজেন রাহুলের স্থান বদল হতে পারে। ভারতীয় টেস্ট দলের ওপেনারটি যখনই নামুন, দ্রুত রান তুলতে হবে। আজ সফল না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।

০৬ ১২
ঋষভ পন্থ: ছোট ফর্ম্যাটে ধোনির বিকল্প ভাবা হচ্ছে। প্রথম ম্যাচে কিছুটা ঝলকও দেখা গিয়েছে। ব্যাটের পাশাপাশি উইকেটের পিছনে সফল হলে বিশ্বকাপের আগে কোহালিরা চিন্তা মুক্ত হবেন।

ঋষভ পন্থ: ছোট ফর্ম্যাটে ধোনির বিকল্প ভাবা হচ্ছে। প্রথম ম্যাচে কিছুটা ঝলকও দেখা গিয়েছে। ব্যাটের পাশাপাশি উইকেটের পিছনে সফল হলে বিশ্বকাপের আগে কোহালিরা চিন্তা মুক্ত হবেন।

০৭ ১২
দীনেশ কার্তিক: টি২০ তে ভারতীয় দলের স্পেশালিস্ট। প্রথম ম্যাচে কার্তিকের হাত ধরে জয় প্রায় এসে গিয়েছিল। আজও ফিনিশার কার্তিকের দিকে তাকিয়ে থাকবে ভারত।

দীনেশ কার্তিক: টি২০ তে ভারতীয় দলের স্পেশালিস্ট। প্রথম ম্যাচে কার্তিকের হাত ধরে জয় প্রায় এসে গিয়েছিল। আজও ফিনিশার কার্তিকের দিকে তাকিয়ে থাকবে ভারত।

০৮ ১২
ক্রুণাল পাণ্ড্য: ভাই হার্দিকের অভাব বুঝতে দিচ্ছেন না। স্পিনের পাশাপাশি ব্যাটিং হাতটাও বেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরাতে হলে অলরাউন্ডার ক্রুণালকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

ক্রুণাল পাণ্ড্য: ভাই হার্দিকের অভাব বুঝতে দিচ্ছেন না। স্পিনের পাশাপাশি ব্যাটিং হাতটাও বেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরাতে হলে অলরাউন্ডার ক্রুণালকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

০৯ ১২
কুলদীপ যাদব: বল হাতে ভেলকি দেখাচ্ছেন। ফর্মে রয়েছেন। অজি ব্যাটসম্যানদের বারবার বিব্রত করছেন। আজকের ম্যাচেও কুলদীপ জাদু অব্যাহত থাকবে আশা করা যায়।

কুলদীপ যাদব: বল হাতে ভেলকি দেখাচ্ছেন। ফর্মে রয়েছেন। অজি ব্যাটসম্যানদের বারবার বিব্রত করছেন। আজকের ম্যাচেও কুলদীপ জাদু অব্যাহত থাকবে আশা করা যায়।

১০ ১২
খলিল আহমেদ: ইতিমধ্যেই খলিলের আগুন ঝরানো স্পেলের সাক্ষী হয়েছেন অজিরা। আজও খলিলের কাছ থেকে এমনই স্পেল চাইবেন কোহালি-রোহিতরা। বাঁহাতি পেসারটি জাহির-নেহেরার কথা মনে করিয়ে দিচ্ছেন।

খলিল আহমেদ: ইতিমধ্যেই খলিলের আগুন ঝরানো স্পেলের সাক্ষী হয়েছেন অজিরা। আজও খলিলের কাছ থেকে এমনই স্পেল চাইবেন কোহালি-রোহিতরা। বাঁহাতি পেসারটি জাহির-নেহেরার কথা মনে করিয়ে দিচ্ছেন।

১১ ১২
ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব তাঁরই হাতে। সফর যত এগোবে ভুবির উপর নির্ভরতাও তত বাড়বে। আজও অস্ট্রেলিয়াকে মুড়িয়ে দিতে ভুবির আগুন ঝড়ানো স্পেল দরকার।

ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব তাঁরই হাতে। সফর যত এগোবে ভুবির উপর নির্ভরতাও তত বাড়বে। আজও অস্ট্রেলিয়াকে মুড়িয়ে দিতে ভুবির আগুন ঝড়ানো স্পেল দরকার।

১২ ১২
যশপ্রীত বুমরা: দলের সিম আক্রমণের বড় সম্পদ। খলিল-ভুবির সঙ্গে বুমরার ত্রিফলা আক্রমণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কী ভাবে সামলান সেটাই দেখার।

যশপ্রীত বুমরা: দলের সিম আক্রমণের বড় সম্পদ। খলিল-ভুবির সঙ্গে বুমরার ত্রিফলা আক্রমণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কী ভাবে সামলান সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE