বেশ খোশ মেজাজে রয়েছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। একে তো বিশ্বকাপের শুরু থেকেই দারুণ সফল দল। তার উপর ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও তুলে আনছেন দেশের ভবিষ্যতরা। তার মধ্যেই ভারতীয় হকি দলকে সাপোর্ট করতে অবসরে মাঠে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সব মিলে বিশ্বকাপে দারুণ মুডে ভারতীয় শিবির।
অনুশীলনে ভারত অধিনায়ক পৃথ্বী শ-এর ছোট্ট এক শিশুকে নিয়ে ছবি আইসিসি টউিট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্ছাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পৃথ্বী। সেই টুইটের ক্যাপশনে সেই বাচ্চাটির অবশ্য কোনও পরিচয় দেওয়া হয়নি। তবে জানা যায়, কোনও এক সমর্থকের আবদারে সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে ছবি তোলেন পৃথ্বী।
আইসিসি যখন পৃথ্বীর এই ছবি টুইট করেছে তখন বিসিসিআই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হকি ম্যাচ দেখার ছবি পোস্ট করেছে। দারুণ একটি ম্যাচের সাক্ষীও থেকেছে ভারতীয় দল।
আরও পড়ুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট
আরও পড়ুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট !➡️
India U19s star Prithvi Shaw shaking hands and literally kissing babies as he gets an early taste of fame at #U19CWC!
— ICC (@ICC) January 18, 2018
➡️ https://t.co/UfwuPJqyr1 pic.twitter.com/hRbmqVvFcX
আরও পড়ুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট !➡️
আরও পড়ুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট
আরও পড়ুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টে বিরাট !➡️