Advertisement
E-Paper

শেষরক্ষা হল না ভারতের, প্রথম টি২০তে রুদ্ধশ্বাস জয় অজিদের

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতল অস্ট্রেলিয়া। বিরাট কোহলির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৭
গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংস জয় এনে দিল অজিদের। ছবি: এপি।

গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংস জয় এনে দিল অজিদের। ছবি: এপি।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জিতল অস্ট্রেলিয়া। বিরাট কোহলির ভারত রবিবার বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে।

১২৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ৫ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের আক্রমণাত্মক ইনিংসই ম্যাচে ফেরায় অজিদের। চার নম্বরে নেমে ৪৩ বলে ৫৬ করেন তিনি। ওপেনার ডি'আর্কি শর্ট ৩৭ বলে করেন ৩৭। তৃতীয় উইকেটে ম্যাক্সওয়েল-শর্ট যোগ করেন ৮৪ রান। ম্যাক্সওয়েল যখন আউট হন, তখন বোর্ডে ৮৯ উঠে গিয়েছে অস্ট্রেলিয়ার। তারপর ভারতীয় বোলাররা ম্যাচে ফেরান দলকে।

শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬ রান। হাতে ছিল পাঁচ উইকেট। সেই ওভারেই জসপ্রীত বুমরার বলে ফেরেন হ্যান্ডসকম্ব, নেথান কুলটার নিল। শেষ ছয় বলে টার্গেট দাঁড়ায় ১৪ রানের। সেটাই দুই বলে দাঁড়ায় ছয় রানের। উমেশ যাদবের পঞ্চম বলে চার মারেন কামিন্স। শেষ বলেও দুই রান নিয়ে জেতান তিনি।

আরও পড়ুন: ‘সচিন চায় দুই পয়েন্ট, আমি চাই বিশ্বকাপ’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে কেন টি-টোয়েন্টি, প্রশ্ন বিরাটের

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে তুলেছিল ১২৬। শিখর ধওয়নের পরিবর্তে প্রথম এগারোয় আসা লোকেশ রাহুল ৩৬ বলে করলেন ৫০। বিরাট কোহলি ১৭ বলে করলেন ২৪। আর মহেন্দ্র সিংহ ধোনিকে অবশ্য সেরা ছন্দে পাওয়া গেল না। ৩৭ বলে খেলে অপরাজিত থাকলেন ২৯ রানে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুনালরা ব্যর্থ হন ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার হয়ে সফলতম বোলার হলেন নাথান কুলটার নিল। তিনি ২৬ রানে তিন উইকেট নেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket India Australia Virat Kohli t20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy