Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ সেপ্টেম্বর ২০২২ ই-পেপার

URL Copied
নতুন আপডেট আছে । রিফ্রেশ করুন
লাইভ

India vs England 2021: বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলা বন্ধ, রাহুল, জাডেজার সৌজন্যে ৭০ রানে এগিয়ে ভারত


নিজস্ব প্রতিবেদন কলকাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৫২
ভারতীয় সময় অনুযায়ী
শেয়ার করুন

মূল বিষয়গুলি

 • ২২:৫২

  এখনও বৃষ্টি হচ্ছে, তৃতীয় দিনের খেলা বন্ধ করলেন দুই আম্পায়ার

 • ২২:৩৮

  এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে

 • ২১:৪৭

  বৃষ্টির জন্য ফের খেলা স্থগিত

 • ২০:৫৭

  দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেটের খোঁজে কোহলীর ভারত

 • ২০:২৪

  ২৭৮ রানে অল আউট ভারত

 • ১৯:৫৮

  মহম্মদ শামি আউট, ৯ উইকেট হারাল ভারত

 • ১৯:৩২

  অর্ধ শতরান করে আউট হলেন রবীন্দ্র জাডেজা

 • ১৯:০৮

  খালি হাতে ফিরলেন শার্দূল ঠাকুর

 • ১৯:০৪

  ৮৪ রানে আউট রাহুল, চাপে ভারত

 • ১৮:৪৫

  মধ্যাহ্নভোজের পর বেঁচে গেলেন রাহুল

দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল।

দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল।
ফাইল চিত্র

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৫২

এখনও বৃষ্টি হচ্ছে, তৃতীয় দিনের খেলা বন্ধ করলেন দুই আম্পায়ার

জোরদার বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলার অনেকটা অংশ নষ্ট হয়ে গেল। বিশেষ করে তৃতীয় সেশনের খেলা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যাটইয় ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিন সকালে নতুন বলে ভারতীয় জোরে বোলারদের দাপট দেখার জন্য ক্রিকেট দুনিয়া। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৩৮

এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে

ট্রেন্ট ব্রিজের আকাশে এখনও মেঘ। বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরু হতে পারে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।  

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২১:৪৭

বৃষ্টির জন্য ফের খেলা স্থগিত

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে গেল। ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। 

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২০:৫৭

দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেটের খোঁজে কোহলীর ভারত

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা উইকেট নিতে মরিয়া। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১১। ভারত এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২০:২৪

২৭৮ রানে অল আউট ভারত

কে এল রাহুলের ৮৪ ও জাডেজার ৫৬ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান করল ভারত। শেষের দিকে যশপ্রীত বুমরা করেন ২৫ রান। দশম উইকেটে বুমরা ও সিরাজ ২৬ বলে ৩৩ রান যোগ করেন। ফলে ৯৫ রানের মূল্যবান লিড পেল বিরাট কোহলীর দল। অলি রবিনসন ৮৫ রানে ৫ ও অ্যান্ডারসন ৫৪ রানে ৪ উইকেট নিলেন। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:৫৮

মহম্মদ শামি আউট, ৯ উইকেট হারাল ভারত

২৪৫ রানে ৯ উইকেট হারাল ভারত। লিড মাত্র ৬২ রানের। 

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:৩২

অর্ধ শতরান করে আউট হলেন রবীন্দ্র জাডেজা

ব্যক্তিগত ৫৬ রানে ফিরলেন জাডেজা। ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুললো ভারত। লিড মাত্র ৪৯ রানের। 

কাজে এল না অর্ধ শতরান। ফিরলেন জাডেজা।

কাজে এল না অর্ধ শতরান। ফিরলেন জাডেজা।
ছবি - টুইটার

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:০৮

খালি হাতে ফিরলেন শার্দূল ঠাকুর

ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন জেমস অ্যান্ডারসন। ২০৫ রান তুলতে গিয়ে ৭ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:০৪

৮৪ রানে আউট রাহুল, চাপে ভারত

জেমস অ্যান্ডারসনের বলে একবার বেঁচে গেলেও এ বার শেষ রক্ষা হল না। জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ২০৫ রানে ৬ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৮:৪৫

মধ্যাহ্নভোজের পর বেঁচে গেলেন রাহুল

জেমস আন্ডারসনের বলে রাহুলের সহজ ক্যাচ ফেলে দিলেন জো রুট। রাহুল তখন ৭৮ রানে ব্যাট করছিলেন। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৮:১০

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৮ রানের লিড পেল ভারত

ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯১ রান। কে এল রাহুল ২০২ বলে ৭৭ ও রবীন্দ্র জাডেজা ৫৩ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। জেমস অ্যান্ডারসন ৩৩ রান ২ ও অলি রবিনসন ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:৫৩

৬৪ ওভারের শেষে ৫ উইকেটে ভারতের রান ১৮৩

টেস্টে ২০০০ রান পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৭২ রানে ক্রিজে রয়েছেন কে এল রাহুল। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:১৫

৫৬ ওভারে ৫ উইকেটে ভারতের রান ১৫৮

এখনও ইংল্যান্ডের থেকে ২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাডেজাকে নিয়ে ক্রিজে লড়ছেন কে এল রাহুল। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:৫১

ফের ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ

অলি রবিনসনের স্লোয়ার বুঝতে না পেরে কভারে থাকা জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন ঋষভ পন্থ। ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:৩৮

ফের খেলা শুরু

মাঠে নামল দুই দল। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:২৫

ফের শুরু হল বৃষ্টি

দুই দলের অপেক্ষা আরও বাড়ছে। ট্রেন্ট ব্রিজের আকাশ থেকে কালো মেঘ সরছে না। এর ফলে তৃতীয় দিনের ওভার কাটা যাবে। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৫৫

থামল বৃষ্টি, খেলা শুরু হওয়ার অপেক্ষা

বৃষ্টি থেমেছে। মাঠ শুকিয়ে ফেলার কাজ চলছে জোরকদমে। দুই দল মাঠে নামার অপেক্ষায়। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৪৯

এখনও ৫১ রানে পিছিয়ে কোহলীর ভারত

৪৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তুলেছে ভারত। রাহুল ৫৮ ও পন্থ ১৩ রানে ক্রিজে রয়েছেন। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৪৩

ফের শুরু বৃষ্টি, বন্ধ খেলা

মাঠে বল পড়ার আগে আকাশ ছিল পরিষ্কার। তবে ইংল্যান্ডের আবহাওয়াকে কেন খামখেয়ালি বলা হয়, সেটা ফের বোঝা গেল। মাত্র ১১ বলের খেলা হতেই নেমে এল বৃষ্টি। সাজঘরে ফেরত গেল দুই দল। 

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৩০

তৃতীয় দিনের খেলা শুরু

বল হাতে শুরু করলেন জেমস অ্যান্ডারসন। 

Advertisement