Advertisement
E-Paper

মুম্বই যুদ্ধের আগে টিম কোহালির পার্টি

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ এগিয়ে তাঁরা। ওয়াংখেড়েতে সিরিজের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে, আবার বিপক্ষ প্রত্যাবর্তনে সিরিজে নতুন নাটকও যোগ হতে পারে। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে যে চতুর্থ টেস্ট শুরু হতে যাচ্ছে, তার গুরুত্ব অপরিসীম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৫
বিরাট-মেজাজ। অনুষ্কাকে নিয়ে মণীশ মলহোত্রের জন্মদিনে।

বিরাট-মেজাজ। অনুষ্কাকে নিয়ে মণীশ মলহোত্রের জন্মদিনে।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ এগিয়ে তাঁরা। ওয়াংখেড়েতে সিরিজের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে, আবার বিপক্ষ প্রত্যাবর্তনে সিরিজে নতুন নাটকও যোগ হতে পারে।

সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে যে চতুর্থ টেস্ট শুরু হতে যাচ্ছে, তার গুরুত্ব অপরিসীম।

এই প্রেক্ষিতে বিরাট কোহালি ও তাঁর টিমের মননে ক্রিকেট ছাড়া কিছু থাকতে পারে? মঙ্গলবার দেখা গেল, পারে। ভালই পারে। টেস্টের প্রাক্ লগ্নে টিমের মননে ক্রিকেট থাকল ক্রিকেটের জায়গায়। কিন্তু তার সঙ্গে থাকল হইহুল্লোড়, থাকল জন্মদিনের উৎসব। একটা নয়, একেবারে তিন-তিনটে!

চব্বিশ ঘণ্টার মধ্যে তিন জনের জন্মদিন সেলিব্রেট করলেন বিরাট কোহালি। প্রথমটা বলিউডের প্রথম সারির সঙ্গে, বান্ধবী অনুষ্কা শর্মার হাতে হাত রেখে। পরের দুটো টিম হোটেলে, নীল জার্সির ভিড়ে।

সোমবার রাতে মণীশ মলহোত্রের পঞ্চাশতম জন্মদিনের উৎসব ছিল। দেশের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং বন্ধু মণীশের জন্য জাঁকজমকে ভরপুর পার্টির আয়োজন করেছিলেন বলিউডের আর এক বিখ্যাত নাম— কর্ণ জোহর।

এ হেন পার্টিতে নিমন্ত্রিতেরা যে এক-এক জন এক-একটা শিরোনাম তৈরি করে দেওয়ার মতো হেভিওয়েট, তা আর বলার অপেক্ষা রাখে না।

শাহরুখ খান, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট, সোনম কপূর, শ্রীদেবী— একেবারে ‘তারে জমিন পর’।

‘দ্য গোল্ড পার্টি’ নামের সন্ধের বিশেষ একটা থিমও রাখা হয়েছিল। আমন্ত্রিতদের নিজেদের পোশাক বা অ্যাক্সেসরিজে সোনালি ছোঁয়া রাখতে হবে। এই পার্টিতেই অনুষ্কার সঙ্গে গিয়েছিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন। আপাদমস্তক কালো পোশাকে। কালো স্যুট, কালো শার্ট, কালো টাই।

বান্ধবী অনুষ্কাও কালো গাউন পরেছিলেন। সোনার ছোঁয়া ছিল তাঁর ডিজাইনার হাই হিল এবং হাতের ‘কাফ’-এ।


জাডেজাকে কেক খাওয়াচ্ছেন টিম হোটেলে। ছবি: টুইটার

বিরাট-অনুষ্কার ছবি ‘ভাইরাল’ হয়ে যাওয়ার পর তাঁদের ভক্তকুলে খুশির হাওয়া। মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। বহু দিন একসঙ্গে প্রকাশ্যে আসেননি বিরাট-অনুষ্কা, যাতে জল্পনা আরও উসকে গিয়েছিল যে, তাঁদের সম্পর্কটা হয়তো আর নেই। তার পর দিওয়ালির সময় আইএসএল ম্যাচে এফসি গোয়ার অন্যতম মালিক বিরাটের সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কাকে। আর গত সপ্তাহে তো আরও খোলাখুলি ভাবে দেখা দেন হালফিলের পাওয়ার কাপল— যুবরাজ সিংহের বিয়ের নেমন্তন্নে।

জমজমাট সোনালি সন্ধের চেয়ে বাকি দুটো বার্থডে পার্টি অবশ্য বেশ আলাদা মেজাজের। এই দুই বার্থডে বয় টিম ইন্ডিয়ার দুই সদস্য রবীন্দ্র জাডেজা এবং করুণ নায়ার। মুম্বইয়ের টিম হোটেলে একসঙ্গেই সেলিব্রেশন হল দু’জনের জন্মদিনের। একজোড়া কেক কেটে। টুইটারে সেই উৎসবের ভিডিওয় দেখা যাচ্ছে, বিরাট-অনিল কুম্বলেরা একে একে জাডেজা-নায়ারদের কেক খাইয়ে দিচ্ছেন। আর দু’জনের মুখে মনের আনন্দে কেক মাখিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।

সব মিলিয়ে খুশির রঙিন হাওয়া টিম ইন্ডিয়ার ভিতর-বাহিরে। আগামী বৃহস্পতিবার থেকেও সেটা ধরে রাখা যায় কি না, তার অপেক্ষা শুরু।

Wankhede Test Having Fun Team India India vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy