এশিয়া কাপে খেলতে দুবাই রওনা হল ভারতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে নিজস্বীও তুললেন ক্রিকেটাররা। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন।
দুবাইয়ে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। রোহিত শর্মার ভারত আগামী মঙ্গল ও বুধবার পর পর ম্যাচ খেলবে হংকং ও পাকিস্তানের বিরুদ্ধে। সরফরাজ আমেদের পাকিস্তান অবশ্য রবিবার শুরু করবে অভিযান। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্রামও পাচ্ছে তারা। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
বিরাট কোহালি খেলছেন না এই প্রতিযোগিতায়। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে মহেন্দ্র সিংহ ধোনিকে ফের দেখা যাবে উইকেটের পিছনে। ৩৭ বছর বয়সী ইংল্যান্ডেও একদিনের সিরিজে ভারতীয় দলে ছিলেন। কিন্তু তিন ম্যাচের সিরিজে তিনি করেছিলেন মোটে ৭৯ রান।