Advertisement
E-Paper

পুলওয়ামার ঘটনায় ব্যথিত কোহালি, সচিনেরা

বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় শোকার্ত বিরাট কোহালি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় শোকার্ত বিরাট কোহালি।

শুক্রবার টুইটারে ভারত অধিনায়ক লিখেছেন, ‘‘পুলওয়ামায় জওয়ানদের উপর হামলার ঘটনা শুনে ব্যথিত। মৃত জওয়ানদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। এবং যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করছি।’’ কোহালির মতো ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা সচিন তেন্ডুলকরও তীব্র ভাষায় ওই ঘটনার নিন্দা করেছেন। তিনি টুইট করেছেন, ‘‘কাপুরুষোচিত, বর্বরোচিত এবং অর্থহীন এই আক্রমণ। যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে সমস্ত বীর জওয়ান হাসপাতালে রয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই প্রার্থনা করছি।’’ এ দিন কলকাতা ময়দানেও নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ পরে খেলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের ক্রিকেটারেরা। তা ছাড়া ইস্টবেঙ্গল ফুটবল দলও অনুশীলনের আগে নীরবতা পালন করেছে জওয়ানদের শ্রদ্ধা জানিেয়।

ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী টুইট করেছেন, ‘‘গভীর ভাবে মর্মাহত এই ঘটনায়। যাঁরা দেশের জন্য প্রাণ দিলেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, সেই প্রার্থনা করি।’’ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের টুইট, ‘‘এই দিনটা দেশের এবং মানবিকতার কাছে গভীর শোকের। অত্যন্ত মর্মাহত। কে চেয়েছিল এই মর্মান্তিক ঘটনা? কারাই বা এদের প্রশ্রয় দিচ্ছে? অর্থহীন ভাবে এ ভাবে মানুষকে না মেরে ঠিক প্রশ্নগুলো এ বার তুলে ধরা হোক। যাতে এমন আর না ঘটে। শান্তিতে বাঁচতে চাই।’’

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টুইট করেছেন, ‘‘এই ঘটনাটা শোনার পর মানসিক ভাবে খুব আঘাত পেয়েছি। নিহত বীর সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা, যাঁরা দেশের জন্য প্রাণ দিলেন।’’ হার্দিকের আহ্বান, ‘‘চলুন সকলে মিলে ওই পরিবারগুলিকে অন্ধকার থেকে বার করে আনতে কিছু করি।’’ রোহিত শর্মার টুইট, ‘‘একই সঙ্গে মর্মাহত এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। যে দিনে আমরা সকলে প্রেমের বার্তা দিচ্ছিলাম, সেই সময়ে কিছু কাপুরুষ ছড়িয়ে দিয়ে গেল ঘৃণা। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা দেশ তাঁদের সঙ্গেই রয়েছে।’’ শিখর ধওয়ন টুইট করেছেন, ‘‘আমাদের ৪০ জন জওয়ান সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন। খবরটা পেয়ে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করি, আমাদের সেনাবাহিনী প্রয়াত জওয়ানদের এ ভাবে প্রাণ হারানোর যোগ্য জবাব দেবে।’’ বিজয় শঙ্করের টুইট, ‘‘নিহত জওয়ানদের জানাই শ্রদ্ধা।’’ অজিঙ্ক রাহানের টুইট, ‘‘ঘটনাটা শুনে মানসিক ভাবে খুব অশান্তিতে রয়েছি। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’

Pulwama Terror Attack Cricket India Virat Kohli Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy