Advertisement
০৩ মে ২০২৪

সিন্ধুর সাফল্যেও ইন্দ্রদের নিয়ে টনক নড়ছে না ব্যাডমিন্টন কর্তাদের

রিও অলিম্পিক্সে পিভি সিন্ধুর সাফল্যের পর ব্যাডমিন্টন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ যে এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে ভারতেরই প্রতিবন্ধী ব্যাডমিন্টন প্লেয়াররা কিন্তু পড়ে রয়েছেন ব্রাত্যের তালিকাতেই!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৫
Share: Save:

রিও অলিম্পিক্সে পিভি সিন্ধুর সাফল্যের পর ব্যাডমিন্টন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ যে এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে ভারতেরই প্রতিবন্ধী ব্যাডমিন্টন প্লেয়াররা কিন্তু পড়ে রয়েছেন ব্রাত্যের তালিকাতেই!

নভেম্বরে বেজিংয়ে অনুষ্ঠেয় এশীয় প্যারাব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্যারাব্যাডমিন্টন সংস্থা। যার কারণটা কারও কারও কাছে হাস্যকর লাগছে। প্লেয়ারদের জানানো হয়েছে, যেহেতু প্যারালিম্পিক্সের জন্য কর্তারা সব বাইরে রয়েছেন, তাই কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সে জন্যই নাকি বেজিংয়ে টিম পাঠানো সম্ভব নয়। অথচ আন্তর্জাতিক পর্যায় ভারতের প্রতিবন্ধী ব্যাডমিন্টন প্লেয়ারদের সাফল্য বেশ ভাল।

দু’বছর অন্তর হওয়া এশীয় প্যারাব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও শেষ বার নজর কেড়েছিল ভারত। একটি সোনা-সহ ছয়টি পদক জিতেছিল। তার আগের বার ২০১২-র টুর্নামেন্টে ব্রোঞ্জজয়ী বাংলার প্রতিবন্ধী ব্যাডমিন্টন প্লেয়ার ইন্দ্র পাল বললেন, ‘‘এ বার হঠাৎ করেই দু’দিন আগে আমাদের জানানো হয়েছে, ভারত থেকে টিম পাঠানো হবে না। কেউ যদি ব্যক্তিগত ভাবে যায় তবে সেটা তার ব্যাপার। নিজের খরচে যেতে হবে।’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘এই মাসটাই বেজিংয়ের জন্য নাম পাঠানোর শেষ সময়সীমা। তার পরে আবার অক্টোবরের ৮ তারিখের মধ্যে টাকা পাঠাতে হবে। এত কম সময়ের মধ্যে কী করব বুঝতে পারছি না।’’ টুর্নামেন্ট ২২-২৭ নভেম্বর।

ইন্দ্রর দাবি, প্রতি বছর ভারত সরকারের তরফেই এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের যাবতীয় খরচ বহন করা হয়। দল নির্বাচন করে ভারতীয় প্যারাব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এ বছর সেটা এখনও না হওয়ায় চাপে পড়ে গিয়েছেন ইন্দ্র পালের মতো অনেক খেলোয়াড়। বেজিংয়ের টুর্নামেন্টে অংশ নিতে যা খরচ, সেটা ইন্দ্রদের পক্ষে জোগাড় করা বেশ কঠিন। স্বভাবতই রাতের ঘুম উড়েছে বারুইপুরের বছর আঠাশের প্রতিবন্ধী ব্যাডমিন্টন প্লেয়ারের। যাঁর এই বিভাগে একটা সময় বিশ্ব র‌্যাঙ্কিং ছিল সাত।

দীপাদের সম্মান: রিও প্যারালিম্পিক্সে পদকজয়ীদের নাম পদ্মশ্রী পুরস্কারের জন্য পাঠানো হচ্ছে। এ দিন এই ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। প্যারালিম্পিক্সে এ বার সোনা পেয়েছেন থঙ্গভেলু মরিয়াপ্পন এবং দেবেন্দ্র ঝাঝারিয়া। রুপো পেয়েছেন দীপা মালিক এবং ব্রোঞ্জ পেয়েছেন বরুণ সিংহ ভাটি। এ দিকে, এ দিনই চেন্নাই ফিরলেন হাই জাম্পে সোনাজয়ী মরিয়াপ্পন। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তামিলনাড়ুর নানা মন্ত্রী। মরিয়াপ্পনের জন্য দু’কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PV Sindhu Badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE