Advertisement
২৭ এপ্রিল ২০২৪
India

মাছ চুরি ঠেকাতে বন্ধুদের সঙ্গে হাত মিলিয়েছেন লাল-হলুদের জেজে

মাত্র কয়েক সপ্তাহ আগে মিজোরামের তুইচাং নদীর তীরে স্থানীয়দের কাজ দেখে অবাক হয়ে যান জেজে।

পরিবেশ বাঁচাতে মহৎ উদ্যোগ নিলেন জেজে লালপেখলুয়া।

পরিবেশ বাঁচাতে মহৎ উদ্যোগ নিলেন জেজে লালপেখলুয়া। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৮:৩১
Share: Save:

গ্রামের মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন জেজে লালপেখলুয়া। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত মাছ চুরি করা বন্ধ করলেন ভারতীয় দলএসসি ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার। তাঁর সঙ্গে এই উদ্যোগে সামিল হয়েছেন গ্রামের একাধিক বন্ধু।

মাত্র কয়েক সপ্তাহ আগে মিজোরামের তুইচাং নদীর তীরে স্থানীয়দের কাজ দেখে অবাক হয়ে যান জেজে। বেপরোয়া ভাবে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা চলছিল। সেটা দেখার পর থেকেই অতিরিক্ত পরিমাণে মাছ ধরা বন্ধ করতে উদ্যোগী হয়েছেন তিনি।

জেজে বলেন, “বছরের পর বছর ধরে তুয়াচং নদীতে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা চলছিল। এর ফলে অনেক মৎস্যজীবী সমস্যায় পড়েছিল। তাই শেষ পর্যন্ত প্রশাসনের সাহায্য নিলাম। শুধু তাই নয় মাছের চুরি আটকানোর জন্য গ্রামের সবাই ২৪ ঘণ্টা টহল দিচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE