Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

কেরল বনাম এটিকে ম্যাচ দিয়েই ঢাকে কাঠি আইএসএল-এর

শুক্রবার মাঠে নামার আগে মিউলেনস্টিনের একমাত্র কাজ অবশ্য তাঁর ফুটবলারদের বোঝানো যে, এটা আরও একটা ফুটবল ম্যাচ এবং ফুটবলে রেকর্ড খুব তাড়াতাড়িই পাল্টে যায়!

নিজস্ব সংবাদদাতা
কোচি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৯:৪৪
Share: Save:

লড়াইটা আসলে রাজায়-রাজায়। মুখোমুখি দুই তারকা। কারও কাছে বদলার ম্যাচ তো কারও জন্য জয় ধরে রাখার লক্ষ্য। আর সেই লক্ষ্যেই শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে চতুর্থ আইএসেল। মুখোমুখি কেরল-কলকাতা

ডাচ মিউলেনস্টিন বিখ্যাত টেকনিক্যাল কোচিংয়ের কারণে। বলে দিয়েছেন, যে ধরনের ফুটবলে তিনি চিরকাল বিশ্বাসী সেই একই স্টাইলে খেলাবেন কেরল ব্লাস্টার্সকেও। অপ্রয়োজনীয় টাচ বন্ধ করে দ্রুতগতির ফুটবল খেলে ফাঁকা জায়গা তৈরি করে গোল পাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। বলেন, ‘‘বরাবরই ফুটবলারদের বলে এসেছি, নিজের জায়গায় কোন সেরা ফুটবলারের খেলা সে পছন্দ করে তার ভিডিও দেখে বোঝার চেষ্টা করতে যে, বল পায়ে সে কী কী করছে। যে কোনও সেরা ফুটবলারের কথাই যদি ধরেন, তার খেলা বিশ্লেষণ করলে সবার আগে যে কারণটা উঠে আসবে তা হল, অপ্রয়োজনীয় মনে হলেই সে বল ছোঁবে না। এর ফলে খেলায় অদ্ভুত একটা ছন্দ আসে, গতি বাড়ে খেলার। সেটাই আমাদের দলের খেলাতেও এনে ফেলতে চাই যাতে ম্যাচের সময়ও মাঠে একই জিনিস দেখতে পাওয়া যায়। অবশ্যই সোজা কাজ নয়। কিন্তু আমাদের লক্ষ্য সেটাই।’’

আরও পড়ুন

দিল্লি ডেয়ার ডেভিলসের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা টিএ সেকারের

কিনের বদলে এ বার এটিকে-র অধিনায়ক ইয়র্দি মন্তেল

দু’বারের চ্যাম্পিয়ন এটিকে-র বিরুদ্ধে ৮ ম্যাচের মধ্যে ইয়েলো আর্মি জিতেছে মাত্র একবার। সেই একমাত্র ২-১ ব্যবধানে জয় এসেছিল তিন বছর আগে। মিউলেনস্টিন অবশ্য সেই ম্যাচের একজন গোলদাতাকে পাচ্ছেন এবারও। তিনি ইয়ান হিউম। আবার, কেরল ব্লাস্টার্স আইএসএল-এর শুরুর ম্যাচে আগে একবারই হেরেছিল, সেটাও ওই এটিকে-র বিরুদ্ধেই। গত তিন মরসুমে এটিকে অবশ্য কোনও বারই প্রথম অ্যাওয়ে ম্যাচে হারেনি। কেরালার বিরুদ্ধে মোট ১১ গোল করেছে তারা। দু’বার ফাইনালে কেরলের হার। এই সব তথ্যই ‘হোম’ ম্যাচের আগে দলের বিপক্ষে। কিন্তু মিউলেনস্টিন পরিষ্কার জানিয়ে দিলেন, যাকে খুশি খেলাতে পারেন এবং তাঁর দল পুরোপুরি ফিট। অতীতের ফল শুক্রবারের খেলায় প্রভাব ফেলবে না বলেই মনে করেন অ্যালেক্স ফার্গুসনের প্রাক্তন সহকারি।

এটিকে কোচের সাংবাদিক সম্মেলন

এটিকে-র ব্যাপারটা অবশ্যই আলাদা। প্রথম ম্যাচেই তারা পাচ্ছে না তাদের সেরা তারকা রবি কিন-কে। টেডি শেরিংহ্যাম অবশ্য তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। গোল করার লোকের অভাব নেই তাঁর দলে, মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। তেমনই একজন ভারতের জাতীয় দলের তারকা রবিন সিংহ। মাঝমাঠে দুই প্রতিভাবান ইউজিনসন লিংডো এবং জয়েশ রানেও আছেন। পাস বাড়াতে এবং যে কোনও পাস বুঝে নিতে যাঁরা যথেষ্ট দক্ষ।‘‘রক্ষণ নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছি। একই সঙ্গে আমরা আগ্রহী এগিয়ে যেতেও। জেতার জন্যই মাঠে নামতে চাই শুক্রবার’’, বলছেন শেরিংহ্যাম। যদিও জানাতে চাননি ঠিক কোন ধরনের ফুটবল খেলবে এটিকে।

কেরল কোচের সাংবাদিক সম্মেলন

তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরীক্ষার আগে তাঁর দল কীভাবে প্রস্তুতি নিয়েছে তা জানিয়ে দিয়েছেন। ‘‘৬০ হাজার দর্শকের সামনে খেলাটাই তো স্বপ্ন। এটাই চায় সবাই, সব ফুটবলার, সব ম্যানেজার। জানি, গোটা মাঠ আমাদের বিরুদ্ধেই থাকবে। কিন্তু ভাল খেলে সেই ৬০ হাজারের সরব গ্যালারিকে যদি চুপ করিয়ে দিতে পারি, সেটাও কম বড় কৃতিত্ব হবে না।’’ সবার উপরে অবশ্য চতুর্থ আইএসএল-এর উদ্বোধনী ম্যাচ হল অন্যতম সেরা ‘হোম’ টিমের বিরুদ্ধে অন্যতম সেরা ‘অ্যাওয়ে’ দলের লড়াই। গত মরসুমেও টানা ছ’টি ম্যাচ জিতেছিল কেরালা ব্লাস্টার্স। আবার টানা চারটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল এটিকে-ও। নিজেদের দূর্গে একমাত্র এটিকে-র বিরুদ্ধেই সমস্যায় পড়েছে কেরল। কোচিতে এসে গতবার তাদের হারিয়ে গিয়েছিল এটিকে। গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাঝে যা থেকে গিয়েছে একমাত্র কালো দাগ হিসাবে।

শুক্রবার মাঠে নামার আগে মিউলেনস্টিনের একমাত্র কাজ অবশ্য তাঁর ফুটবলারদের বোঝানো যে, এটা আরও একটা ফুটবল ম্যাচ এবং ফুটবলে রেকর্ড খুব তাড়াতাড়িই পাল্টে যায়! ‘‘আমি তো ফুটবলারদের একটাই কথা বলেছি, খেলায় মনঃসংযোগ করো। খেলার বাইরের ব্যাপারগুলো ফ্যানদের জন্য, ম্যাচে খেলবে তোমরা, ফুটবলাররাই।’’ দুই নতুন ম্যানেজার যাঁদের সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড নামটা, শুক্রবার রাত আটটায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নিজেদের দল নামাবেন চতুর্থ আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে!

তথ্য: আইএসএল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE