অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। ফাইনালে জাপানের ইউশি তানাকাকে সরাসরি গেমে হারালেন লক্ষ্য। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১১। ২০২৫ সালের প্রথম খেতাব জিতলেন লক্ষ্য।
ফাইনালে সহজ জয় পেলেন লক্ষ্য। জাপানের প্রতিপক্ষ তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। ৩৮ মিনিটেই ম্যাচ জিতে নেন লক্ষ্য। এর আগে হংকং ওপেনের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য। সেই অর্থে ২০২৫ সালেক প্রথম বড় কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০২৩ সালে কানাডা ওপেনের প্রথম কোনও সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন।
রবিবার ফাইনালে প্রথম থেকেই লক্ষ্য ছিলেন আগ্রাসী। অত্যন্ত দ্রুত কোর্ট কভার করেছেন। মেরেছেন শক্তিশালী স্ম্যাশ। তাঁর আগ্রাসী ব্যাডমিন্টনের জবাব দিতে পারেননি তানাকা। প্রতিপক্ষকে র্যালি করার সুযোগও দেননি। ক্রমতালিকার নিরিখে ফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছিলেন লক্ষ্য। ২৬ বছরের জাপানি এখন বিশ্বের ২৬ নম্বর বাছাই। ২৩ বছরের লক্ষ্য এখন বিশ্বের ১৪ নম্বর। পার্থক্যটা বোঝা গিয়েছে গোটা ম্যাচেই। প্রথম গেমে কিছুটা লড়াই করেন তানাকা। কিন্তু দ্বিতীয় গেমে তাঁকে কোনও সুযোগই দেননি লক্ষ্য। শুরু থেকেই কোণঠাসা করে দেন মরিয়া লক্ষ্য। ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নেন প্রথম ৮ পয়েন্টের মধ্যে। তখনই লক্ষ্যর জয় এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
খেতাব জয়ের পর লক্ষ্য জড়িয়ে ধরেন তাঁর বাবা এবং কোচ ডিকে সেনকে। জড়িয়ে ধরেন কোচ ইয়ো ইয়ং সুংকেও। এই জয়ের সুবাদে বিশ্ব ক্রমতালিকায় আবার প্রথম ১০ জনের মধ্যে চলে আসবেন লক্ষ্য।