Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫

এই বিখ্যাত ক্রিকেটাররাও আইপিএল খেলেছেন, জানতেন!

অচেনা প্রতিভাকে বিশ্বক্রিকেটে পরিচিত করে তোলার মঞ্চ আইপিএল। বহু অখ্যাত ক্রিকেটার যেমন এখানে খ্যাতী পেয়েছেন, তেমনই বহু তারকা ক্রিকেটার আছেন যাঁরা এখানে কল্কে পাননি। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক জন বিখ্যাত ক্রিকেটারকে যাঁরা আইপিএল খেলেছেন বলেই জানেন না অনেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ১১:৫৫
Share: Save:
০১ ০৬
অচেনা প্রতিভাকে বিশ্বক্রিকেটে পরিচিত করে তোলার মঞ্চ আইপিএল। বহু অখ্যাত ক্রিকেটার যেমন এখানে খ্যাতী পেয়েছেন, তেমনই বহু তারকা ক্রিকেটার আছেন যাঁরা এখানে কল্কে পাননি। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক জন বিখ্যাত ক্রিকেটারকে যাঁরা আইপিএল খেলেছেন বলেই জানেন না অনেকে।

অচেনা প্রতিভাকে বিশ্বক্রিকেটে পরিচিত করে তোলার মঞ্চ আইপিএল। বহু অখ্যাত ক্রিকেটার যেমন এখানে খ্যাতী পেয়েছেন, তেমনই বহু তারকা ক্রিকেটার আছেন যাঁরা এখানে কল্কে পাননি। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক জন বিখ্যাত ক্রিকেটারকে যাঁরা আইপিএল খেলেছেন বলেই জানেন না অনেকে।

০২ ০৬
পল কলিংউড: ইংল্যান্ডের এই অন্যতম সেরা অলরাউন্ডারের হাত ধরে প্রথম আইসিসি ট্রফি জেতে ইংল্যান্ড। ২০০৯ সালে তাঁকে কেনে দিল্লি। আট ম্যাচে মাত্র ২০৩ রান এবং ৫ উইকেট নেন তিনি। পরে বছর দু’য়েক রাজস্থান দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি।

পল কলিংউড: ইংল্যান্ডের এই অন্যতম সেরা অলরাউন্ডারের হাত ধরে প্রথম আইসিসি ট্রফি জেতে ইংল্যান্ড। ২০০৯ সালে তাঁকে কেনে দিল্লি। আট ম্যাচে মাত্র ২০৩ রান এবং ৫ উইকেট নেন তিনি। পরে বছর দু’য়েক রাজস্থান দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি।

০৩ ০৬
রামনরেশ সারওয়ান: ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় ১৪ বছর খেলা প্রাক্তন অধিনায়ক সারওয়ান ২০০৮ সালে যুবরাজের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেন। পঞ্জাবের হয়ে ৪ ম্যাচে মাত্র ৭৩ রান করেন এই ডানহাতি। এর পর আর তাংকে আইপিএলে দেখা যায়নি।

রামনরেশ সারওয়ান: ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় ১৪ বছর খেলা প্রাক্তন অধিনায়ক সারওয়ান ২০০৮ সালে যুবরাজের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেন। পঞ্জাবের হয়ে ৪ ম্যাচে মাত্র ৭৩ রান করেন এই ডানহাতি। এর পর আর তাংকে আইপিএলে দেখা যায়নি।

০৪ ০৬
ডারেন লেম্যান: অস্ট্রেলিয়ার কোচিং থেকে সদ্য পদত্যাগ করেছেন। ২০০৩ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। এ হেন লেম্যান প্রথম আইপিএলে রাজস্থানের হয়ে দু’টি ম্যাচ খেলেন। করেন মাত্র ১৮ রান। এর পর আর ক্রিকেটার হিসাবে আইপিএলে ফেরেননি তিনি। ফেরেন কোচ হিসাবে। ছবি: এএফপি।

ডারেন লেম্যান: অস্ট্রেলিয়ার কোচিং থেকে সদ্য পদত্যাগ করেছেন। ২০০৩ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। এ হেন লেম্যান প্রথম আইপিএলে রাজস্থানের হয়ে দু’টি ম্যাচ খেলেন। করেন মাত্র ১৮ রান। এর পর আর ক্রিকেটার হিসাবে আইপিএলে ফেরেননি তিনি। ফেরেন কোচ হিসাবে। ছবি: এএফপি।

০৫ ০৬
মহম্মদ আশরাফুল: বাংলাদেশের সেরা প্রতিভাদের অন্যতম আশরাফুলের দেশের হয়ে একাধিক দুর্দান্ত ইনিংস রয়েছে। আইপিএলের ২০০৯ মরসুমে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। একটিমাত্র ম্যাচ খেলে মাত্র ২ রান করেন তিনি। আর কোনও দিনই আইপিএলে দেখা যায়নি তাঁকে।

মহম্মদ আশরাফুল: বাংলাদেশের সেরা প্রতিভাদের অন্যতম আশরাফুলের দেশের হয়ে একাধিক দুর্দান্ত ইনিংস রয়েছে। আইপিএলের ২০০৯ মরসুমে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। একটিমাত্র ম্যাচ খেলে মাত্র ২ রান করেন তিনি। আর কোনও দিনই আইপিএলে দেখা যায়নি তাঁকে।

০৬ ০৬
ব্র্যাড হ্যাডিন: গিলক্রিস্ট পরবর্তী অস্ট্রেলিয়ার সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাডকে ২০১১ সালে কেনে নাইট রাইডার্স। সেই বছর বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে ১৮ রান করেন তিনি। পরের দু’বছর দলে থাকলেও আর কোনও দিনই মাঠে নামতে দেখা যায়নি তাঁকে।

ব্র্যাড হ্যাডিন: গিলক্রিস্ট পরবর্তী অস্ট্রেলিয়ার সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাডকে ২০১১ সালে কেনে নাইট রাইডার্স। সেই বছর বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে ১৮ রান করেন তিনি। পরের দু’বছর দলে থাকলেও আর কোনও দিনই মাঠে নামতে দেখা যায়নি তাঁকে।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy