Advertisement
০১ ফেব্রুয়ারি ২০২৩
IPL 2018

আইপিএলের নিরিখে কেমন হতে পারে সেরা ভারতীয় একাদশ

সদ্য শেষ হয়েছে এ বছরর আইপিএল। ভিন্‌ দেশের ক্রিকেটার সঙ্গে সমান দাপটে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অনেক নতুন প্রতিভার খোঁজও মিলেছে এ বারের আইপিএল-এ। এ বার দেখে নেওয়া যাক আইপিএলের নিরিখে সেরা ভারতীয় একাদশ কেমন হতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ১২:৫৪
Share: Save:
০১ ১২
সদ্য শেষ হয়েছে এ বছরর আইপিএল। ভিন্‌ দেশের ক্রিকেটারদের সঙ্গে সমান দাপটে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অনেক নতুন প্রতিভার খোঁজও মিলেছে আইপিএল-এ। দেখে নেওয়া যাক আইপিএলের নিরিখে সেরা ভারতীয় একাদশ কেমন হতে পারে।

সদ্য শেষ হয়েছে এ বছরর আইপিএল। ভিন্‌ দেশের ক্রিকেটারদের সঙ্গে সমান দাপটে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অনেক নতুন প্রতিভার খোঁজও মিলেছে আইপিএল-এ। দেখে নেওয়া যাক আইপিএলের নিরিখে সেরা ভারতীয় একাদশ কেমন হতে পারে।

০২ ১২
কেএল রাহুল: আইপিএল যেন নতুন জন্ম দিল রাহুলকে। ইনিংসের শুরুতে রাহুল-ঝড় অবশ্যই বড় পাওনা। ওপেনের দায়িত্বটা রাহুলের উপরই থাকুক।

কেএল রাহুল: আইপিএল যেন নতুন জন্ম দিল রাহুলকে। ইনিংসের শুরুতে রাহুল-ঝড় অবশ্যই বড় পাওনা। ওপেনের দায়িত্বটা রাহুলের উপরই থাকুক।

০৩ ১২
অম্বাতী রায়ুডু: চেন্নাইয়ের অম্বাতী রায়ুডু অনেক সমীকরণ ভেঙে বুঝিয়ে দিয়েছেন বয়স কোনও বাধাই নয়। ৩০য়ের উপর বয়স হলেও যে টি২০-তে চমক দেওয়া যায়, তার বড় উদাহরণ রায়ুডু।

অম্বাতী রায়ুডু: চেন্নাইয়ের অম্বাতী রায়ুডু অনেক সমীকরণ ভেঙে বুঝিয়ে দিয়েছেন বয়স কোনও বাধাই নয়। ৩০য়ের উপর বয়স হলেও যে টি২০-তে চমক দেওয়া যায়, তার বড় উদাহরণ রায়ুডু।

০৪ ১২
বিরাট কোহালি: ব্যাটসম্যান-টিম ম্যান সব দিক থেকে অন্যতম। সেরাদের মধ্যে তিনি তো থাকবেনই। এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে।

বিরাট কোহালি: ব্যাটসম্যান-টিম ম্যান সব দিক থেকে অন্যতম। সেরাদের মধ্যে তিনি তো থাকবেনই। এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে।

০৫ ১২
ঋষভ পন্থ: স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন হয়েছেন। দিল্লির তরুণ ব্যাটসম্যানটি একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন।

ঋষভ পন্থ: স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন হয়েছেন। দিল্লির তরুণ ব্যাটসম্যানটি একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন।

০৬ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: সেরা একাদশের অধিনায়ক তাঁকে ছাড়া আর কাউকে ভাবা যায় না। এখনও ‘মিস্টার কুল’-এর বিকল্প ভারতীয় দলে কেউ নেই।

মহেন্দ্র সিংহ ধোনি: সেরা একাদশের অধিনায়ক তাঁকে ছাড়া আর কাউকে ভাবা যায় না। এখনও ‘মিস্টার কুল’-এর বিকল্প ভারতীয় দলে কেউ নেই।

০৭ ১২
দীনেশ কার্তিক : যত দিন যাচ্ছে ততই নিজেকে পরিণত করে তুলেছেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। এই মুহূর্তে যা অবস্থা তাতে টি২০ ম্যাচে কার্তিকের বিকল্প বোধ হয় কেউ নেই।

দীনেশ কার্তিক : যত দিন যাচ্ছে ততই নিজেকে পরিণত করে তুলেছেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। এই মুহূর্তে যা অবস্থা তাতে টি২০ ম্যাচে কার্তিকের বিকল্প বোধ হয় কেউ নেই।

০৮ ১২
হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার পাণ্ড্য ফিল্ডার হিসেবেও অসাধারণ। দ্রুত রান তোলার ক্ষমতা আছে, বোলিংয়ের হাতটাও বেশ।

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার পাণ্ড্য ফিল্ডার হিসেবেও অসাধারণ। দ্রুত রান তোলার ক্ষমতা আছে, বোলিংয়ের হাতটাও বেশ।

০৯ ১২
কুলদীপ যাদব: ভারতীয় স্পিন আক্রমণের নয়া চমক বলা চলে। যে কোনও সময় উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। আইপিএল-এ কলকাতার বড় ভরসা ছিলেন।

কুলদীপ যাদব: ভারতীয় স্পিন আক্রমণের নয়া চমক বলা চলে। যে কোনও সময় উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। আইপিএল-এ কলকাতার বড় ভরসা ছিলেন।

১০ ১২
মায়াঙ্ক মারকান্দে: স্পিন বিভাগের দায়িত্ব কুলদীপের সঙ্গে ভাগ করে নিতে পারেন মায়াঙ্ক। মুম্বইয়ের এই সদস্য আইপিএলে বড় চমক বটে।

মায়াঙ্ক মারকান্দে: স্পিন বিভাগের দায়িত্ব কুলদীপের সঙ্গে ভাগ করে নিতে পারেন মায়াঙ্ক। মুম্বইয়ের এই সদস্য আইপিএলে বড় চমক বটে।

১১ ১২
সিদ্ধার্থ কল : পেস আক্রমণের দায়িত্ব সামলানোর কাজটা সিদ্ধার্থ কলের হাতে ছাড়া যেতে পারে। আইপিএলে হায়দরাবাদের হয়ে বেশ খেলেছেন।

সিদ্ধার্থ কল : পেস আক্রমণের দায়িত্ব সামলানোর কাজটা সিদ্ধার্থ কলের হাতে ছাড়া যেতে পারে। আইপিএলে হায়দরাবাদের হয়ে বেশ খেলেছেন।

১২ ১২
উমেশ যাদব: ভারতীয় দলের পেস আক্রমণের গুরুদায়িত্ব সামলে আসছেন। আরসিবির হয়েও ভাল খেলেছেন। সেরা একাদশে তাঁকে বাদ দেওয়া চলে না।

উমেশ যাদব: ভারতীয় দলের পেস আক্রমণের গুরুদায়িত্ব সামলে আসছেন। আরসিবির হয়েও ভাল খেলেছেন। সেরা একাদশে তাঁকে বাদ দেওয়া চলে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.