Advertisement
২৩ ডিসেম্বর ২০২৫
ipl

আইপিএলে কাদের ধরে রাখল ফ্র্যাঞ্চাইজিগুলো দেখে নিন

জানেন কি, আসন্ন আইপিএলে কোন ক্রিকেটারের ভাগ্য সুরক্ষিত রইল? কাদের ধরে রাখল দলগুলো?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৪:৪৮
Share: Save:
০১ ০৯
২০১৯ আইপিএলে প্রথম পর্যায়ের ঝাড়াইবাছাই শেষ। কিছু খেলোয়াড়ের কাছে গেল বাদ যাওয়ার খবর। কাউকে ধরে রাখার সিদ্ধান্তে অনড় রইল ফ্যাঞ্চাইজিগুলো। যাঁরা বাদ পড়লেন তাঁরা ডিসেম্বরে নিলামে উঠতে পারেন। কিন্তু জানেন কি, কোন কোন ক্রিকেটারের ভাগ্য সুরক্ষিত রইল? কাদের ধরে রাখল দলগুলো? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

২০১৯ আইপিএলে প্রথম পর্যায়ের ঝাড়াইবাছাই শেষ। কিছু খেলোয়াড়ের কাছে গেল বাদ যাওয়ার খবর। কাউকে ধরে রাখার সিদ্ধান্তে অনড় রইল ফ্যাঞ্চাইজিগুলো। যাঁরা বাদ পড়লেন তাঁরা ডিসেম্বরে নিলামে উঠতে পারেন। কিন্তু জানেন কি, কোন কোন ক্রিকেটারের ভাগ্য সুরক্ষিত রইল? কাদের ধরে রাখল দলগুলো? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

০২ ০৯
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ কোহালি ও ডেভিলিয়ার্সকে। এ ছাড়াও দলে রইলেন পার্থিব পটেল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মইন আলি, গ্র্যান্ডহোম, যুজবেন্দ্র চহাল, টিম সাউদি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, কুলওয়ন্ত খেজরোলিয়া, নভদীপ, নাথান কুল্টার-নাইল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ কোহালি ও ডেভিলিয়ার্সকে। এ ছাড়াও দলে রইলেন পার্থিব পটেল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মইন আলি, গ্র্যান্ডহোম, যুজবেন্দ্র চহাল, টিম সাউদি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, কুলওয়ন্ত খেজরোলিয়া, নভদীপ, নাথান কুল্টার-নাইল।

০৩ ০৯
চেন্নাই সুপার কিংস: ধোনি ও সুরেশ রায়না যে থেকে যাবেন তা জানাই ছিল। এঁদের সঙ্গে চেন্নাইয়ের হয়ে ফের খেলবেন দু’প্লেসি, মুরলী বিজয়, শেন ওয়াটসন, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ব্র্যাভো, কেদার যাদব, রায়ুডু, স্যাম বিলিংস, হরভজন, দীপক চাহার, কেএম আসিফ, এনগিদি, ইমরান তাহির, কর্ণ শর্মা, শার্দূল ঠাকুর।

চেন্নাই সুপার কিংস: ধোনি ও সুরেশ রায়না যে থেকে যাবেন তা জানাই ছিল। এঁদের সঙ্গে চেন্নাইয়ের হয়ে ফের খেলবেন দু’প্লেসি, মুরলী বিজয়, শেন ওয়াটসন, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ব্র্যাভো, কেদার যাদব, রায়ুডু, স্যাম বিলিংস, হরভজন, দীপক চাহার, কেএম আসিফ, এনগিদি, ইমরান তাহির, কর্ণ শর্মা, শার্দূল ঠাকুর।

০৪ ০৯
সানরাইজার্স হায়দরাবাদ : এ বার এই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে রয়ে গেলেন যে সব ক্রিকেটার, তাঁরা হলেন ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, শাকিব, স্ট্যানলেক, উইলিয়ামসন, মহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, মণিশ পাণ্ডে, নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, থাম্পি, দীপক হুডা।

সানরাইজার্স হায়দরাবাদ : এ বার এই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে রয়ে গেলেন যে সব ক্রিকেটার, তাঁরা হলেন ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, শাকিব, স্ট্যানলেক, উইলিয়ামসন, মহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, মণিশ পাণ্ডে, নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, থাম্পি, দীপক হুডা।

০৫ ০৯
দিল্লি ডেয়ারডেভিলস:  তরুণ ব্রিগেডিয়ানদের নিয়ে দল সাজাতেই আগ্রহী এই ফ্র্যাঞ্চাইজি।  দলে থেকে গেলেন পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট,  আবেশ খান, সন্দীপ লামিচানে, মনজ্যোৎ কালরা, রাহুল তেওয়াটিয়া, হর্ষল পটেল।

দিল্লি ডেয়ারডেভিলস: তরুণ ব্রিগেডিয়ানদের নিয়ে দল সাজাতেই আগ্রহী এই ফ্র্যাঞ্চাইজি। দলে থেকে গেলেন পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ লামিচানে, মনজ্যোৎ কালরা, রাহুল তেওয়াটিয়া, হর্ষল পটেল।

০৬ ০৯
কিংস ইলেভেন পঞ্জাব: গেল ঝড়কে এ বারও  দলে রাখতে চায় পঞ্জাব। তাঁর উপর ভর করে রানের সংখ্যা বাড়ানোই তাদের কৌশল। এ ছাড়াও দলে এ বারও থেকে গেলেন ডেভিড মিলার, করুণ নায়ার, কে এল রাহুল, আর অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমানরা।

কিংস ইলেভেন পঞ্জাব: গেল ঝড়কে এ বারও দলে রাখতে চায় পঞ্জাব। তাঁর উপর ভর করে রানের সংখ্যা বাড়ানোই তাদের কৌশল। এ ছাড়াও দলে এ বারও থেকে গেলেন ডেভিড মিলার, করুণ নায়ার, কে এল রাহুল, আর অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমানরা।

০৭ ০৯
রাজস্থান রয়্যালস:  ব্যট-বলে সমান সামঞ্জস্য রেখে একটা দল গড়তে চেয়েছে রাজস্থান। দলে এ বারও জায়গা পাকা স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, জস বাটলার, সঞ্জু স্যামসন, ধবল কুলকার্নি, ইশ সোধি, রাহুল ত্রিপাঠী, কে গৌতম, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট বিনি, আর্যমান বিড়লা, মহিপাল লোমরোর, প্রশান্ত চোপড়াদের।

রাজস্থান রয়্যালস: ব্যট-বলে সমান সামঞ্জস্য রেখে একটা দল গড়তে চেয়েছে রাজস্থান। দলে এ বারও জায়গা পাকা স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, জস বাটলার, সঞ্জু স্যামসন, ধবল কুলকার্নি, ইশ সোধি, রাহুল ত্রিপাঠী, কে গৌতম, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট বিনি, আর্যমান বিড়লা, মহিপাল লোমরোর, প্রশান্ত চোপড়াদের।

০৮ ০৯
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাই এদের সেরা তাস। এ ছাড়া এ বছরও দল আস্থা রেখেছে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, বুমরা, বেন কাটিং, পোলার্ড, ঈশান কিষান, অ্যাডাম মিলনে, ক্রুণাল পাণ্ড্য, সূর্যকুমার যাদব, ময়ঙ্ক মার্কন্ডে, রাহুল চাহার, অনুকূল রায়, সিদ্ধেশ লাড, অদিত্য তারে, এভিন লিউইস, মিচেল ম্যাকলেনাঘানদের উপরে।

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাই এদের সেরা তাস। এ ছাড়া এ বছরও দল আস্থা রেখেছে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, বুমরা, বেন কাটিং, পোলার্ড, ঈশান কিষান, অ্যাডাম মিলনে, ক্রুণাল পাণ্ড্য, সূর্যকুমার যাদব, ময়ঙ্ক মার্কন্ডে, রাহুল চাহার, অনুকূল রায়, সিদ্ধেশ লাড, অদিত্য তারে, এভিন লিউইস, মিচেল ম্যাকলেনাঘানদের উপরে।

০৯ ০৯
কলকাতা নাইট রাইডার্স: এ বার দলে বেশ কিছু বদল এনেছে কলকাতাও। তবে  এ বারও য়ে সব ক্রিকেটারকে ধরে রাখল কলকাতা তাঁরা হলেন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, পীযূষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিংহ, রবিন উথাপ্পা, শিবম মাভি, শুভম গিল, সুনীল নারাইন।

কলকাতা নাইট রাইডার্স: এ বার দলে বেশ কিছু বদল এনেছে কলকাতাও। তবে এ বারও য়ে সব ক্রিকেটারকে ধরে রাখল কলকাতা তাঁরা হলেন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, পীযূষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিংহ, রবিন উথাপ্পা, শিবম মাভি, শুভম গিল, সুনীল নারাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy