আইপিএল জয়ের উল্লাসের মাঝে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা এখনও ফিকে হয়নি। সেই ঘটনার ২০৩ দিন পর আবার চিন্নাস্বামীতে খেলতে নামবেন বিরাট কোহলি। দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফিতে নামবেন তিনি। তবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কোহলিদের সেই খেলা মাঠে বসে দেখতে পাবেন না দর্শকেরা। জানা গিয়েছে, দর্শকশূন্য মাঠে হবে খেলা।
কর্নাটক ক্রিকেট সংস্থা প্রথমে ভেবেছিল, মাঠের দু’টি স্ট্যান্ড খোলা থাকবে। তা হলে দুই থেকে তিন হাজার দর্শক খেলা দেখতে পেতেন। কিন্তু কর্নাটক সরকার সেই রাজ্যের ক্রিকেট সংস্থাকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, পদপিষ্টকাণ্ডের পর থেকে এমনিতেই চিন্নাস্বামীর দিকে সকলের নজর রয়েছে। মার্চ মাসে সেখানে আইপিএল হওয়ার কথা। এই সময় যদি আবার কোনও সমস্যা হয়, তা হলে আইপিএলের ম্যাচ সেখান থেকে সরে যেতে পারে। তেমনটা চাইছে না রাজ্য সরকার।
এমনিতেই এই ম্যাচ সরেছে। আগে আলুরে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু যে হেতু কোহলি ও ঋষভ পন্থ খেলছেন, তাই আলুর থেকে চিন্নাস্বামীতে খেলা সরানো হয়েছে। আলুরে খেলা হলে প্রযুক্তিগত নানা রকম সমস্যা হত। চিন্নাস্বামীতে সেই সমস্যা হবে না।
আরও পড়ুন:
সোমবার চিন্নাস্বামীতে গিয়েছিল সরকারের নিযুক্ত একটি কমিটি। তারা সেখানকার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবে। মঙ্গলবার সেই রিপোর্ট দেওয়ার কথা। তবে সূত্রের খবর, মাঠে দর্শক ঢোকায় নিষেধাজ্ঞা থাকবে। দর্শকশূন্য মাঠেই খেলতে হবে কোহলিকে।
সোমবার রাতে বেঙ্গালুরু পৌঁছেছেন কোহলি ও পন্থ। মঙ্গলবার চিন্মাস্বামীতে তাঁদের অনুশীলন করার কথা। ৪ জুন শেষ বার চিন্নাস্বামীতে গিয়েছিলেন কোহলি। সে দিনই আইপিএলের উল্লাসের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। তবে তার পরেও বিজয় উদ্যাপন থামেনি। তা নিয়ে সমালোচনাও হয়েছিল। আবার সেই মাঠেই দেখা যাবে আইপিএলে বেঙ্গালুরুর ঘরের ছেলেকে।