মাঠের ভিতরের লড়াই ছড়াল মাঠের বাইরেও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ১৯১ রানে হারিয়েছে পাকিস্তান। সেই হারের ধাক্কার পর বিদ্রুপের জ্বালাও সহ্য করতে হল বৈভব সূর্যবংশীকে। খেলা শেষে বৈভব যখন মাঠ ছাড়ছিল তখনও তাকে নিশানা করেন পাকিস্তানের সমর্থকেরা।
সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, দুবাইয়ের স্টেডিয়াম থেকে বেরিয়ে বাসে উঠছে বৈভব। সেই সময় স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের সমর্থকেরা তাকে বিদ্রুপ করছে। ভারতের ১৪ বছরের ক্রিকেটারকে বেশ কিছু অশালীন কথা বলেন তাঁরা। তাতে অবশ্য বৈভব মেজাজ হারায়নি। সে চুপচাপ বাসে উঠে পড়়ে।
খেলা চলাকালীনও এই ঘটনা ঘটেছে। বৈভব যখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিল, তখন সেখানে থাকা পাক সমর্থকেরা তাকে টিটকিরি করেন। অকারণে নানা রকমের মন্তব্য করে বৈভবের মনঃসংযোগ ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তখনও চুপ ছিল বৈভব। পাকিস্তানের সমর্থকদের এই ধরনের কাজের বিরোধিতা করেছেন ভারতীয় সমর্থকেরা। এশীয় ক্রিকেট কাউন্সিল ও আইসিসি-কে এই বিষয়ে পদক্ষেপ করার দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন:
ছোটদের এশিয়া কাপের শুরুটা বেশ ভাল করেছিল বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিল সে। পরে মালয়েশিয়ার বিরুদ্ধেও অর্ধশতরান করেছিল ভারতের ১৪ বছরের ক্রিকেটার। কিন্তু নক আউটে রান পায়নি বৈভব। গ্রুপ পর্বেও পাকিস্তানের বিরুদ্ধে তাড়াতাড়ি আউট হয়ে যায় সে। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ২৬১ রান করে বৈভব। ১৮২.৫২ স্ট্রাইক রেট ও ৫২.২০ গড়ে রান করে সে। কিন্তু বড় ম্যাচে তার রান না করতে পারার সমালোচনা করেছেন অনেকে।
ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা ধরা হচ্ছে বৈভবকে। এত অল্প বয়সে ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে ফেলেছে সে। খেলে ফেলেছে আইপিএলও। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে বৈভবের। কোন ম্যাচে সে রান করবে তার নিশ্চয়তা নেই। বড় ক্রিকেটার হতে গেলে ধারাবাহিকতা প্রয়োজন বৈভবের। সেই পরামর্শই তাঁকে দিচ্ছেন বিশেষজ্ঞেরা।