Advertisement
২৫ জুলাই ২০২৪

অবিশ্বাস্য নেতা, বলছেন তাহির

রবিবার সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ শেষে তাহির বলেছেন, ‘‘ধোনি যে ভাবে দলকে পরিচালনা করে  তা সত্যি অবিশ্বাস্য। বেশি কথা বলে না, কিন্তু ও বোঝে কোন পরিস্থিতিতে ওর কী করা প্রয়োজন। ভাল অধিনায়কের পাশাপাশি খুব ভাল মানুষ ও।’’

ইমরান তাহির। ছবি পিটিআই।

ইমরান তাহির। ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০৪:৪১
Share: Save:

প্রতিকূল পরিস্থিতি থেকে কী ভাবে দলকে টেনে তোলা যায়, তা আরও এক বার দেখিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। যা দেখে মুগ্ধ তাঁর দলের সতীর্থ ইমরান তাহির। শুধু ব্যাটসম্যান ধোনির প্রশংসাই করলেন না, তাহির জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবেও অবিশ্বাস্য প্রাক্তন ভারত অধিনায়ক।

রবিবার সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ শেষে তাহির বলেছেন, ‘‘ধোনি যে ভাবে দলকে পরিচালনা করে তা সত্যি অবিশ্বাস্য। বেশি কথা বলে না, কিন্তু ও বোঝে কোন পরিস্থিতিতে ওর কী করা প্রয়োজন। ভাল অধিনায়কের পাশাপাশি খুব ভাল মানুষ ও।’’

রবিবারের ইনিংস খেলার পরে ফিনিশার ধোনি নিয়েও প্রতিক্রিয়া দিয়ে গিয়েছেন তাহির, স্টোকসরা। তাহির বলেছেন, ‘‘অসাধারণ ব্যাট করে মাহি ভাই আমাদের জেতার উপযুক্ত রান দিয়েছে। সেখান থেকেই জেতার তাগিদ পেয়েছে বোলারেরা। এ ধরনের পরিস্থিতির জন্যই ধোনির মতো ক্রিকেটার প্রয়োজন।’’

রাজস্থান রয়্যালস শিবিরেও ধোনি-বন্দনার কোনও অভাব ছিল না। আইপিএলে রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির নেতৃত্বে খেলেছেন স্টোকস। তাই ধোনি কী করতে পারেন, সে বিষয়ে ওয়াকিবহাল ইংল্যান্ড অলরাউন্ডার। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘যে ভাবে গভীর পর্যন্ত ধোনি ম্যাচ নিয়ে যায় এবং শেষ করে আসে, তার প্রশংসা করতেই হচ্ছে। কখনও দু’হাত তুলে নিজেকে মানিয়ে নিয়ে বলতে হয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের কাছে এগুলো সম্ভব। যা সত্যি আরও এক বার প্রমাণ করে দিয়ে গেল ধোনি।’’

এখানেই শেষ নয়, স্টোকস আরও জানিয়েছেন, ধোনির মতো ইনিংস থেকেই অনেক কিছু শিখতে পারেন তিনি। স্টোকসের কথায়, ‘‘বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। এ ধরনের ইনিংস থেকে অনেক কিছু শেখা যায়। কোন পরিস্থিতিতে কী করতে হয়, তা ধোনিই দেখিয়ে গেল।’’

এ দিকে, রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্ক রাহানে বলছেন, ‘‘সিএসকে ইনিংসের শেষ পাঁচ ওভারেই আমাদের হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে। এমএস যখন ব্যাট করে, বিপক্ষের বোলারদের পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE