Advertisement
১৮ এপ্রিল ২০২৫
cricket

আইপিএলের নিক্তিতে কী অবস্থা ভারতের বিশ্বকাপ দলের? রইল মার্কশিট

আইপিএল সদ্য শেষ হয়েছে, কিন্তু তার রেশ যেন কাটতেই থাকছে না। কেউ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, কেউ বা তেমন ফর্ম ধরে রাখতে পারেননি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৮:৩৪
Share: Save:
০১ ১৬
আইপিএল সদ্য শেষ হয়েছে। কিন্তু তার রেশ যেন কাটতেই থাকছে না। কেউ দুর্দান্ত পারফর্ম করেছেন, কেউ বা তেমন কিছু করে দেখাতে পারেননি। কিছু ম্যাচে ভাল খেললেও ধারাবাহিকতার অভাব ছিল কারও ক্ষেত্রে। কেউ বা দুরন্ত ব্যাটিং-বোলিংয়ে মন জয় করেছেন। সামনেই বিশ্বকাপ। আইপিএলের নিরিখে কেমন ফর্মে ভারতের বিশ্বকাপ দল? দেখে নেওয়া যাক রিপোর্ট কার্ড।

আইপিএল সদ্য শেষ হয়েছে। কিন্তু তার রেশ যেন কাটতেই থাকছে না। কেউ দুর্দান্ত পারফর্ম করেছেন, কেউ বা তেমন কিছু করে দেখাতে পারেননি। কিছু ম্যাচে ভাল খেললেও ধারাবাহিকতার অভাব ছিল কারও ক্ষেত্রে। কেউ বা দুরন্ত ব্যাটিং-বোলিংয়ে মন জয় করেছেন। সামনেই বিশ্বকাপ। আইপিএলের নিরিখে কেমন ফর্মে ভারতের বিশ্বকাপ দল? দেখে নেওয়া যাক রিপোর্ট কার্ড।

০২ ১৬
ভারতের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে ১৫ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৮.৫৭। সর্বোচ্চ স্কোর ৬৭। ট্রফিও জিতেছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক। তবু কোথাও যেন খামতি থেকে গিয়েছে, ধারাবাহিকতার অভাব ছিল। রোহিত পেলেন ১০-এ ৭.৫।

ভারতের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে ১৫ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৮.৫৭। সর্বোচ্চ স্কোর ৬৭। ট্রফিও জিতেছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক। তবু কোথাও যেন খামতি থেকে গিয়েছে, ধারাবাহিকতার অভাব ছিল। রোহিত পেলেন ১০-এ ৭.৫।

০৩ ১৬
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডের ওপেনার শিখর ধওয়ন। ১৬ ম্যাচে ৫২১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৫.৬৭। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯৭। ঝোড়ো ইনিংসে দলের প্রয়োজনে কাজে এসেছেন তিনি, ১০-এ ৯ দেওয়া হল তাঁকে।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডের ওপেনার শিখর ধওয়ন। ১৬ ম্যাচে ৫২১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৫.৬৭। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯৭। ঝোড়ো ইনিংসে দলের প্রয়োজনে কাজে এসেছেন তিনি, ১০-এ ৯ দেওয়া হল তাঁকে।

০৪ ১৬
বিরাট কোহালি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন আইপিএলে। ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক ১৪ ম্যাচে ৪৬৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪১.৪৬। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১০০। বিরাটের উপর আরও খানিকটা আশা ছিল, তবুও স্কিপারের নম্বর কাটা গেল টি-২০-তে দলের খারাপ পারফরম্যান্সের জন্যই। ১০-এ ৭ পেলেন বিরাট।

বিরাট কোহালি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন আইপিএলে। ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক ১৪ ম্যাচে ৪৬৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪১.৪৬। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১০০। বিরাটের উপর আরও খানিকটা আশা ছিল, তবুও স্কিপারের নম্বর কাটা গেল টি-২০-তে দলের খারাপ পারফরম্যান্সের জন্যই। ১০-এ ৭ পেলেন বিরাট।

০৫ ১৬
তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে বিশ্বকাপে চার নম্বরে খেলানোর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই বিজয় আশাহত করলেন আইপিএলে, ১৪ ম্যাচে ২৪৪ রান, স্ট্রাইক রেট ১২৬.৪২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪০। ১০-এ তাঁকে ৪-এর বেশি দেওয়া গেল না।

তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে বিশ্বকাপে চার নম্বরে খেলানোর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই বিজয় আশাহত করলেন আইপিএলে, ১৪ ম্যাচে ২৪৪ রান, স্ট্রাইক রেট ১২৬.৪২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪০। ১০-এ তাঁকে ৪-এর বেশি দেওয়া গেল না।

০৬ ১৬
লোকেশ রাহুল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে চমৎকার পারফরম্যান্স করেছেন। ১৪ ম্যাচে ৫৯৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৫.৩৮। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১০০। তাঁকে ১০-এ ৯.৫ দিতেই হবে।

লোকেশ রাহুল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে চমৎকার পারফরম্যান্স করেছেন। ১৪ ম্যাচে ৫৯৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৫.৩৮। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১০০। তাঁকে ১০-এ ৯.৫ দিতেই হবে।

০৭ ১৬
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। অভিজ্ঞতার জন্যই ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সম্পদ তিনি। আইপিএলে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন, ১৪ ম্যাচে ৪১৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৪.৬২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৪। তাঁকে ১০-এ ৯.৫ দিতেই হবে।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। অভিজ্ঞতার জন্যই ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সম্পদ তিনি। আইপিএলে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন, ১৪ ম্যাচে ৪১৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৪.৬২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৪। তাঁকে ১০-এ ৯.৫ দিতেই হবে।

০৮ ১৬
মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচ বাদ দিলে কেদার যাদবের পারফরম্যান্স আইপিএলে বেশ খারাপ। বিশ্বকাপ দলের এই সদস্য ১৪ ম্যাচে মাত্র ১৬২ রান করেছেন। স্ট্রাইক রেট ৯৫.৮৫, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৫৮। মিডল অর্ডারের ব্যর্থতার কারণে ১০-এ ৩ পেলেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচ বাদ দিলে কেদার যাদবের পারফরম্যান্স আইপিএলে বেশ খারাপ। বিশ্বকাপ দলের এই সদস্য ১৪ ম্যাচে মাত্র ১৬২ রান করেছেন। স্ট্রাইক রেট ৯৫.৮৫, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৫৮। মিডল অর্ডারের ব্যর্থতার কারণে ১০-এ ৩ পেলেন তিনি।

০৯ ১৬
দীনেশ কার্তিক ছিলেন কেকেআরের অধিনায়ক। সেখানে ব্যর্থতা তো রয়েইছে, এ ছাড়া নাইট অধিনায়ক ১৪ ম্যাচে মাত্র ২৫৩ রান করেছেন, স্ট্রাইক রেটও বেশ খারাপ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৭ রান ছাড়া বাকি ম্যাচে দল তাঁকে পাশে পায়নি সেই অর্থে। বিশ্বকাপ দলের এই সদস্য ১০-এ ৫ পেতে পারেন খুব বেশি হলে।

দীনেশ কার্তিক ছিলেন কেকেআরের অধিনায়ক। সেখানে ব্যর্থতা তো রয়েইছে, এ ছাড়া নাইট অধিনায়ক ১৪ ম্যাচে মাত্র ২৫৩ রান করেছেন, স্ট্রাইক রেটও বেশ খারাপ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৭ রান ছাড়া বাকি ম্যাচে দল তাঁকে পাশে পায়নি সেই অর্থে। বিশ্বকাপ দলের এই সদস্য ১০-এ ৫ পেতে পারেন খুব বেশি হলে।

১০ ১৬
হার্দিক পাণ্ড্যকে বলা যেতে পারে বিশ্বকাপে ভারতের সেরা বাজি। আইপিএলে এই অলরাউন্ডার ১৬ ম্যাচে ৪০২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৯১.৪২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯১। ১৪টি উইকেট পেয়েছেন। ইকনমি রেট ৯.১৭। সেরা বোলিং ফিগার ৩/২০। দশে দশ পেলেন সব বিতর্ক ছাপিয়ে উঠে আসা মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

হার্দিক পাণ্ড্যকে বলা যেতে পারে বিশ্বকাপে ভারতের সেরা বাজি। আইপিএলে এই অলরাউন্ডার ১৬ ম্যাচে ৪০২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৯১.৪২, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯১। ১৪টি উইকেট পেয়েছেন। ইকনমি রেট ৯.১৭। সেরা বোলিং ফিগার ৩/২০। দশে দশ পেলেন সব বিতর্ক ছাপিয়ে উঠে আসা মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

১১ ১৬
ইমরান তাহির ও হরভজন সিংহের সঙ্গে রবীন্দ্র জাডেজা চেন্নাইয়ের ম্যাজিক ট্রায়োর একজন এই আইপিএলে, ১৬ ম্যাচে ১০৬ রান তো করেইছেন, স্ট্রাইক রেট ছিল ১২০.৪৫, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৩১। ১৫টি উইকেট পেয়েছেন ৬.৩৫ ইকনমি রেটে। সেরা বোলিং ফিগার ৩/৯। তাঁকে ১০-এ ৮ দিতেই হবে।

ইমরান তাহির ও হরভজন সিংহের সঙ্গে রবীন্দ্র জাডেজা চেন্নাইয়ের ম্যাজিক ট্রায়োর একজন এই আইপিএলে, ১৬ ম্যাচে ১০৬ রান তো করেইছেন, স্ট্রাইক রেট ছিল ১২০.৪৫, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৩১। ১৫টি উইকেট পেয়েছেন ৬.৩৫ ইকনমি রেটে। সেরা বোলিং ফিগার ৩/৯। তাঁকে ১০-এ ৮ দিতেই হবে।

১২ ১৬
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভাল না খেললেও যুজবেন্দ্র চহাল কিন্তু পারফরম্যান্সে ঘাটতি রাখেননি। ১৪ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন তিনি। ইকনমি রেট ছিল ৭.৮২। সেরা বোলিং ফিগার ৪/৩৮। তাঁকে ১০-এ ৮.৫ দিতেই হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভাল না খেললেও যুজবেন্দ্র চহাল কিন্তু পারফরম্যান্সে ঘাটতি রাখেননি। ১৪ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন তিনি। ইকনমি রেট ছিল ৭.৮২। সেরা বোলিং ফিগার ৪/৩৮। তাঁকে ১০-এ ৮.৫ দিতেই হবে।

১৩ ১৬
কাজে আসেনি চায়নাম্যান কুলদীপ যাদবের ভেল্কি। অথচ বিশ্বকাপে তিনি দলের স্পিন শক্তির স্তম্ভ বলা যেতেই পারে। ৯ ম্যাচে মাত্র ৪ উইকেট পেয়েছেন। ইকনমি রেট ছিল ৮.৬৬। সেরা বোলিং ফিগার ২/৪১। কুলদীপকে ১০-এ ৩-এর বেশি দেওয়া গেল না।

কাজে আসেনি চায়নাম্যান কুলদীপ যাদবের ভেল্কি। অথচ বিশ্বকাপে তিনি দলের স্পিন শক্তির স্তম্ভ বলা যেতেই পারে। ৯ ম্যাচে মাত্র ৪ উইকেট পেয়েছেন। ইকনমি রেট ছিল ৮.৬৬। সেরা বোলিং ফিগার ২/৪১। কুলদীপকে ১০-এ ৩-এর বেশি দেওয়া গেল না।

১৪ ১৬
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। ১৫ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন, ইকনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ২/২৪। ভুবি বিশ্বকাপে ভারতের পেস শক্তির বড় ভরসা। তাঁকে ১০-এ ৬-এর বেশি দেওয়া গেল না।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। ১৫ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন, ইকনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ২/২৪। ভুবি বিশ্বকাপে ভারতের পেস শক্তির বড় ভরসা। তাঁকে ১০-এ ৬-এর বেশি দেওয়া গেল না।

১৫ ১৬
কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে আইপিএল খেললেন মহম্মদ শামি। ১৪ ম্যাচে ১৯টি উইকেট পেলেন, ইকনমি রেট ছিল ৮.৬৮। সেরা বোলিং ফিগার ৩/২১। বিশ্বকাপের বোলিং শক্তির মূল স্তম্ভ আইপিএলের নিরিখে পেলেন ১০-এ ৮.৫।

কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে আইপিএল খেললেন মহম্মদ শামি। ১৪ ম্যাচে ১৯টি উইকেট পেলেন, ইকনমি রেট ছিল ৮.৬৮। সেরা বোলিং ফিগার ৩/২১। বিশ্বকাপের বোলিং শক্তির মূল স্তম্ভ আইপিএলের নিরিখে পেলেন ১০-এ ৮.৫।

১৬ ১৬
তিন ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বার বার। যশপ্রীত বুমরা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জ্বলে উঠলেন। ফাইলানেও দলের জয়ের কারণ তিনি। ১৬ ম্যাচে ১৯ উইকেট পেলেন, ইকনমি রেট ৬.৬৩। সেরা বোলিং ফিগার ৩/১০। বুমরাকে ১০-এ ৯ দিতেই হবে।

তিন ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বার বার। যশপ্রীত বুমরা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জ্বলে উঠলেন। ফাইলানেও দলের জয়ের কারণ তিনি। ১৬ ম্যাচে ১৯ উইকেট পেলেন, ইকনমি রেট ৬.৬৩। সেরা বোলিং ফিগার ৩/১০। বুমরাকে ১০-এ ৯ দিতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy