IPL 2019: Meet Riyan Parag of Assam who played for Rajasthan Royals this year dgtl
Riyan Parag
বাবা খেলতেন ধোনির সঙ্গে, মা সাঁতারু, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ১৭ বছরের এই কিশোরের হাতে পরাস্ত নাইটরা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই ছেলেটা এখনও ড্রাইভিং লাইসেন্স পায়নি। নেই ভোটদানের অধিকারও। কারণ বয়স তো মাত্র ১৭। কিন্তু এই ১৭ বছরের কিশোরই গলার কাঁটা হল কেকেআরের। মূলত তাঁর ব্যাটে ভর করেই ইডেনে জিতল রাজস্থান।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০৮:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই ছেলেটা এখনও ড্রাইভিং লাইসেন্স পায়নি। নেই ভোটদানের অধিকারও। কারণ বয়স তো মাত্র ১৭। কিন্তু এই ১৭ বছরের কিশোরই গলার কাঁটা হল কেকেআরের। মূলত তাঁর ব্যাটে ভর করেই ইডেনে জিতল রাজস্থান।
০২১৩
ব্যাট করার কিছু ক্ষণ পরেই আন্দ্রে রাসেলের বল হেলমেটে লাগল। হেলমেটটা খুলে এক বার দেখে নিয়ে আবার গার্ড নিয়ে দাঁড়িয়ে পড়লেন এই ‘খুদে’। ৩১ বলে ৪৭ করা এই ক্রিকেটারের নাম রিয়ান পরাগ।
০৩১৩
রিয়ানের বাবা অসমের রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার পরাগ দাস। তাঁর মা জাতীয় স্তরের সাঁতারু মিঠু বারুচ। এশীয় চ্যাম্পিয়নশিপ ও সাফ গেমসে প্রতিযোগীর সন্তানের ছোটবেলা কেটেছে খেলার মধ্যেই।
০৪১৩
২০০১ সালে জন্ম হওয়া রিয়ান আড়াই বছর বয়স থেকে বাবার সঙ্গে নেটে প্র্যাকটিস করতে যেতেন। ১১ বছর ৯ মাস বয়স থেকেই অসমের হয়ে খেলছেন তিনি।
০৫১৩
গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুলের মেধাবী ছাত্র বোর্ডের পরীক্ষায় রীতিমতো ভাল নম্বর নিয়ে পাশ করেছিলেন।
০৬১৩
ক্রিকেটের পাশাপাশি নাচ করতেও দিব্যি পছন্দ করেন তিনি। বই, প্লে স্টেশন আর স্পিকার ছাড়া কোথাও বেড়াতে যান না, কারণ বই আর গানও যে খুব পছন্দের পরাগের।
০৭১৩
২০১৭ সালে যুব টেস্টে অভিষেক হয়েছে রিয়ানের। সেখানে একটি ইনিংসে ৩৩ বলে ৫০ রান করেন। যুব টেস্ট ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম ৫০ রানের রেকর্ড। অনূর্ধ্ব ১৯-এ এর আগে বিরাট কোহালি ৩২ বলে ৫০ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।
০৮১৩
রাহুল দ্রাবিড়ের অত্যন্ত প্রিয় ছাত্র রিয়ান ২০১৮ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য। ৪টি ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করে ১৭ রান করেন, ৩ উইকেটও পান তিনি।
০৯১৩
২০১৭ সালে অসমের হয়ে টি২০-তে অভিষেক হয় তাঁর। দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে সেটিও রেকর্ড। তখন তাঁর বয়স ১৫ বছর ৮০ দিন। পঞ্চম কনিষ্ঠতম টি২০ ক্রিকেটার হিসাবে ডেবিউ করার বিশ্বরেকর্ডও সেটি।
১০১৩
২০১৭ সালেই ১৬ বছর ৭ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২১ শতকে জন্ম নেওয়া ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণিতে খেলা প্রথম ক্রিকেটার রিয়ান।
১১১৩
অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে চ্যালেঞ্জার টুর্নামেন্টে চার ইনিংসে ২০৭ রান করেন তিনি, এর মধ্যে একটি শতরান ও দু’টি অর্ধশতরান রয়েছে।
১২১৩
২০১৯ সালের আইপিএলে তাঁর বেস প্রাইজ ছিল ১০ লক্ষ। চেন্নাই সুপারকিংসের বিরুদ্ধে ডেবিউ হয় রিয়ানের। প্রয়াস রায় বর্মন ও আফগানিস্তানের মুজিবুর রহমানের পর আইপিএলে অভিষেক হওয়া তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার রিয়ান।
১৩১৩
২০০৭ সালে গুয়াহাটিতে একটা ম্যাচের পর ৬ বছর বয়সে বাবার এককালীন সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ছবি তোলেন রিয়ান, ছবিতে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। চলতি বছরে আইপিএল ডেবিউ ম্যাচে সেই ধোনিরই উইকেট নিলেন রিয়ান। ম্যাচ শেষে পান মাহির পরামর্শ।