Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাঁকড়ীয় আউট চান না বোল্ট

তা হলে রাসেলকে কি ভাবে নিষ্ক্রিয় রাখবে দিল্লি? মরিস বলেছেন, ‘‘ও একটু উঁচু শট নিতে ভালবাসে। সেই ব্যাপারটা মাথায় রেখে আমাদের বল করতে হবে ওর বিরুদ্ধে। আমি রাসেলের জন্য তৈরি থাকছি।’’

ট্রেন্ট বোল্ট।

ট্রেন্ট বোল্ট।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:২৪
Share: Save:

আন্দ্রে রাসেল ভুল করলেই তিনি পাল্টা আঘাত করবেন। কলকাতা নাইট রাইডার্স তারকাকে সতর্ক করে দিলেন ক্রিস মরিস।

শনিবার কেকেআরের বিরুদ্ধে খুব সম্ভবত প্রথম এগারোয় আসতে পারেন এই অলরাউন্ডার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মরিস বলেছেন, ‘‘রাসেল আক্ষরিক অর্থে এক দু্র্দান্ত ক্রিকেটার। তবে ওকে একটা কথা জানিয়ে রাখা ভাল। মাঠে ও সামান্য ভুল করলেই আমি পাল্টা আঘাত করব। ওকে খুব বেশি সুযোগ আমি দিতে চাই না।’’ তিনি মজার ভঙ্গিতে বলেছেন, ‘‘আমাকে হয়তো দেখতে হাঁসের মতো, কিন্তু মস্তিষ্ক সব সময়ে সচল থাকে। ক্রিকেটে খুব বেশি রহস্য আমার ভাল লাগে না। তাই রাসেলকে বেশি সময় উইকেটে থাকার সুযোগ দিতে চাই না আমরা। ওকে দ্রুত যাতে ফেরানো যায়, সে দিকে আমাদের চোখ থাকবে।’’

তা হলে রাসেলকে কি ভাবে নিষ্ক্রিয় রাখবে দিল্লি? মরিস বলেছেন, ‘‘ও একটু উঁচু শট নিতে ভালবাসে। সেই ব্যাপারটা মাথায় রেখে আমাদের বল করতে হবে ওর বিরুদ্ধে। আমি রাসেলের জন্য তৈরি থাকছি।’’ যদিও মরিস এও জানিয়ে দিতে ভোলেননি, রাসেলের সঙ্গে কেকেআর দলের বাকি ক্রিকেটারদের নিয়েও তাঁদের ভাবনা রয়েছে। মরিস বলেছেন, ‘‘শেষ দুই ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছে কেকেআর। ওদের দলীয় সংহতিটা অসাধারণ। ফলে শুধু রাসেলকে নিয়ে ভাবতে বসলে ভুল হবে। বাকিরাও যে কোনও সময়ে ম্যাচের রং পাল্টে দিতে পারে। উথাপ্পা, নীতীশ রানাদের নিয়েও পরিকল্পনা থাকবে।’’

চলতি আইপিএলে মরিস এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি। তবে নিজের প্রতি অগাধ আস্থা রয়েছে ৩১ বছরের দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের। তিনি বলেছেন, ‘‘নেটে প্রচুর পরিশ্রম করছি। সুযোগ পেলে সেটাই কাজে লাগাতে হবে।’’ শনিবারের ম্যাচে স্পিনাররাও বড় ভূমিকা নিতে পারেন বলে অনেকে মনে করছেন। নাইট শিবিরে যেমন থাকছেন কুলদীপ যাদব, সুনীল নারাইন, পীযূষ চাওলা, দিল্লির অস্ত্র অভিজ্ঞ অমিত মিশ্র এবং বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। মরিস বলেছেন, ‘‘মাঝের ওভারগুলোতে স্পিনাররা বড় ভূমিকা নিয়ে থাকে। শেষ ম্যাচে অমিত ভাল বোলিং করেছে। ও আমাদের দলের অন্যতম সেরা অস্ত্র। তবে ভাল রান হাতে থাকলে কেকেআরকে চাপে রাখা যাবে। আমাদের ব্যাটসম্যানদের তা নিয়েও সতর্ক থাকতে হবে।’’

দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম পেস-অস্ত্র ট্রেন্ট বোল্ট বলেছেন, ‘‘প্রথম পাওয়ার প্লে-তে নাইটদের রান তোলার গতিতে রাশ টানতে পারলে কাজ অনেক সহজ হয়ে যাবে। আমি ব্যক্তিগত ভাবে সেটা নিয়েই বেশি ভাবছি। নাইটদের ওপেনিং জুটিকে দ্রুত ফেরাতো হবে’’ আর অশ্বিনের ‘মাঁকড়ীয় আউট’ নিয়ে বোল্ট বলেছেন, ‘‘মনে হয় না, ক্রিকেটে এই ধরনের আউট করার প্রয়োজন রয়েছে। আমি এই ধরনের ক্রিকেট দর্শনে খুব একটা আস্থা রাখি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE