সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার পর থেকেই সমালোচিত হয়েছেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। গৌতম গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, সাফল্য পেতে হলে ব্যাঙ্গালোরের উচিত কোহালিকে নেতৃত্ব থেকে সরানো। ব্যাঙ্গালোরের এই বিপর্যয়ের কারণ কী?
কোহালিদের প্রাক্তন বোলিং কোচ আশিস নেহরার মতে, কোহালি ও এবি ডিভিলিয়ার্সের উপরে ব্যাঙ্গালোর বেশি মাত্রায় নির্ভরশীল। প্রতি বারের নিলামে দলে পরিবর্তন আনা হয়। তার প্রভাব পড়ে মাঠে।
নেহরা বলেছেন, “ব্যাঙ্গালোর দলের মেরুদণ্ড দু’জন। বিরাট কোহালি আর এবি ডিভিলিয়ার্স। ওদের দু'জনকে কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হয়। এটা সঠিক চিন্তা নয়।”