রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটে রান পাননি। কিন্তু উইকেট কিপিং করার সময়ে চার-চারটি ক্যাচ ধরেছেন দীনেশ কার্তিক। তার মধ্যে একটি হয়তো এ বারের আইপিএলের সেরা ক্যাচ।
প্যাট কামিন্সের বলে শরীর ছুড়ে বেন স্টোকসের অবিশ্বাস্য ক্যাচ ধরেন কার্তিক। সেই ক্যাচ নিয়ে দারুণ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এই ক্যাচের জন্য চাপা পড়ে গিয়েছে কার্তিকের আরও একটি সাফল্য। উইকেট কিপার হিসেবে আইপিএলে সব চেয়ে বেশি ক্যাচ ধরার মালিক এখন তিনিই। গতকালই মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গিয়েছেন কার্তিক।
রাজস্থানের বিরুদ্ধে চারটি ক্যাচ ধরায় কলকাতা নাইট রাইডার্স উইকেট কিপারের ক্যাচের সংখ্যা এখন ১১০। ধোনির ১০৯। ৬৬টি ক্যাচ ধরে তৃতীয় স্থানে পার্থিব পটেল। একটি ক্যাচ কম ধরে নমন ওঝা চারে।