Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Black Lives Matter

বর্ণবৈষম্য নিয়ে হার্দিকের প্রতিবাদে সমর্থন পোলার্ডের

১৯তম ওভারে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করার পরেই মাঠে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনে অংশ নেন তিনি

সরব: হাঁটু মুড়ে কৃষ্ণাঙ্গদের লড়াইকে সমর্থন হার্দিকের। টুইটার

সরব: হাঁটু মুড়ে কৃষ্ণাঙ্গদের লড়াইকে সমর্থন হার্দিকের। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০২:৫৮
Share: Save:

আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‍‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (বিএলএম)আন্দোলনে সমর্থন জানালেন মুম্বই ইন্ডিয়ান্স অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠেই হাঁটু মুড়ে বসে, মুষ্ঠিবদ্ধ হাত তুলে এই প্রতীকী প্রতিবাদে অংশ নেন তিনি।

ম্যাচে ২১ বলে ঝোড়ো ৬০ রান করেছিলেন হার্দিক। ১৯তম ওভারে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করার পরেই মাঠে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনে অংশ নেন তিনি। যা দেখে সমর্থন জানান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক কায়রন পোলার্ড। তিনিও তাঁর ডান হাতের মুষ্ঠি উপরে তুলে ধরেন। ম্যাচের পরে তাঁর এই প্রতিবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হার্দিক লেখেন, ‍‘‍‘#ব্ল্যাকলাইভসম্যাটার।’’

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার এ প্রসঙ্গে নিজের হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, আইপিএলে তিনি কাউকে দেখেননি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট আন্দোলনকে সমর্থন করতে। তিনি বলেছিলেন, ‍‘‍‘বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‍‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে কাউকেই এখনও প্রতিবাদ জানাতে দেখিনি। যা সত্যিই দুঃখের বিষয়। আমার মনে হয়, এ ব্যাপারে ফের সকলের দৃষ্টি আকর্ষণ করে বোঝানো দরকার গোটা বিশ্বে বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানিয়ে কী হচ্ছে।’’

আরও পড়ুন: টানা পাঁচ ম্যাচে জয়, কলকাতাকে সরিয়ে চারে পঞ্জাব

গত গ্রীষ্মে আমেরিকার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে বিশ্ব জুড়ে প্রতিবাদ উঠেছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে। এর পরেই ইংল্যান্ড সফরে গিয়ে হাঁটু মুড়ে বসে এই প্রতিবাদ দেখান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। তবে এর পরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডে এই প্রতিবাদ দেখা যায়নি। যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিং।

আইপিএলে হার্দিকের প্রথম এই প্রতিবাদে আলোড়িত ক্রিকেটমহল। কায়রন পোলার্ডের মতো অনেকেই ধন্যবাদ জানিয়েছেন হার্দিককে।

জিততেই হবে হায়দরাবাদকে: চার বছর আগে সব প্রতিকূলতা অতিক্রম করে পাঁচ দিনের ব্যবধানে তিন ম্যাচ জিতে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। এ বারও ফের টানা তিন ম্যাচ জেতার কঠিন পরীক্ষা ডেভিড ওয়ার্নারের দলের সামনে। তবে এ বার টানা তিন ম্যাচ জিতলে তাঁরা ট্রফি বা প্লে-অফ নিশ্চিত করতে পারবেন না। কেবল প্রথম চারে থাকার সম্ভাবনা তৈরি হতে পারে।

এই অবস্থাতেই আজ, মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ।

শেষ দুই ম্যাচে জেতেনি দিল্লি। যা মানসিক শক্তি বাড়াচ্ছে হায়দরাবাদের। কিন্তু দিল্লি কোচ রিকি পন্টিং জানেন, লিগ পর্যায়ের শেষ প্রান্তে এসে টানা হার তাঁর দলের পক্ষে ভাল নয়। তাই সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে নিতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE