Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2021

দলে এলেন শাকিব, ভাজ্জি, কাটিং… দেখে নিন নাইট রাইডার্সের সম্পূর্ণ দল

দু’বার আইপিএল জেতা কলকাতার দলের লক্ষ্য থাকবে তৃতীয় বারের জন্য লিগ জিতে নেওয়া। সেই লক্ষ্যে কেমন হল কলকাতার দল? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৩
Share: Save:
০১ ২৬
মর্গ্যান, কামিন্স, রাসেলরা তো ছিলেনই, নিলামে শাকিব, হরভজনদের কিনে নিয়ে ঘর গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। দু’বার আইপিএল জেতা কলকাতার দলের লক্ষ্য থাকবে তৃতীয় বারের জন্য লিগ জিতে নেওয়া। সেই লক্ষ্যে কেমন হল কলকাতার দল? দেখে নেওয়া যাক।

মর্গ্যান, কামিন্স, রাসেলরা তো ছিলেনই, নিলামে শাকিব, হরভজনদের কিনে নিয়ে ঘর গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। দু’বার আইপিএল জেতা কলকাতার দলের লক্ষ্য থাকবে তৃতীয় বারের জন্য লিগ জিতে নেওয়া। সেই লক্ষ্যে কেমন হল কলকাতার দল? দেখে নেওয়া যাক।

০২ ২৬
ইওন মর্গ্যান: ২০১৫ সালে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন ইওন। প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন তিনি। ২০২০ সালে তিনি নাইটদের দলে আসেন। এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে ১২৭২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৬.৩১।

ইওন মর্গ্যান: ২০১৫ সালে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন ইওন। প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন তিনি। ২০২০ সালে তিনি নাইটদের দলে আসেন। এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে ১২৭২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৬.৩১।

০৩ ২৬
দীনেশ কার্তিক: গৌতম গম্ভীর বেরিয়ে যাওয়ার পর পরই দলে দীনেশের প্রবেশ হয়। ২০১৮ সালে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে কেনে নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১৯৬টি ম্যাচ খেলে ৩৮২৩ রান করেছেন দীনেশ। তাঁর স্ট্রাইক রেট ১২৯.৩৬।

দীনেশ কার্তিক: গৌতম গম্ভীর বেরিয়ে যাওয়ার পর পরই দলে দীনেশের প্রবেশ হয়। ২০১৮ সালে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে কেনে নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১৯৬টি ম্যাচ খেলে ৩৮২৩ রান করেছেন দীনেশ। তাঁর স্ট্রাইক রেট ১২৯.৩৬।

০৪ ২৬
নীতীশ রানা: ২০১৮ সালে নাইটদের দলে আসেন নীতীশ। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় নাইট রাইডার্স। তার পর থেকে নাইটদের হয়েই খেলছেন তিনি। আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে ৬০টি ম্যাচ, ১৪৩৭ রান এবং ১৩৫.৫৬ স্ট্রাইক রেট। বল হাতেও কার্যকরী তিনি।

নীতীশ রানা: ২০১৮ সালে নাইটদের দলে আসেন নীতীশ। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় নাইট রাইডার্স। তার পর থেকে নাইটদের হয়েই খেলছেন তিনি। আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে ৬০টি ম্যাচ, ১৪৩৭ রান এবং ১৩৫.৫৬ স্ট্রাইক রেট। বল হাতেও কার্যকরী তিনি।

০৫ ২৬
শুভমন গিল: ২০ বছরের শুভমনের জন্ম পঞ্জাবে। ২০১৮ সাল থেকে নাইটদের হয়েই মাঠে নামছেন তিনি। ১ কোটি ৮০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় নাইটরা। এখনও পর্যন্ত ৪১টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৫।

শুভমন গিল: ২০ বছরের শুভমনের জন্ম পঞ্জাবে। ২০১৮ সাল থেকে নাইটদের হয়েই মাঠে নামছেন তিনি। ১ কোটি ৮০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় নাইটরা। এখনও পর্যন্ত ৪১টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৫।

০৬ ২৬
রিঙ্কু সিংহ: রিঙ্কুকেও ২০১৮ সালে কিনে নেয় নাইট। ১০১ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭৭ রান করা এই বাঁহাতি খেলোয়াড়ের দাম ৮০ লক্ষ টাকা।

রিঙ্কু সিংহ: রিঙ্কুকেও ২০১৮ সালে কিনে নেয় নাইট। ১০১ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭৭ রান করা এই বাঁহাতি খেলোয়াড়ের দাম ৮০ লক্ষ টাকা।

০৭ ২৬
রাহুল ত্রিপাঠি: শেষ আইপিএল নিলামে এই ব্যাটসম্যানকে হাতে পায় কেকেআর। নিলামে তাঁর দাম ওঠে ৬০ লক্ষ টাকা। ৪৫টি ম্যাচ খেলে ৯৮৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৪।

রাহুল ত্রিপাঠি: শেষ আইপিএল নিলামে এই ব্যাটসম্যানকে হাতে পায় কেকেআর। নিলামে তাঁর দাম ওঠে ৬০ লক্ষ টাকা। ৪৫টি ম্যাচ খেলে ৯৮৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৪।

০৮ ২৬
কমলেশ নাগরকোটি: ২০১৮ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেন কমলেশ। সে বছরই কেকেআর তাঁকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয়। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন এই বোলার। স্ট্রাইক রেট ৩১।

কমলেশ নাগরকোটি: ২০১৮ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেন কমলেশ। সে বছরই কেকেআর তাঁকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয়। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন এই বোলার। স্ট্রাইক রেট ৩১।

০৯ ২৬
কুলদীপ যাদব: ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কুলদীপকে কেনে কেকেআর। চায়নাম্যান কুলদীপ এখনও পর্যন্ত ৪৫টি ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ২২।

কুলদীপ যাদব: ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কুলদীপকে কেনে কেকেআর। চায়নাম্যান কুলদীপ এখনও পর্যন্ত ৪৫টি ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ২২।

১০ ২৬
লকি ফার্গুসন: ১ কোটি ৬০ লক্ষ টাকায় ২০১৯ আইপিএল নিলামে তাঁকে দলে নেয় কেকেআর। ১৪ ম্যাচে ২৯৯ বল করে ১১টি উইকেট নিয়েছেন এই বোলার। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২৭।

লকি ফার্গুসন: ১ কোটি ৬০ লক্ষ টাকায় ২০১৯ আইপিএল নিলামে তাঁকে দলে নেয় কেকেআর। ১৪ ম্যাচে ২৯৯ বল করে ১১টি উইকেট নিয়েছেন এই বোলার। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২৭।

১১ ২৬
প্যাট কামিন্স: ২০২০ আইপিএল নিলামে সবচেয় দামি খেলোয়াড়। সাড়ে ১৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় কেকেআর। এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ২৩।

প্যাট কামিন্স: ২০২০ আইপিএল নিলামে সবচেয় দামি খেলোয়াড়। সাড়ে ১৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় কেকেআর। এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ২৩।

১২ ২৬
প্রসিদ্ধ কৃষ্ণ: ২০১৮ সাল থেকে আইপিএল শুরু করা প্রসিদ্ধ ২৪ ম্যাচে ৫১৫ বল করেছেন। উইকেট নিয়েছেন ১৮টি। এই বোলারের স্ট্রাইক রেট ২৮।

প্রসিদ্ধ কৃষ্ণ: ২০১৮ সাল থেকে আইপিএল শুরু করা প্রসিদ্ধ ২৪ ম্যাচে ৫১৫ বল করেছেন। উইকেট নিয়েছেন ১৮টি। এই বোলারের স্ট্রাইক রেট ২৮।

১৩ ২৬
সন্দীপ ওয়ারিয়র: ২০১৯ সালে কেকেআর তাঁকে দলে নেয়। আইপিএলে ৪টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন।

সন্দীপ ওয়ারিয়র: ২০১৯ সালে কেকেআর তাঁকে দলে নেয়। আইপিএলে ৪টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন।

১৪ ২৬
শিবম মাভি: ২০১৮ সালের নিলামে ৩ কোটি টাকায় এই পেসারকে কিনে নেয় কেকেআর। এখনও পর্যন্ত ১৭টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ২৩। উইকেট নিয়েছেন ১৪টি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২৩।

শিবম মাভি: ২০১৮ সালের নিলামে ৩ কোটি টাকায় এই পেসারকে কিনে নেয় কেকেআর। এখনও পর্যন্ত ১৭টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ২৩। উইকেট নিয়েছেন ১৪টি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২৩।

১৫ ২৬
বরুণ চক্রবর্তী: স্পিনার বরুণকে ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কেনার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই মরসুমের পঞ্জাব দলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনিই। ২০২০ সালে কেকেআর তাঁকে দলে নেয়। ১৪ ম্যাচ এবং ১৮টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং স্ট্রাইক রেট ১৮।

বরুণ চক্রবর্তী: স্পিনার বরুণকে ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কেনার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই মরসুমের পঞ্জাব দলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনিই। ২০২০ সালে কেকেআর তাঁকে দলে নেয়। ১৪ ম্যাচ এবং ১৮টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং স্ট্রাইক রেট ১৮।

১৬ ২৬
আন্দ্রে রাসেল: অলরাউন্ডার এই ক্যারিবিয়ান খেলোয়াড় এখনও পর্যন্ত আইপিএলে ৭৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৫১৭ এবং স্ট্রাইক রেট ১৮২।

আন্দ্রে রাসেল: অলরাউন্ডার এই ক্যারিবিয়ান খেলোয়াড় এখনও পর্যন্ত আইপিএলে ৭৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৫১৭ এবং স্ট্রাইক রেট ১৮২।

১৭ ২৬
সুনীল নারিন: অলরাউন্ডার সুনীল এখনও পর্যন্ত ১২০টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ১৬৪ স্ট্রাইক রেটে রান করেছেন ৮৯২। উইকেট নিয়েছেন ১২৭টি।

সুনীল নারিন: অলরাউন্ডার সুনীল এখনও পর্যন্ত ১২০টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ১৬৪ স্ট্রাইক রেটে রান করেছেন ৮৯২। উইকেট নিয়েছেন ১২৭টি।

১৮ ২৬
টিম সেইফার্ট: কেকেআর দলে নতুন নাম লিখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মূলত উইকেটকিপার। এখনও পর্যন্ত আইপিএলে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর।

টিম সেইফার্ট: কেকেআর দলে নতুন নাম লিখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মূলত উইকেটকিপার। এখনও পর্যন্ত আইপিএলে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর।

১৯ ২৬
শাকিব অল হাসান (৩ কোটি ২০ লক্ষ টাকা) : ২০১১ সালে কেকেআর-এর হয়েই খেলেছেন শাকিব। তার পর হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছিল। নিলামে তাঁকে ফের কিনে নিল কলকাতা।

শাকিব অল হাসান (৩ কোটি ২০ লক্ষ টাকা) : ২০১১ সালে কেকেআর-এর হয়েই খেলেছেন শাকিব। তার পর হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছিল। নিলামে তাঁকে ফের কিনে নিল কলকাতা।

২০ ২৬
হরভজন সিংহ (২ কোটি) : ২ কোটি টাকায় ৪০ বছরের এই স্পিনারকে দলে নিয়েছে কেকেআর। এখনও পর্যন্ত ১৬০টি ম্যাচে ৩৩৭৪ বল করে ১৫০টি উইকেট নেন তিনি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২২। রান করেছেন ৮২৯।

হরভজন সিংহ (২ কোটি) : ২ কোটি টাকায় ৪০ বছরের এই স্পিনারকে দলে নিয়েছে কেকেআর। এখনও পর্যন্ত ১৬০টি ম্যাচে ৩৩৭৪ বল করে ১৫০টি উইকেট নেন তিনি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২২। রান করেছেন ৮২৯।

২১ ২৬
বেন কাটিং (৭৫ লক্ষ) : অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে চলতি আইপিএল মরসুমে ৭৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

বেন কাটিং (৭৫ লক্ষ) : অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে চলতি আইপিএল মরসুমে ৭৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

২২ ২৬
করুণ নায়ার (৫০ লক্ষ): ২৯ বছরের এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলে ১৪৮০ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৮। ৫০ লক্ষ টাকায় কেকেআর কিনল তাঁকে।

করুণ নায়ার (৫০ লক্ষ): ২৯ বছরের এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলে ১৪৮০ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৮। ৫০ লক্ষ টাকায় কেকেআর কিনল তাঁকে।

২৩ ২৬
পবন নেগি (৫০ লক্ষ) : স্পিনার পবনকে সম্প্রতি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২১।

পবন নেগি (৫০ লক্ষ) : স্পিনার পবনকে সম্প্রতি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং স্ট্রাইক রেট ২১।

২৪ ২৬
শেলডন জ্যাকসন (২০ লক্ষ) : উইকেটকিপার-ব্যাটসম্যান শেলডনকে ২০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর। ৪টি ম্যাচে ৩৮ রান করা শেলডনের স্ট্রাইক রেট ১২২।

শেলডন জ্যাকসন (২০ লক্ষ) : উইকেটকিপার-ব্যাটসম্যান শেলডনকে ২০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর। ৪টি ম্যাচে ৩৮ রান করা শেলডনের স্ট্রাইক রেট ১২২।

২৫ ২৬
ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ) : মধ্যপ্রদেশ ক্রিকেট দলের হয়ে খেলেন অলরাউন্ডার ভেঙ্কটেশ। এই প্রথম আইপিএলে খেলবেন তিনি। তাঁর মূল্য ২০ লক্ষ টাকা।

ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ) : মধ্যপ্রদেশ ক্রিকেট দলের হয়ে খেলেন অলরাউন্ডার ভেঙ্কটেশ। এই প্রথম আইপিএলে খেলবেন তিনি। তাঁর মূল্য ২০ লক্ষ টাকা।

২৬ ২৬
বৈভব অরোরা (২০ লক্ষ) : ২০ লক্ষ টাকায় বৈভবকে দলে নেয় কেকেআর। বৈভবও এই প্রথম আইপিএলে খেলবেন।

বৈভব অরোরা (২০ লক্ষ) : ২০ লক্ষ টাকায় বৈভবকে দলে নেয় কেকেআর। বৈভবও এই প্রথম আইপিএলে খেলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE