Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ অক্টোবর ২০২১ ই-পেপার

খেলা

IPL 2021: মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে গিয়ে বিয়ের প্রস্তাব, কার সঙ্গে বাগদান সারলেন দীপক চাহার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৮ অক্টোবর ২০২১ ০৯:৪০
বৃহস্পতিবার আইপিএল-এর ম্যাচের মাঝেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার।

চেন্নাই সুপার কিংসের এই জোরে বোলার গ্যালারিতে উঠে গিয়ে বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন।
Advertisement
জয়া অপেক্ষা করাননি দীপককে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। দু’জনের আঙটি বদল হয়। গ্যালারিতে যাঁরা ছিলেন, হাততালি দিয়ে দু’জনকে অভিনন্দন জানান।

দীপকের বাগদানের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট এবং বিনোদন জগতের সম্পর্ক আরও মজবুত হল। জয়া হলেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন।
Advertisement
সিদ্ধার্থ ‘বিগ বস ৫’ এবং ‘স্প্লিটস ভিলা ২’-তে অংশ নিয়েছেন।

দিল্লিতে জন্ম জয়ার। তিনি কর্মসূত্রে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত।

চাহারের সঙ্গেও বলিউডের যোগ রয়েছে। তিনি মডেল ও অভিনেত্রী মালতী চাহারের ভাই। আর এক ভাই রাহুল অবশ্য ক্রিকেটার। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন।

সম্প্রতি গোটা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জয়ার পরিচয় করিয়ে দেন দীপক।

মনে করা হচ্ছে যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল, হার্দিক পাণ্ড্যর পর খুব শিঘ্রই চাহারেরও বিয়ের ফুল ফুটবে।

আইপিএল শেষ হওয়ার পরে দুবাই থেকেই ফিরেই দু’জনের বিয়ে করার কথা।