এ বারের আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। রবিবার গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
ক্রিকেটমহলে আগে থেকেই জল্পনা চলছিল, ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হবে ফাইনাল। গভর্নিং কাউন্সিলের এ দিনের বৈঠকে তাতেই সিলমোহর পড়ল। অন্যান্য বার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার। এ বার তা হবে মঙ্গলবার। প্রথম বার প্রথা ভেঙে তা হতে চলেছে সপ্তাহের মাঝখানে, একটি ব্যস্ত দিনে। ম্যাচ এগিয়ে আনা হয়েছে আধ ঘন্টা। আইপিএলে রাতের ম্যাচ শুরু হবে সাড়ে সাতটায়।
ঠিক হয়েছে, প্রত্যেক দলের স্কোয়াডে থাকবে ২৪ জন ক্রিকেটার। কোভিড-১৯ পরিবর্ত নেওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তা যত জন দরকার, তত জন নেওয়া যাবে।