Advertisement
E-Paper

ঋষভে মুগ্ধ তেন্ডুলকর থেকে বিগ বি

শুধু ফিরোজ শাহ কোটলাই মাতিয়ে গেলেন না তিনি। ঋষভ পন্থের একটা ইনিংস নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেল ক্রিকেট দুনিয়ায়। দিল্লি তরুণের ৪৩ বলে ৯৭ রানের তাণ্ডব দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০৪:১১
Share
Save

শুধু ফিরোজ শাহ কোটলাই মাতিয়ে গেলেন না তিনি। ঋষভ পন্থের একটা ইনিংস নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেল ক্রিকেট দুনিয়ায়। দিল্লি তরুণের ৪৩ বলে ৯৭ রানের তাণ্ডব দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়।

টিভি-তে ঋষভের আউট হয়ে ফেরার দৃশ্য ক্যামেরাবন্দি করে টুইট করেছেন সচিন। সঙ্গে লিখেছেন, ‘‘আইপিএলে আমার দেখা অন্যতম সেরা ইনিংস। আর আমি কিন্তু দশটা আইপিএল ধরেই বলছি।’’

ঋষভের সঙ্গে সঞ্জু স্যামসনের ইনিংসও মুগ্ধ করেছে সৌরভকে। ভারতের প্রাক্তন অধিনায়কের টুইট, ‘‘ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন...ওয়াহ...টিমদের বলছি, এই দু’জনের ওপর নজর রাখো। ওরা কিন্তু স্পেশ্যাল...।’’

আরও পড়ুন: জীবনের সেরা ইনিংস খেলে রাজধানীতে ঋষভ উদয়

দুই প্রতিভাবান তরুণের ভয়ডরহীন ক্রিকেট দেখে বিস্মিত প্রাক্তনরা। বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘যে সব ব্যাটসম্যানের নিজেদের ওপর দারুণ আস্থা থাকে আর সঙ্গে থাকে বিগ হিট নেওয়ার বিশেষ ক্ষমতা, তাদের আমার সব সময় ভাল লাগে।’’ দিল্লিরই আর এক ব্যাটসম্যান, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের টুইট, ‘‘তারুণ্যের উদ্দীপনার সঙ্গে প্রবীণদের ঠান্ডা মাথা। কী দুর্দান্ত পার্টনারশিপ হল ঋষভ আর সঞ্জুর!’’

শুধু প্রাক্তন ক্রিকেটাররাই নন, ঋষভের ব্যাটিংয়ে মজে গিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। তাঁর টুইট, ‘‘উফফফ...কী ইনিংস খেলল ঋষভ পন্থ। একশো হয়নি বলে ভেবো না। আমাদের কাছে এটা একশোর চেয়েও দামি।’’

Rishabh Pant DD Sachin Tendulkar IPL 10 IPL 2017 Cricket

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}