Advertisement
২৫ এপ্রিল ২০২৪
KKR

KKR: পাঁচ কারণ: কেন দিল্লি ক্যাপিটালসের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স

আবার হারল কলকাতা। ঠিক কোন জায়গায় তারা আটকে গেল দিল্লির কাছে? পাঁচ কারণ খুঁজে বার করল আনন্দবাজার অনলাইন।

হতাশ কেকেআর।

হতাশ কেকেআর। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২৩:২২
Share: Save:

টানা পাঁচ ম্যাচে হারল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের কাছে তারা হারল চার উইকেটে। এই ম্যাচে ঠিক কোন কোন জায়গায় হারতে হল কলকাতাকে? পাঁচ কারণ খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন।

এক, আরও একবার ব্যাটিং ব্যর্থতা। মাত্র তিন জন ব্যাটার দু’অঙ্কের রান পান।

দুই, শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো। অষ্টম ওভারের মধ্যে ৩৪ রানে চার উইকেট হারায় কলকাতা।

তিন, আগের ম্যাচগুলোর মতোই পাওয়ার প্লে-র সুবিধে নিতে না পারা। প্রথম ছ’ওভারে মাত্র ৩৯ রান ওঠে। ১০ ওভারে চার উইকেটে ৫৬ রান ওঠে।

চার, কলকাতার গোটা ইনিংসে মাত্র ১০টি চার ও চারটি ছয় হয়। রানা ছাড়া কেউ ছয় মারতে পারেননি।

পাঁচ, শুরুতে ডেভিড ওয়ার্নারের ২৬ বলে ৪২ রান এবং পরে রোভম্যান পাওয়েলের ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস হারিয়ে দেয় কলকাতাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR DC IPL IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE