Advertisement
৩০ এপ্রিল ২০২৪
কলকাতার ক্রিকেটারদের উচ্ছ্বাস।

কলকাতার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২৩:২৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২৩:২৮ key status

জয় কেকেআরের

টান টান ম্যাচে শেষ পর্যন্ত ৪ রানে ম্যাচ জিতল কেকেআর। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২২:৪১ key status

উইকেট নিলেন নারাইন

অবশেষে উইকেট নিলেন সুনীল নারাইন। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে ফিরলেন রাহুল ত্রিপাঠী। চতুর্থ উইকেট হারাল হায়দরাবাদ। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২২:৩৪ key status

আউট মার্করাম

বরুণ চক্রবর্তীর বলে আউট আইডেন মার্করাম। বড় শট মারতে গিয়েছিলেন হায়দরাবাদের ব্যাটার। সামনে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন রিঙ্কু সিংহ। ১৮ রানে ফিরলেন মার্করাম। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২২:২০ key status

সহজ ক্যাচ ফেললেন বরুণ

নারাইনের বল রাহুলের ব্যাটের কানায় লেগে উঠে গিয়েছিল। অনেক ক্ষণ সময় পেয়েও বল বরুণের হাত থেকে ফসকে গেল।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২২:১৩ key status

আউট অভিষেক

ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা অভিষেককে ফেরালেন রাসেল। শর্ট বল পুল করেছিলেন অভিষেক। ডিপ ফাইন লেগে ক্যাচ বরুণের।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২২:০৩ key status

আউট মায়াঙ্ক

রান দেওয়ার পর অবশেষে উইকেট নিলেন হর্ষিত। রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট মায়াঙ্ক (৩২)।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২১:৪৫ key status

২ ওভারে ১৭-০ হায়দরাবাদ

প্রথম দু’ওভারে ১৭ রান উঠল। হর্ষিত রানার ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে আউট দেওয়া হয়েছিল। কিন্তু ডিআরএসের পর সিদ্ধান্ত বদলানো হয়।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২১:১৯ key status

২০৮-৭ তুলল কলকাতা

শেষ ওভারে ভাল বল করলেন নটরাজন। তাই আরও বেশি রান ওঠাতে পারল না কলকাতা। ইনিংস থামল ২০৮-৭ স্কোরে। রাসেল অপরাজিত থাকলেন ৬৪ রানে।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২১:১৫ key status

আউট রিঙ্কু

শেষ ওভারের প্রথম বলে নটরাজনকে ছয় মারতে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু বাউন্ডারির ধারে ক্যাচ ধরে নিলেন মার্করাম। ২৩ রানে ফিরলেন রিঙ্কু।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২১:১৩ key status

থামানো যাচ্ছে না রাসেলকে

ওয়েস্ট ইন্ডিজ়‌ের ক্রিকেটার নিজের সেরা ফর্ম নিয়ে নেমেছেন। কোনও বোলারকেই রেয়াত করছেন না। ২০ বলে ৫০ করে ফেললেন তিনি। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:৫৫ key status

তিন ছক্কা রাসেলের

স্পিনার আসতেই স্বমূর্তিতে রাসেল। মারকান্ডেকে এক ওভারে তিনটি ছক্কা মারলেন তিনি।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:৪৬ key status

আউট সল্ট

মারকান্ডের বলে নীচু হয়ে পুল করতে গিয়েছিলেন সল্ট। ডিপ মিডউইকেট থেকে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ নিলেন জানসেন।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:৪১ key status

সল্টের অর্ধশতরান

কলকাতার হয়ে অভিষেকেই ভরসা দিলেন সল্ট। অর্ধশতরান করলেন ইংরেজ ব্যাটার।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:৩৭ key status

ফিরলেন রমনদীপ

ফিরে এসেই হায়দরাবাদকে সাফল্য এনে দিলেন কামিন্স। তবে কৃতিত্ব প্রাপ্য মারকান্ডে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলেন তিনি। ৩৫ রানে ফিরলেন রমনদীপ।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:৩৩ key status

ভাল খেলছেন রমনদীপ

চাপের মুখে ঠান্ডা মাথার পরিচয় দিচ্ছেন রমনদীপ। কেকেআরের অখ্যাত ক্রিকেটার চাপের মুখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:২২ key status

ক্রিজ়ে সল্ট-রমনদীপ

ওপেনার সল্ট শুরু থেকেই খেলছেন। কিন্তু রান বেশি তুলতে পারছেন না। রমনদীপও ধরে খেলার চেষ্টা করছেন।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:১২ key status

আউট নীতীশ

বাঁ হাতি নীতীশ ডান হাতি হয়ে শট খেলতে গেলেন। ক্যাচ দিলেন ত্রিপাঠির হাতে। বোলার মারকান্ডে।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ২০:১০ key status

খেলছেন নীতীশ-সল্ট

তবে রান তোলার গতি অনেক কম হয়ে গিয়েছে। দু’জনেই আপাতত ধরে খেলার দিকে মন দিয়েছেন।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৯:৫৩ key status

চাপে কলকাতা

পর পর উইকেট হারিয়ে বেশ চাপে কলকাতা। রান তোলার যে গতি উঠেছিল তা কমতে বাধ্য।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৯:৫২ key status

একের পর এক উইকেট হারাচ্ছে কলকাতা

বেঙ্কটেশ আয়ার প্রথমে ক্যাচ দিয়ে ফিরলেন। শ্রেয়স আয়ার নামলেন। কিন্তু কলকাতার হয়ে দু’বছর পর নেমে কোনও রানই করতে পারলেন না শ্রেয়স। নটরাজনের বলে ০ রানে ফিরলেন তিনি। ক্যাচ ধরলেন হায়দরাবাদের অধিনায়ক কামিন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE