Advertisement
০৬ মে ২০২৪
ভাল খেলে আউট হয়ে গেলেন নীতীশ রানা।

ভাল খেলে আউট হয়ে গেলেন নীতীশ রানা। ছবি: আইপিএল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২৩:১৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২৩:১৫ key status

কলকাতার হার

২৩ রানে হারল কলকাতা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২২:২৪ key status

আউট রাসেল

ব্যাট হাতে আবার ব্যর্থ রাসেল। মারকান্ডের বলে বড় শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দিলেন জানসেনের হাতে। ৩ রানে ফিরলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২২:০০

উমরানের এক ওভারে ২৮ রান

নীতীশ রানা এক ওভারে ২৮ রান নিলেন। উমরানের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মারলেন কেকেআর অধিনায়ক।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:৪৯ key status

পর পর দু’বলে দু’উইকেট হারাল কলকাতা

একের পর এক উইকেট হারাচ্ছে কলকাতা। জানসেনের বলে পর পর দু’বলে দু’উইকেট হারাল নাইটরা। তিন উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:৩৩ key status

শুরুতেই আউট গুরবাজ়

প্রথম ওভারেই আউট গুরবাজ়। ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফিরলেন কেকেআরের ওপেনার।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:১৭ key status

২২৯ রানের লক্ষ্য কলকাতার সামনে

কলকাতার বিরুদ্ধে ২২৮ রান করল হায়দরাবাদ। বড় রান তুলে কলকাতাকে চাপে ফেলে দিল। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:১৪ key status

ব্রুকের ১০০

৫৫ বলে ১০০ রান করলেন ব্রুক। ইডেনে শতরান করলেন তিনি। ১২টি চার এবং তিনটি ছক্কা মারেন ব্রুক।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:০৭

১৯ ওভারে ২১৫ রান

২১৫ রান তুলে ফেলল হায়দরাবাদ। বড় রানের লক্ষ্য পেতে চলেছে কলকাতা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:০৪ key status

আউট অভিষেক

১৭ বলে ৩২ রান করলেন অভিষেক। রাসেলের বলে ক্যাচ দিলেন তিনি। আবার চোট রাসেলের। মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২০:৫৭

কলকাতার বিরুদ্ধে বড় রান হায়দরাবাদের

১৮ ওভারেই ২০০ রান হায়দরাবাদের। তিন উইকেট হারালেও রানের গতি কমেনি তাদের।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২০:৩২ key status

আউট মার্করাম

বরুণ চক্রবর্তীর বলে আউট মার্করাম। ক্যাচ নিলেন রাসেল। মাঠে ফিরে এসেছেন তিনি। ২৬ বলে ৫০ রান করেন মার্করাম।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২০:২৩ key status

অর্ধশতরান ব্রুকের

৩২ বলে ৫০ করলেন হ্যারি ব্রুক। ইংরেজ ব্যাটার ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২০:১৪

৯ ওভারে ৮৫ রান

২ উইকেট হারিয়ে ৯ ওভারে ৮৫ রান তুলল হায়দরাবাদ। রাসেল ২ উইকেট নিলেন। তিনি যদিও চোটের কারণে এই মুহূর্তে মাঠে নেই।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৯ key status

আউট ত্রিপাঠী

রাসেলের এক ওভারেই জোড়া উইকেট। মায়াঙ্ক এবং রাহুল ত্রিপাঠীকে আউট করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ key status

রাসেলের উইকেট

এ বারের আইপিএলে প্রথম বার বল করলেন রাসেল। প্রথম বলেই উইকেট তুলে নিলেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন রাসেল।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:৩৫

প্রথম ওভারে ১৪ রান

হ্যারি ব্রুক তিনটি চার মারলেন। প্রথম ওভারেই ১৪ রান তুলে নিল হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:২১

পিচ কেমন?

বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে খেলেছিল কলকাতা। সেই ম্যাচে বল থমকে আসছিল। শুক্রবার ইডেনে যে ম্যাচ হবে তা আলাদা পিচ। মাটি অনেক শক্ত এবং ঘাস রয়েছে বলে জানা গিয়েছে। ফলে পেসাররা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:০৯ key status

কলকাতার প্রথম একাদশ

নীতীশ জানালেন গত ম্যাচের দল নিয়েই খেলতে নামছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৯:০৪ key status

টস জিতল কেকেআর

ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতল কেকেআর। বল করার সিদ্ধান্ত নিলেন নীতীশ রানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE