Advertisement
১৮ জুন ২০২৪
বিরাট কোহলি (বাঁ দিকে) ও মহেন্দ্র সিংহ ধোনি। পিছনে দেখা যাচ্ছে ফাফ ডুপ্লেসিকেও।

বিরাট কোহলি (বাঁ দিকে) ও মহেন্দ্র সিংহ ধোনি। পিছনে দেখা যাচ্ছে ফাফ ডুপ্লেসিকেও। ছবি: আইপিএল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ০০:০৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ০০:০৪ key status

খেলা শেষ

চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফের বেঙ্গালুরু।

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২৩:২১ key status

আউট শিবম দুবে

আবার ব্যর্থ শিবম। ১৫ বলে ৭ রান করে ক্যামেরন গ্রিনের বলে আউট হয়ে ফিরলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২৩:১৭ key status

রান আউট রাচিন রবীন্দ্র

ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন রাচিন। ৩৭ বলে ৬১ রান করেন তিনি। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২২:৫৯ key status

আউট অজিঙ্ক রাহানে

৩৩ রান করে লকি ফার্গুসনের বলে আউট হয়ে ফিরলেন রাহানে। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২২:২৩ key status

আউট মিচেল

মিচেলকে (৪) আউট করলেন যশ। ক্যাচ ধরলেন কোহলি। চেন্নাই ১৯/২।

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২২:১২ key status

আউট রুতুরাজ গায়কোয়াড়

গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম বলে আউট চেন্নাইয়ের অধিনায়ক। শূন্য় রানে ফিরলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:৫৬ key status

২১৮ রান করল বেঙ্গালুরু

চেন্নাইয়ের সামনে লক্ষ্য ২১৯ রান। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:৫৫ key status

আউট গ্লেন ম্যাক্সওয়েল

৫ বলে ১৬ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল। বড় শট মারতে গিয়ে ফিরলেন তিনি। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:৪৯ key status

আউট দীনেশ কার্তিক

৬ বলে ১৪ রানের ইনিংস খেললেন কার্তিক। দলের রান ২০০ পার করালেন তিনি। চতুর্থ উইকেট পড়ল বেঙ্গালুরুর। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:৪১ key status

আউট রজত পাটীদার

ভাল খেলছিলেন পাটীদার। শার্দূল ঠাকুরের বলে ছক্কা মারতে গিয়ে ২৩ বলে ৪১ রান করে আউট হলেন তিনি। ১৮৪ রানে তৃতীয় উইকেট পড়ল বেঙ্গালুরুর। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:২৮ key status

১৬ ওভারে বেঙ্গালুরুর রান ২ উইকেটে ১৫৫

রজত পাটীদার ২৮ ও ক্যামেরন গ্রিন ২২ রান করে খেলছেন। দলের রান ২০০ পার করার চেষ্টা করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২১:১২ key status

ডুপ্লেসি আউট

বোলার স্যান্টনারের হাতে লেগে বল উইকেটে লাগে। নন-স্ট্রাইকার ডুপ্লেসি এগিয়ে গিয়েছিলেন। সঠিক সময়ে ব্যাট ক্রিজ়ে ফেরত আনতে পারেননি। হাওয়ায় ভেসেছিল ব্যাট। অনেক ক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার আউট দেন। ৩৯ বলে ৫৪ রান করেন ডুপ্লেসি।

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২০:৫২ key status

বিরাট আউট

২৯ বলে ৪৭ রান করে আউট হয়ে গেলেন বিরাট। আগের বলেই মিচেল স্যান্টনারকে ছক্কা মেরেছিলেন তিনি। পরের বলে আবার তুলে মারতে যান। ব্যাটে-বলে ঠিক মতো হয়নি। লং অনে ভাল ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ৭৮ রানে প্রথম উইকেট পড়ল বেঙ্গালুরুর। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২০:৩৬ key status

দাপট দেখাচ্ছেন স্পিনারেরা

বৃষ্টির থামায় খেলা শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে, স্পিনারদের খেলতে সমস্যা হচ্ছে ব্যাটারদের। বল পিচে পড়ে ঘুরছে। কিছু বল থমকে আসছে। ফলে ব্যাটে-বলে করতে সমস্যা হচ্ছে কোহলি, ডুপ্লেসিদের। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২০:২৪ key status

খেলা শুরু

বৃষ্টির কারণে কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পরে আবার খেলা শুরু হয়েছে। ওভার নষ্ট হয়নি। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:৪৫ key status

শুরু বৃষ্টি

৩ ওভার খেলা হওয়ার পরেই শুরু হয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা। মাঠ ঢাকা হয়েছে। দু’দল সাজঘরে ফিরে গিয়েছেন। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:৩৯ key status

২ ওভারে বেঙ্গালুরুর বিনা উইকেটে ১৮

ক্রিজ়ে রয়েছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। বৃষ্টি হওয়ায় ক্রিজ়ে বোলারদের জন্য সুবিধা রয়েছে। তাই প্রথমে একটু দেখে নিয়ে তার পরে হাত খোলার চেষ্টা করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:১২ key status

বেঙ্গালুরুর প্রথম একাদশ

ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, কর্ণ শর্মা, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ।

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:১২ key status

চেন্নাইয়ের প্রথম একাদশ

রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, মিচেল স্যান্টনার, শার্দূল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিংহ, মাহিশ থিকশানা।

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:০২ key status

টস জিতল চেন্নাই

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে হবে বিরাট কোহলিদের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE