Advertisement
০৪ মে ২০২৪
মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটদের দাপট।

মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটদের দাপট। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২৩:০৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২৩:০৩ key status

ম্যাচ জিতল বেঙ্গালুরু

৮ উইকেটে ম্যাচ জিতল আরসিবি। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:৫৭ key status

আউট দীনেশ কার্তিক

বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন। শূন্য রানে আউট হয়ে গেলেন কার্তিক। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:৫৩ key status

আউট ডুপ্লেসি

৭৩ রান করে আউট ডুপ্লেসি। ১৪৮ রান তুলে নিয়েছে বেঙ্গালুরু। জয়ের জন্য ৩১ বলে ২৪ রান প্রয়োজন তাদের।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:৪১

বিরাটের ৫০

বেঙ্গালুরুর মাঠে ৫০ বিরাট কোহলির। তিনি এবং অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির দাপট প্রথম ম্যাচেই।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:৩৪

১১ ওভারে ১০৮ রান

ব্যাট হাতে ঝড় তুললেন বিরাটরা। ১১ ওভারে ১০৮ রান তুলে নিলেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:২৭ key status

অর্ধশতরান ডুপ্লেসির

ডুপ্লেসি অর্ধশতরান করে ফেললেন। শুরু থেকেই দাপট দেখাচ্ছেন বিরাটরা।

Advertisement
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২২:১১

পাওয়ার প্লে শেষে

শুরু থেকেই মারমুখী বিরাটরা। ৬ ওভারে ৫৩ রান তুলে নিল বেঙ্গালুরু।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২১:৩২ key status

বেঙ্গালুরুর সামনে ১৭২ রানের লক্ষ্য

শুরুতে যে মুম্বই রানই পাচ্ছিল না, তারাই প্রথম ইনিংসে ১৭১ রান তুলে নিল। ৮৪ রানের ইনিংস খেললেন তিলক। উল্টো দিক থেকে একের পর এক ব্যাটার উইকেট হারালেও তিলক টিকে রইলেন। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে ছিল মুম্বই। সেখান থেকে দলকে ১৭১ রানে পৌঁছে দিলেন তিলক।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২১:১১ key status

আউট শোকিন

হর্ষল পটেলের বলে আউট ঋত্বিক শোকিন। ক্রিজে রয়েছেন তিলক।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২১:০৪

অর্ধশতরান তিলকের

মুম্বইয়ের ব্যাটিংকে একাই টানছেন তিলক। অর্ধশতরান করে ফেলেছেন তিনি। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২১:০২ key status

আউট ডেভিড

করণের দ্বিতীয় উইকেট। টিম ডেভিডকে বোল্ড করলেন তিনি। মাত্র ৪ রান করে আউট ডেভিড।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:৫৬

১৫ ওভারে ১০২ রান

১০২ রান তুলল মুম্বই। হাতে আর ৫ ওভার। কায়রন পোলার্ডের অভাব বোধ করছে মুম্বই। ক্রিজে তিলক বর্মা রয়েছেন। তিনি ইতিমধ্যেই ৪৫ রান করে ফেলেছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় রান তুলতে হলে তাঁকে প্রধান ভূমিকা নিতে হবে। উল্টো দিকে রয়েছেন টিম ডেভিড।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:৫০ key status

আউট নেহাল

পঞ্চম উইকেট হারাল মুম্বই। নেহাল ওয়াদেরা ২১ রান করে আউট। করণ শর্মার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:৩৭

পাল্টা মারার চেষ্টা তিলকের

হাত খুলতে শুরু করলেন তিলক বর্মা। বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধে বড় শট নিতে শুরু করলেন তিনি। ২১ বলে ৩৭ রান করে অপরাজিত তিলক।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:২৯

১০ ওভারে ৫৫ রান

৫৫ রান উঠল মুম্বইয়ের। চলে গিয়েছে চার উইকেট। রানে ফেরার চেষ্টা করছে মুম্বই। কিন্তু বেঙ্গালুরুর বোলাররা খুব বেশি রানও দিচ্ছেন না।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:১৮

৮ ওভারে ৪৩ রান

তিন উইকেট চলে গিয়েছে মুম্বইয়ের। আউট হয়ে গিয়েছেন ঈশান, গ্রিন এবং রোহিত। ৮ ওভার শেষে ক্রিজে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছে বেঙ্গালুরুর টপলে। তিনি আর বল করতে পারবেন কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:০২ key status

আউট রোহিত

আকাশ দীপের বলে আউট রোহিত। মাত্র ১ রান করে আউট মুম্বইয়ের অধিনায়ক। উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিলেন রোহিত।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৯:৫১

৪ ওভারে ১৭ রান

মুম্বইয়ের স্কোরবোর্ডে ৪ ওভার শেষে মাত্র ১৭ রান। আউট ঈশান এবং গ্রিন। বেঙ্গালুরু টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই বল হাতে ধাক্কা দিতে পেরেছে তারা।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৯:৫০ key status

আউট গ্রিন

রিচি টপলের বলে বোল্ড ক্যামেরন গ্রিন। আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৫ রান করে আউট অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৯:৪৪ key status

আউট ঈশান

তৃতীয় ওভারেই উইকেট পড়ল মুম্বইয়ের। পর পর দুটো বলে রান হয়নি। চাপ নিয়ে ফেললেন ঈশান। মহম্মদ সিরাজের বলে মারতে গিয়ে উইকেট দিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE