Advertisement
E-Paper

রাহুল কি হার্দিক পাণ্ড্যর সঙ্গে ডেট করছেন?

টেলিভিশনের পর্দায় দু’জনকেই দেখা যাবে এ বার একসঙ্গে। আগামী সপ্তাহে কর্ণ জোহরের সঙ্গে কফির কাপে তুফান তুলতে পারেন এই দুই তারকা। ‘কফি উইথ কর্ণ’-এ অতিথি হয়ে আসছেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ২১:৩৩
টেলিভিশনের পর্দায় রাহুল এবং হার্দিক দু’জনকেই দেখা যাবে একসঙ্গে। ছবি: হার্দিক পাণ্ড্যর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

টেলিভিশনের পর্দায় রাহুল এবং হার্দিক দু’জনকেই দেখা যাবে একসঙ্গে। ছবি: হার্দিক পাণ্ড্যর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

গুড লুকস। ট্রেন্ডি হেয়ারকাট। ট্যাটুতে ছড়ানো স্টাইট স্টেটমেন্ট। বাইশ গজের বাইরেও তাই যেন বেশ নজর কাড়েন কে এল রাহুল বা হার্দিক পাণ্ড্য। টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার।

টেলিভিশনের পর্দায় দু’জনকেই দেখা যাবে এ বার একসঙ্গে। আগামী সপ্তাহে কর্ণ জোহরের সঙ্গে কফির কাপে তুফান তুলতে পারেন এই দুই তারকা। ‘কফি উইথ কর্ণ’-এ অতিথি হয়ে আসছেন তাঁরা।

রাহুল আর হার্দিক ‘একসঙ্গে’ কেন? অনেক সময়ই তো তাঁদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। সে কারণে? নাকি অন্য কিছু? এই জল্পনাটা যে সত্যি চলছে তা এ বার খোলসা করলেন রাহুল নিজেই। জানালেন, তাঁদেরকে একসঙ্গে দেখে অনেকেরই মনে হয় এ কথাটা। এমনকি অনেকেই নাকি তাঁদের কাছে জানতে চান, ‘আচ্ছা, রাহুল আর হার্দিক কি ডেটিং করছেন?’

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: সিডনিতে রোহিতের পরিবর্তে প্রথম এগারোয় কে, শুরু জল্পনা

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দল বাছাই নিয়ে ফের লেগে গেল সৌরভ-স্টিভের

‘কফি উইথ কর্ণ’-এর প্রোমোতেই শোনা গিয়েছে রাহুল-হার্দিকের ডেটিং করা নিয়ে জল্পনার গল্প। তাতে হার্দিকও সায় দিয়ে জানিয়েছেন, হ্যাঁ! সত্যিই অনেকেই মনে করেন যে তাঁরা ডেটিং করছেন। কেন? হার্দিক আরও জানিয়েছেন যে অনেকেই তাঁদের কাছে জানতে চান, “এই গুড লুকিং ছেলেরা একসঙ্গে কী করছে?’ উত্তরটাই হার্দিক দিয়েছেন, “... ভাই, আমরা খুঁজতে বেরিয়েছি। কাউকে পাইনি। তাই তো আমরা একসঙ্গে রয়েছি!”

Bowling over fans on the pitch and on the couch, K.L. Rahul & Hardik Pandya get stumped next week on #KoffeeWithKaran! #KoffeeWithKLRahul #KoffeeWithHardik #KoffeeWithCricketers #hardikpandya #klrahul #cricket #TeamIndia #IndianCricketTeam

A post shared by Star World (@starworldindia) on

গার্লফ্রেন্ড খুঁজতে বেরিয়েছেন রাহুল-হার্দিক। কিন্তু, দু’জনের কি সত্যিই গার্লফ্রেন্ড নেই? রাহুল বার হার্দিকের সঙ্গে তো বহু সুন্দরীর নাম জড়িয়েছে। হার্দিক নাকি বলিউড বিউটি উর্বসী রাউতেলাকে ডেট করছেন। আর রাহুল? তিনিও নাকি নিদ্ধি আগরওয়ালের প্রেমে মজে। যদিও দু’জনের কেউই এ নিয়ে খোলামেলা কথা বলেননি। তাই রাহুল-হার্দিককে একসঙ্গে ঘুরতে দেখে জল্পনা তো করতেই পারেন অনেকে। তবে তাতে কি সব সত্যি হয়!

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

Cricketer Cricket KL Rahul Hardik Pandya Koffee With Karan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy