Advertisement
০৮ মে ২০২৪

হিউম-দ্যুতি পরে নেমে সবার ঘুম কেড়ে নিচ্ছে

আমরা এখন গ্রুপ লিগের শেষ সপ্তাহে। আর বলতে কোনও অসুবিধে নেই, এ বছরটা এফসি গোয়ার একেবারেই ভাল গেল না আইএসএলে। মরসুমটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাই।

লুসিও
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০৩:০৯
Share: Save:

আমরা এখন গ্রুপ লিগের শেষ সপ্তাহে। আর বলতে কোনও অসুবিধে নেই, এ বছরটা এফসি গোয়ার একেবারেই ভাল গেল না আইএসএলে। মরসুমটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাই।

সবার প্রথমে গোয়ার সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওঁদের প্রত্যাশার সঠিক মর্যাদা দিতে পারিনি বলে। জানি এই টিমের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি কত পরিশ্রম করেছে। কিন্তু রেজাল্ট দিতে পারিনি আমরা। মরসুম শুরু করেছিলাম খুব খারাপ ভাবে। সেখানে থেকে আর কামব্যাক করতে পারলাম না। যখনই আমরা কিছু পয়েন্ট পাই, তখনই পরের কিছু হতাশজনক পারফরম্যান্স আমাদের আবার টেনে নীচের দিকে নামিয়ে নিয়ে আসে। আর সেই রেজান্টগুলোর ধাক্কায় আমরা গোটা আইএসএলে মাথা তুলতে পারলাম না।

টুর্নামেন্ট থেকে গোয়া ছিটকে গেলেও বেশ কিছু টিম আবার আছে, যারা দারুণ পারফর্ম করেছে। প্রথম টিম হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করেছে মুম্বই। ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে কার্যকরী আর সঙ্ঘবদ্ধ টিম। দিয়েগো ফোরলান থাকায় টিমে যেমন ‘স্টার কোয়ালিটি’ আছে, তেমনই অভি়জ্ঞতার অভাবও নেই দলে। মুম্বইয়ের শক্তি হল, ওদের গোল স্কোরিং ক্ষমতা। ওরা কোনও একজন ফুটবলারের উপর নির্ভরশীল নয়। আমার মতে, মুম্বই ট্রফির সবচেয়ে বড় দাবিদার।

আটলেটিকো দে কলকাতা হল আরও একটা টিম, যাদের শেষ চারে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের বিরুদ্ধে ওদের জয়টা টার্নিং পয়েন্ট। টুর্নামেন্টের শুরু থেকে অনেক সমালোচনা হয়েছে ওদের নিয়ে। কিন্তু আমার মতে আইএসএলের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড এটিকে-ই। প্রথম এগারো তো বটেই, ওদের বেঞ্চের গভীরতাও দেখার মতো। হিউম, দ্যুতি পরের দিকে নামলে তো যে কোনও বিপক্ষ কোচের ঘুম উড়বেই! এটিকে আসলে মানসিক ভাবে খুব শক্ত। তাই খুব কম ম্যাচ হেরেছে। আর পস্টিগার প্রত্যাবর্তনে ওদের টিমের শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছে।

শুক্রবার কেরল জেতায় আমার মনে হয় প্রথম তিন সেমিফাইনালিস্ট পেয়ে গেলাম আমরা। আর দিল্লি যে ভাবে খেলছে, সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, তা হলে চার নম্বর সেমিফাইনালিস্ট ওরাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doutie Hume ISL 2016 ATK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE