সিরিজ হারলেও ভারতকে খারাপ দল বলতে রাজি নন মিস্টার ক্রিকেট মাইকেল হাসি। আনন্দবাজার-কে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন।
প্রশ্ন: পরপর হার থেকে ভারত কী শিক্ষা পেল বলে মনে করেন?
হাসি: আমার তো মনে হয় না ভারত খারাপ ক্রিকেট খেলেছে। ধারাবাহিক ভাবে তিনশো তোলা ভাল পারফরম্যান্স। এমনিতেই অস্ট্রেলিয়ায় ডিফেন্ড করাটা বেশ কঠিন কাজ। বিশেষত, উইকেট যেখানে ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। আউটফিল্ডও ফাস্ট আর বড়, যার জন্য ফিল্ডারদের কাজও কঠিন। বলতেই হচ্ছে যে, সব ক’টি ম্যাচেই ভারত বড় রান করে জেতার চেষ্টা করেছে। ওদের দুর্ভাগ্য যে, অস্ট্রেলিয়া আরও ভাল ব্যাট করেছে।
প্র: ভারত তো আরও রান করতে পারত। মিডল অর্ডার সে রকম সাহায্য করতেই পারল না।
হাসি: এটা বলা কঠিন। ধোনি তো অনেক দিন ধরেই এই কাজটা করে আসছে। ও জানে কোন পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। তরুণরা, যারা ধোনির সঙ্গে ব্যাট করতে নামে, তাদের অনেক কিছু শেখা উচিত। সবার বোঝা উচিত যে, এই জায়গায় ব্যাট করাটা মোটেই সোজা নয়। আর এখানে নেমেই ৩০ বলে ৬০ রান তোলাটাও সোজা নয়। তবু ধোনি দীর্ঘদিন ধরে এই কাজটা সফল ভাবে করে আসছে। তাই এখনকার বোলাররা ধোনির শক্তি সবাই জেনে ফেলেছে। তাই ওর একার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে বসে থাকলে আর চলবে না।
প্র: এ বার ভারতীয় পেসারদের পারফরম্যান্স কেমন দেখলেন?
হাসি: অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসারদের মানিয়ে নিতে একটু সময় লাগে। ভারতীয় পেসাররা মোটেই খারাপ নয়। ইশান্ত শর্মা, উমেশ যাদবদের তো ভালই লাগে আমার। তবে এখানে এসে মানিয়ে নিতে সময় লাগে। ব্যাটসম্যানদেরও সময় লাগে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে শিখর ধবনেরই অসুবিধা হয়েছিল। তার পর নিজের ভুল শুধরে নিয়ে ২০১৫ বিশ্বকাপে অসাধারণ খেলেছিল। সুতরাং ঠিকমতো মানিয়ে নিতে পারলে কিন্তু এখানে ভাল ব্যাট করার প্রচুর সুযোগ রয়েছে।
প্র: ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে কাকে চোখে পড়ল?
হাসি: ঋষি ধবনকে দেখলাম। এই পিচে ওর বোলিং ভাল হবে। ভারতের এখন দরকার বেশি অলরাউন্ডারের। ভারত বোধহয় এই দলটা অস্ট্রেলিয়ায় এনেছে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে। তবে তার পরের কথাও ভাবতে হবে ওদের।