নেয়োমি ওসাকা ছিটকে গেলেন ইউএস ওপেন থেকে। মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে তিনি হারলেন অষ্টম বাছাই আমেরিকার আমান্ডা অ্যানিসিমোভার কাছে। ওসাকা হারেন ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৩-৬ গেমে। শেষ হয়ে গেল ইউকি ভাম্বরির স্বপ্নের দৌড়। পুরুষদের ডবলসের সেমিফাইনালে বিদায় নিল তাঁর এবং নিউ জ়িল্যান্ডের মাইকেল ভেনাসের জুটি।
পারলেন না ওসাকা। বিশ্বের প্রাক্তন এক নম্বরের প্রত্যাবর্তনের দৌড় শেষ হল সেমিফাইনালে। ২ ঘণ্টা ৫৬ মিনিট লড়াই করেও জিততে পারলেন না চারটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন। প্রথম দু’সেটে ভাল লড়াই করলেও তৃতীয় সেটে ছন্দ হারান ওসাকা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অ্যানিসিমোভা। সেমিফাইনালে দুই তারকার টান টান লড়াই হয়েছে। সার্বিক পারফরম্যান্স বিচার করলে অনেকটাই এগিয়ে ওসাকা। তবু তৃতীয় সেটে হঠাৎ ছন্দ হারিয়ে ম্যাড হাতছাড়া করলেন তিনি।
শেষ চারের লড়াইয়ে ১৫টি ‘এস’ সার্ভিস করেছেন ওসাকা। অ্যানিসিমোভার সাতটি সার্ভিসে র্যাকেট ছোঁয়াতে পারেননি তিনি। মাত্র একটি ডবল ফল্ট করেছেন ওসাকা। আমেরিকার খেলোয়াড়ের ডবল ফল্টের সংখ্যা ছয়। আনফোর্সড এররও অনেক কম করেছেন ওসাকা। প্রথম সার্ভিস ঠিকঠাক করা এবং পয়েন্ট জেতার ক্ষেত্রে সমানে সমানে পাল্লা দিয়েছেন দু’জন। ব্রেক পয়েন্ট জেতার ক্ষেত্রেও তাই। তবে নেট পয়েন্টে কিছুটা পিছিয়ে ছিলেন ওসাকা। অ্যানিসিমোভা প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন উইনার মারার ক্ষেত্রে। তৃতীয় সেটে ঠিক এই জায়গায় পিছিয়ে পড়েছেন ওসাকা।
প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন ভারতের ইউকি। তবে তার বেশি এগোতে পারলেন না। তাঁর এবং ভেনাসের ১৪তম বাছাই জুটি সেমিফাইনালে লড়াই করেও হেরে গেল। ব্রিটেনের ষষ্ঠ বাছাই জুটি নিল স্পুসকি এবং জো সালিসবেরি কাছে তাঁরা হারলেন ৭-৬ (৭-২), ৬-৭ (৫-৭), ৪-৬ ব্যবধানে। ২ ঘণ্টা ৫৩ মিনিটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ফাইনালে ওঠা হল না ইউকিদের।